ETV Bharat / bharat

Covid Threat: বিমানবন্দরে করোনা পরীক্ষা, কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত বিদেশ-ফেরত যাত্রীদের - corona tests in airport

ওমিক্রনের উপপ্রজাতি বিএফ 7. এর দৌলতে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া-সহ বিশ্বের বিভিন্ন দেশে ফের করানা সংক্রমণ মাথাচাড়া দিয়েছে ৷ এই পরিস্থিতিতে সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরে বাইরের দেশগুলি থেকে আগত যাত্রীদের করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র (corona tests for international passengers) ৷ এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন যাত্রীরা ৷

ETV Bharat
বিমানবন্দরে যাত্রীদের করোনা পরীক্ষা
author img

By

Published : Dec 25, 2022, 7:46 PM IST

নয়াদিল্লি, 25 ডিসেম্বর: চিন-সহ কয়েকটি দেশে করোনা সংক্রমণ ফের বৃদ্ধি পাওয়ায় চিন্তায় রয়েছে ভারত সরকার ৷ এদেশে সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে থাকলেও বিষয়টি নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র ৷ তাই বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷ যার অন্যতম হল, বিদেশ থেকে এদেশে আসা যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা ৷ বাইরের দেশগুলিতে মূলত ওমিক্রনের উপপ্রজাতি বিএফ. 7-এর সংক্রমণ ছড়াচ্ছে ৷ বর্তমানে দেশে উৎসবের মরশুম চলছে ৷ বড়দিন, নববর্ষ উপলক্ষে বহু পর্যটক ভারতে আসছেন এই সময়ে ৷ এই সময়ে বিমানবন্দরে বাইরের দেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষার বিষয়টি পর্যটন শিল্পে কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে জল্পনা চলছে ৷ তবে দেশের পর্যটনে এর নেতিবাচক প্রভাব পড়বে না বলেই সংশ্লিষ্ট মহলের ধারণা (international passengers welcome the precautionary steps of Centre Govt to control Corona infection)৷

শনিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড থেকে আসা যাত্রীদের করোনার আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক (corona tests for international passengers) ৷ দেশে করোনা সংক্রমণ কমায় ও সিংহভাগ মানুষের কোভিড টিকার 2টি ডোজ নেওয়া হয়ে যাওয়ায় নভেম্বর থেকে বাইরে থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল ৷ শনিবার থেকেই দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, আমেদাবাদ, পুণে, গোয়া, ইন্দোরের বিমানবন্দরে আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের ব়্যানডাম করোনা পরীক্ষা শুরু হয়েছে (RT-PCR tests in Airports) ৷

আরও পড়ুন: ভোল বদলে ফিরছে করোনা ! অক্সিজেন সরবরাহ অটুট রাখার নির্দেশ কেন্দ্রের

তবে কেন্দ্রে এই সতর্কতামূলক পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন বাইরের দেশগুলি থেকে আসা যাত্রীরা (international passengers in India) ৷ ইন্দোরে আয়োজিত প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠানে যোগ দিতে 8 জানুয়ারি এদেশে আসার কথা মার্কিন যুক্তরাষ্ট্র নিবাসী সম্পত শিভাঙ্গীর ৷ হায়দরাবাদের গ্লোবাল হেলথ কেয়ার সম্মেলনেও তাঁর যোগ দেওয়ার কথা ৷ তিনি বলেন, "ভারত ধারাবাহিকভাবেই কোভিড পরিস্থিতির উপর নজর রেখে চলেছে ৷ চিনে সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ফের বেড়েছে ৷ স্বাভাবিকভাবেই চিনের প্রতিবেশী হিসেবে ভারতের আরও সতর্ক থাকা উচিত ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ৷ ভারত সরকারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি ৷"

বিহার ফাউন্ডেশন ইউএসএ সংগঠনের চেয়ারম্যান অলোক কুমারের কথায়, চিনের করোনা পরিস্থিতির সাপেক্ষে কেন্দ্রের এই পদক্ষেপ স্বাগতযোগ্য ৷ যাঁরা প্রবাসী ভারতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তাঁদের জন্য বিশেষ দল তৈরি করা উচিত বিদেশমন্ত্রকের, যাতে বাইরে থেকে যাঁরা আসছেন তাদের কোনও সমস্যা না হয় ৷ প্রয়োজনে নির্দিষ্ট ফোন নম্বরও দেওয়া উচিত ৷

বিদেশমন্ত্রকের তথ্য বলছে, 23 ডিসেম্বর দেশের 29টি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে প্রায় 87 হাজার যাত্রী এসেছেন ৷ কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, বিমানবন্দরেই তাঁদের নমুনা পরীক্ষা করা হচ্ছে ৷ পরীক্ষার পর তাঁদের বাইরে যেতে দেওয়া হচ্ছে ৷ থার্মাল স্ক্রিনিংও করা হবে যাত্রীদের৷ যাঁদের উপসর্গ দেখা দেবে তাঁদের নিভৃতবাসে পাঠানো হবে ৷ ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির এখনও কোনও তথ্য মেলেনি ৷ দেশে এখনও পর্যন্ত 4 কোটি 46 লক্ষ করোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ করোনায় দেশে মৃত্যুর হার 1.19 শতাংশ ৷

