উত্তরকাশী , 20 নভেম্বর: উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল রেসকিউ অপারেশনে এবার আন্তর্জাতিক সাহায্য নেওয়া হচ্ছে ৷ টানেলে আটকে পড়া 41 জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে জোরকদমে। এর মাঝেই ইন্টারন্যাশনাল টানেলিং অ্যান্ড আন্ডারগ্রাউন্ড স্পেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আর্নল্ড ডিক্সও উদ্ধার কাজে সাহায্য করতে সিল্কিয়ারায় পৌঁছেছেন বলে খবর।
প্রফেসর আর্নল্ড ডিক্স একজন আন্তর্জাতিক টানেলিং বিশেষজ্ঞ। ভূগর্ভস্থ এবং পরিবহণ পরিকাঠামোতে তাঁর চূড়ান্ত দক্ষতা রয়েছে। আর্নল্ড টানেলিং এবং এর সঙ্গে সম্পর্কিত ঝুঁকির মতো ভূগর্ভস্থ নির্মাণের বিষয়েও বিশ্বজুড়ে পরামর্শ দেন। প্রফেসর ডিক্স ভূগর্ভস্থ টানেল নির্মাণে বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের একজন হিসাবে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে স্বীকৃত।
-
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue operation | International Tunneling Expert, Arnold Dix says "It is looking good, but we have to decide whether it is actually good or is it a trap. It is looking very positive as we have the best experts in Himalayan geology with… pic.twitter.com/IcnmHjGfRw
— ANI (@ANI) November 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue operation | International Tunneling Expert, Arnold Dix says "It is looking good, but we have to decide whether it is actually good or is it a trap. It is looking very positive as we have the best experts in Himalayan geology with… pic.twitter.com/IcnmHjGfRw
— ANI (@ANI) November 20, 2023#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue operation | International Tunneling Expert, Arnold Dix says "It is looking good, but we have to decide whether it is actually good or is it a trap. It is looking very positive as we have the best experts in Himalayan geology with… pic.twitter.com/IcnmHjGfRw
— ANI (@ANI) November 20, 2023
সোমবার প্রফেসর আর্নল্ড ডিক্স উত্তরকাশীর সিল্কিয়ারা টানেল সাইট পরিদর্শন করেছেন বলে জানা গিয়েছে। গত নয়দিন ধরে উদ্ধার কাজে নিয়োজিত দলের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি। এরপর অধ্যাপক আর্নল্ড ডিক্স জানান, উদ্ধার অভিযানে তাঁর সঙ্গে যে দল কাজ করছে তা যথেষ্টই সুসংহত এবং সংগঠিত। তাঁর কথায়, "আমরা শীঘ্রই সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের নিরাপদে উদ্ধার করতে পারব ৷" প্রফেসর ডিক্স আরও জানান, উত্তরকাশীর সিল্কিয়ারায় সারা বিশ্বের টানেল ও উদ্ধারকারী বিশেষজ্ঞরা এই উদ্ধার কাজে সাহায্য করছেন।
তাঁর কথায়, "আমিও এখানে উদ্ধারে সাহায্য করছি। এ পর্যন্ত যা কাজ হয়েছে তা সঠিক পথাই এগিয়েছে। রবিবার থেকে কাজ অনেকটাই হয়েছে। আসলে উদ্ধারকারী দল এখন প্ল্যান-বি নিয়ে কাজ করছে।" প্রফেসর আর্নল্ড ডিক্স যখন সুড়ঙ্গের উপরের প্রান্ত পরিদর্শন করতে যাচ্ছিলেন সেই সময় তিনি জানান, এখন টানেলের উপর থেকে খনন করে টানেলের ভিতরে আটকে পড়া 41 জন শ্রমিককে বাঁচানোর চেষ্টা চলছে। অধ্যাপক ডিক্স বলেন, "আমরা শিগগিরই সুড়ঙ্গে আটকে পড়া মানুষকে উদ্ধার করতে পারব।"
প্রফেসর ডিক্স এদিন বলেন, "সুড়ঙ্গের ভিতরের কাজও ভালোভাবেই চলছে। সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া মানুষদের কাছে পর্যাপ্ত পরিমাণে খাবার, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রও পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা শীঘ্রই আপনাদের সুখবর দিতে পারব আশা করছি।" আদতে, উদ্ধারকারী দলগুলি এখন টানেলের ভিতরে নয়দিন ধরে আটকে থাকা শ্রমিকদের বাঁচানোর বিভিন্ন উপায় বিবেচনা করছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল টানেলের উপর থেকে ড্রিলিং করে শ্রমিকদের কাছে পৌঁছনো। পাশাপাশি টানেলের অপর প্রান্ত খনন করে শ্রমিকদের কাছে পৌঁছনোর পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি টানেলের ডান ও বাম প্রান্ত থেকে ড্রিলিংয়ের বিকল্পও রাখা হয়েছে।
অন্য আরও একটি বিষয় হল ডিআরডিও (প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা) দলও পৌঁছেছে সিল্কিয়ারা টানেলে। এই দলের সঙ্গে একটি রোবোটিক্স দলও অন্তর্ভুক্ত রয়েছে ৷ যারা ত্রাণ ও উদ্ধার কাজে অংশ নেবে বলে খবর। ডিআরডিও মূলত দেশের সেনাবাহিনীর জন্য গবেষণা ও উন্নয়নের কাজ করে। ডিআরডিও-তে পাঁচ হাজারেও বেশি গবেষক এবং 25 হাজার বিজ্ঞানী কাজ করছেন ৷
আরও পড়ুন
আধুনির যন্ত্রপাতি ও কেন্দ্র-রাজ্য সমন্বয়ে শ্রমিকদের নিরাপদে উদ্ধার সম্ভব, আশা প্রধানমন্ত্রীর
উত্তরাখণ্ডের টানেলে আটকে থাকা শ্রমিকদের মনোবল বাড়ানো প্রয়োজন, মত মনোবিদদের