ETV Bharat / bharat

Interesting Rituals on Diwali: ভারতের নানা প্রান্তে দীপাবলির রূপ বিভিন্ন, দেখে নেওয়া যাক আলোর উৎসবের বিভিন্ন প্রথা - ভারতের বিভিন্ন প্রান্তে দীপাবলির রূপ বিভিন্ন

আর 2 দিন পরেই আলোর উৎসব দীপাবলিতে মাতবে দেশ (Diwali Celebration) ৷ ভারতের বিভিন্ন প্রান্তে এই দিনটি বিভিন্নভাবে পালন করা হয়ে থাকে (Interesting Rituals on Diwali) ৷

ETV Bharat
Diwali 2022
author img

By

Published : Oct 21, 2022, 9:34 PM IST

Updated : Oct 22, 2022, 2:49 PM IST

হায়দরাবাদ, 21 অক্টোবর: সামনেই আলোর উৎসব দিওয়ালি বা দীপাবলি (Diwali 2022) ৷ রঙবেরঙের আলোর ছটায় মাতবে দেশ, ছুটবে আলোর ফোয়ারা ৷ দেশের পাশাপাশি বিদেশে বসবাসকারী ভারতীয়রাও পালন করে থাকেন এই আলোকময় পার্বণ (Interesting rituals performed on Diwali) ৷ যদিও আমাদের দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসবের গুরুত্ব ও মাহাত্ম্য পৃথক পৃথক, তবুও এই সময়ে ঘরে আলো, মোমবাতি বা প্রদীপ জ্বালানোর প্রথা কমবেশি সব প্রান্তেই চোখে পড়ে (Diwali in India) ৷

উত্তর ভারতে দীপাবলি পালন করা হয় রাবণকে হারিয়ে অযোধ্যায় রামের প্রত্যাবর্তনের দিন হিসেবে ৷ দক্ষিণ ভারতে আবার মনে করা হয় এই দিনে নরকাসুরকে বধ করেছিলেন ভগবান কৃষ্ণ ও সত্যভামা ৷ শিখ ও জৈন ধর্মাবলম্বীরাও দীপাবলি সেলিব্রেট করেন ৷ গুরু হরগোবিন্দকে মুঘল সম্রাট জাহাঙ্গির এই দিনে মুক্তি দিয়েছিলেন বলে শিখরা এই আনন্দের দিনটি পালন করে থাকেন ৷ শিখরা আবার মনে করেন এই দিনেই মোক্ষ বা নির্বাণ লাভ করেছিলেন মহাবীর ৷

দেশের কোনও কোনও প্রান্তে আবার আবার মনে করা হয় এই বিশেষ দিনেই সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন ৷ কোনও কোনও সম্প্রদায় আবার এই দিনটিকে নতুন বছরের সূচনা হিসেবেও পালন করে থাকে ৷ দীপাবলির পার্বণ সাধারণত ধনতেরস থেকে শুরু হয় ভাইফোঁটার দিন শেষ হয় ৷ দেশের বিভিন্ন প্রান্তে দিওয়ালি বিভিন্নভাবে পালন করা হয়ে থাকে (Diwali Celebration)৷

পশ্চিমবঙ্গ: পশ্চিমবঙ্গে কালীপুজোর সঙ্গেই দীপাবলি পালিত হয় ৷ কালীপুজো রাতে হয় ৷ কালী মন্দির ও প্রতিমাগুলি সাজিয়ে তোলা হয় এই সময়ে ৷ কোনও কোনও বাড়িতে লক্ষ্মীপুজোও করা হয় ৷ আতসবাজি জ্বালানো হয় এই সময় ৷ কালী পুজোর জন্য বিখ্যাত কলকাতার কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দির ৷

ETV Bharat
কালীপুজোয় সেজে ওঠে দক্ষিণেশ্বর মন্দির

উত্তরপ্রদেশ: অযোধ্যা ও বেনারসে এই দিনটি যথাক্রমে দীপ উৎসব ও দেব দীপাবলি হিসেবে পালন করা হয় ৷ অযোধ্যায় সরযূ নদীর তীরে হাজার হাজার মাটির প্রদীপ জ্বালিয়ে এই দিনটি পালন করা হয় ৷ অন্যদিকে বেনারসে দেব দীপাবলি পালন করা হয় গঙ্গায় মাটির প্রদীপ ভাসিয়ে ৷

ETV Bharat
অযোধ্যা ও বেনারসে এই দিনটি যথাক্রমে দীপ উৎসব ও দেব দীপাবলি হিসেবে পালন করা হয়