নয়াদিল্লি, 25 ডিসেম্বর: চিন-সহ কয়েকটি দেশে করোনা সংক্রমণ ফের বৃদ্ধি পাওয়ায় চিন্তায় রয়েছে ভারত সরকার ৷ এদেশে সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে থাকলেও বিষয়টি নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র ৷ তাই বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৷ যার অন্যতম হল, বিদেশ থেকে এদেশে আসা যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা ৷ বাইরের দেশগুলিতে মূলত ওমিক্রনের উপপ্রজাতি বিএফ. 7-এর সংক্রমণ ছড়াচ্ছে ৷ বর্তমানে দেশে উৎসবের মরশুম চলছে ৷ বড়দিন, নববর্ষ উপলক্ষে বহু পর্যটক ভারতে আসছেন এই সময়ে ৷ এই সময়ে বিমানবন্দরে বাইরের দেশ থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষার বিষয়টি পর্যটন শিল্পে কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে জল্পনা চলছে ৷ তবে দেশের পর্যটনে এর নেতিবাচক প্রভাব পড়বে না বলেই সংশ্লিষ্ট মহলের ধারণা (international passengers welcome the precautionary steps of Centre Govt to control Corona infection)৷

শনিবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড থেকে আসা যাত্রীদের করোনার আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক (corona tests for international passengers) ৷ দেশে করোনা সংক্রমণ কমায় ও সিংহভাগ মানুষের কোভিড টিকার 2টি ডোজ নেওয়া হয়ে যাওয়ায় নভেম্বর থেকে বাইরে থেকে আসা যাত্রীদের করোনা পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল ৷ শনিবার থেকেই দিল্লি, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, আমেদাবাদ, পুণে, গোয়া, ইন্দোরের বিমানবন্দরে আন্তর্জাতিক উড়ানের যাত্রীদের ব়্যানডাম করোনা পরীক্ষা শুরু হয়েছে (RT-PCR tests in Airports) ৷

আরও পড়ুন: ভোল বদলে ফিরছে করোনা ! অক্সিজেন সরবরাহ অটুট রাখার নির্দেশ কেন্দ্রের

তবে কেন্দ্রে এই সতর্কতামূলক পদক্ষেপকে স্বাগত জানাচ্ছেন বাইরের দেশগুলি থেকে আসা যাত্রীরা (international passengers in India) ৷ ইন্দোরে আয়োজিত প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠানে যোগ দিতে 8 জানুয়ারি এদেশে আসার কথা মার্কিন যুক্তরাষ্ট্র নিবাসী সম্পত শিভাঙ্গীর ৷ হায়দরাবাদের গ্লোবাল হেলথ কেয়ার সম্মেলনেও তাঁর যোগ দেওয়ার কথা ৷ তিনি বলেন, "ভারত ধারাবাহিকভাবেই কোভিড পরিস্থিতির উপর নজর রেখে চলেছে ৷ চিনে সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ফের বেড়েছে ৷ স্বাভাবিকভাবেই চিনের প্রতিবেশী হিসেবে ভারতের আরও সতর্ক থাকা উচিত ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ৷ ভারত সরকারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি ৷"

বিহার ফাউন্ডেশন ইউএসএ সংগঠনের চেয়ারম্যান অলোক কুমারের কথায়, চিনের করোনা পরিস্থিতির সাপেক্ষে কেন্দ্রের এই পদক্ষেপ স্বাগতযোগ্য ৷ যাঁরা প্রবাসী ভারতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন তাঁদের জন্য বিশেষ দল তৈরি করা উচিত বিদেশমন্ত্রকের, যাতে বাইরে থেকে যাঁরা আসছেন তাদের কোনও সমস্যা না হয় ৷ প্রয়োজনে নির্দিষ্ট ফোন নম্বরও দেওয়া উচিত ৷

বিদেশমন্ত্রকের তথ্য বলছে, 23 ডিসেম্বর দেশের 29টি আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে প্রায় 87 হাজার যাত্রী এসেছেন ৷ কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী, বিমানবন্দরেই তাঁদের নমুনা পরীক্ষা করা হচ্ছে ৷ পরীক্ষার পর তাঁদের বাইরে যেতে দেওয়া হচ্ছে ৷ থার্মাল স্ক্রিনিংও করা হবে যাত্রীদের৷ যাঁদের উপসর্গ দেখা দেবে তাঁদের নিভৃতবাসে পাঠানো হবে ৷ ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির এখনও কোনও তথ্য মেলেনি ৷ দেশে এখনও পর্যন্ত 4 কোটি 46 লক্ষ করোনা সংক্রমণ ধরা পড়েছে ৷ করোনায় দেশে মৃত্যুর হার 1.19 শতাংশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.