পঞ্জাব: শীতের আগমন হিসেবে পঞ্জাবে পালিত হয় দীপাবলি ৷ এখানকার কৃষকরা এই দিন থেকে নতুন ফসল বোনার কাজে হাত দেন ৷ এছাড়াও এই বিশেষ দিনটিতে 'বন্দি ছোড় দিবস'ও পালন করে থাকেন পঞ্জাবিরা ৷ আলো ও প্রদীপ দিয়ে সাজানো হয় স্বর্ণ মন্দির ৷ থাকে লঙ্গরের ব্যবস্তাও ৷

ETV Bharat
শীতের আগমন হিসেবে পঞ্জাবে পালিত হয় দীপাবলি, সেজে ওঠে স্বর্ণ মন্দির

গুজরাত: গুজরাতিদের কাছে দীপাবলি মানে তাঁদের একটি বছরের সমাপ্তি ৷ এসময় বড় করে লক্ষ্মীপুজো হয় ৷ নতুন বছরে আবার নতুন করে ব্যবসার যাবতীয় কাজ শুরু হয় ৷ মোট পাঁচ দিনের এই উৎসবে থাকে ধনতেরস, কালী চৌদশ, দীপাবলি, বেস্তু বরষ ও ভাই বিজ ৷

ETV Bharat
দীপাবলিতে গুজরাতে পালিত হয় লক্ষ্মীপুজো

মহারাষ্ট্র: মহারাষ্ট্রে দীপাবলির উৎসবের সূচনা হয় গরুদের পুজো করে ৷ এই দিনে মারাঠিরা লক্ষ্মীপুজো করেন, বৈবাহিক বন্ধন উদযাপন করেন ৷ এই অনুষ্ঠানের শেষ হয় ভাব বিজ দিয়ে এবং সূচনা হয় বিয়ের মরসুম তুলসী বিবাহ ৷

ETV Bharat
মহারাষ্ট্রও মেতে ওঠে আলোর উৎসব দীবাবলিতে

গোয়া: ভারতের পশ্চিম প্রান্তের এই রাজ্যে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে এই দিনটি পালন করা হয় ৷ মনে করা হয় এই দিনেই নরকাসুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ ৷ পোড়ানোর আগে নরকাসুরের কুশপুতুল নিয়ে মিছিল বের করা হয় ৷ দক্ষিণ ভারতের বিভিন্ন প্রান্তে মানুষ এই সময় নারকেল তেল মাখেন দোষ থেকে মুক্তি পেতে ৷ এটা গঙ্গায় ডুব দেওয়ার মতোই একটি বিষয় ৷

ETV Bharat
দীপাবলিতে গোয়ায় নরকাসুরের মূর্তি, কুশপুতুল নিয়ে মিছিল বের করা হয়, পড়ে সেগুলি পোড়ানো হয়

তামিলনাড়ু: দক্ষিণ ভারতে দীপাবলির একদিন আগেই এই অনুষ্ঠানের সূচনা হয় ৷ নরক চতুর্দশী পালিত হয় এখানে ৷ তামিলনাড়ুতে এই দিনে সূর্য ওঠার আগে গায়ে তেল মেখে স্নান করা হয় ৷ ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য ও প্রদীপ নিবেদন করা হয় ৷ প্রতিটি বাড়ির সামনে, রাস্তায় চক, চালগুঁড়ো দিয়ে কোলাম বা আলপনা আঁকা হয় ৷ পিথুরা থারপানাম পুজো করা হয় এইদিনে ৷

ETV Bharat
তামিলনাড়ুতে পালিত হয় নরক চতুর্দশী

হায়দরাবাদ, 21 অক্টোবর: সামনেই আলোর উৎসব দিওয়ালি বা দীপাবলি (Diwali 2022) ৷ রঙবেরঙের আলোর ছটায় মাতবে দেশ, ছুটবে আলোর ফোয়ারা ৷ দেশের পাশাপাশি বিদেশে বসবাসকারী ভারতীয়রাও পালন করে থাকেন এই আলোকময় পার্বণ (Interesting rituals performed on Diwali) ৷ যদিও আমাদের দেশের বিভিন্ন প্রান্তে এই উৎসবের গুরুত্ব ও মাহাত্ম্য পৃথক পৃথক, তবুও এই সময়ে ঘরে আলো, মোমবাতি বা প্রদীপ জ্বালানোর প্রথা কমবেশি সব প্রান্তেই চোখে পড়ে (Diwali in India) ৷

উত্তর ভারতে দীপাবলি পালন করা হয় রাবণকে হারিয়ে অযোধ্যায় রামের প্রত্যাবর্তনের দিন হিসেবে ৷ দক্ষিণ ভারতে আবার মনে করা হয় এই দিনে নরকাসুরকে বধ করেছিলেন ভগবান কৃষ্ণ ও সত্যভামা ৷ শিখ ও জৈন ধর্মাবলম্বীরাও দীপাবলি সেলিব্রেট করেন ৷ গুরু হরগোবিন্দকে মুঘল সম্রাট জাহাঙ্গির এই দিনে মুক্তি দিয়েছিলেন বলে শিখরা এই আনন্দের দিনটি পালন করে থাকেন ৷ শিখরা আবার মনে করেন এই দিনেই মোক্ষ বা নির্বাণ লাভ করেছিলেন মহাবীর ৷

দেশের কোনও কোনও প্রান্তে আবার আবার মনে করা হয় এই বিশেষ দিনেই সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন ৷ কোনও কোনও সম্প্রদায় আবার এই দিনটিকে নতুন বছরের সূচনা হিসেবেও পালন করে থাকে ৷ দীপাবলির পার্বণ সাধারণত ধনতেরস থেকে শুরু হয় ভাইফোঁটার দিন শেষ হয় ৷ দেশের বিভিন্ন প্রান্তে দিওয়ালি বিভিন্নভাবে পালন করা হয়ে থাকে (Diwali Celebration)৷

পশ্চিমবঙ্গ: পশ্চিমবঙ্গে কালীপুজোর সঙ্গেই দীপাবলি পালিত হয় ৷ কালীপুজো রাতে হয় ৷ কালী মন্দির ও প্রতিমাগুলি সাজিয়ে তোলা হয় এই সময়ে ৷ কোনও কোনও বাড়িতে লক্ষ্মীপুজোও করা হয় ৷ আতসবাজি জ্বালানো হয় এই সময় ৷ কালী পুজোর জন্য বিখ্যাত কলকাতার কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দির ৷

ETV Bharat
কালীপুজোয় সেজে ওঠে দক্ষিণেশ্বর মন্দির

উত্তরপ্রদেশ: অযোধ্যা ও বেনারসে এই দিনটি যথাক্রমে দীপ উৎসব ও দেব দীপাবলি হিসেবে পালন করা হয় ৷ অযোধ্যায় সরযূ নদীর তীরে হাজার হাজার মাটির প্রদীপ জ্বালিয়ে এই দিনটি পালন করা হয় ৷ অন্যদিকে বেনারসে দেব দীপাবলি পালন করা হয় গঙ্গায় মাটির প্রদীপ ভাসিয়ে ৷

ETV Bharat
অযোধ্যা ও বেনারসে এই দিনটি যথাক্রমে দীপ উৎসব ও দেব দীপাবলি হিসেবে পালন করা হয়

পঞ্জাব: শীতের আগমন হিসেবে পঞ্জাবে পালিত হয় দীপাবলি ৷ এখানকার কৃষকরা এই দিন থেকে নতুন ফসল বোনার কাজে হাত দেন ৷ এছাড়াও এই বিশেষ দিনটিতে 'বন্দি ছোড় দিবস'ও পালন করে থাকেন পঞ্জাবিরা ৷ আলো ও প্রদীপ দিয়ে সাজানো হয় স্বর্ণ মন্দির ৷ থাকে লঙ্গরের ব্যবস্তাও ৷

ETV Bharat
শীতের আগমন হিসেবে পঞ্জাবে পালিত হয় দীপাবলি, সেজে ওঠে স্বর্ণ মন্দির

গুজরাত: গুজরাতিদের কাছে দীপাবলি মানে তাঁদের একটি বছরের সমাপ্তি ৷ এসময় বড় করে লক্ষ্মীপুজো হয় ৷ নতুন বছরে আবার নতুন করে ব্যবসার যাবতীয় কাজ শুরু হয় ৷ মোট পাঁচ দিনের এই উৎসবে থাকে ধনতেরস, কালী চৌদশ, দীপাবলি, বেস্তু বরষ ও ভাই বিজ ৷

ETV Bharat
দীপাবলিতে গুজরাতে পালিত হয় লক্ষ্মীপুজো

মহারাষ্ট্র: মহারাষ্ট্রে দীপাবলির উৎসবের সূচনা হয় গরুদের পুজো করে ৷ এই দিনে মারাঠিরা লক্ষ্মীপুজো করেন, বৈবাহিক বন্ধন উদযাপন করেন ৷ এই অনুষ্ঠানের শেষ হয় ভাব বিজ দিয়ে এবং সূচনা হয় বিয়ের মরসুম তুলসী বিবাহ ৷

ETV Bharat
মহারাষ্ট্রও মেতে ওঠে আলোর উৎসব দীবাবলিতে

গোয়া: ভারতের পশ্চিম প্রান্তের এই রাজ্যে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে এই দিনটি পালন করা হয় ৷ মনে করা হয় এই দিনেই নরকাসুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ ৷ পোড়ানোর আগে নরকাসুরের কুশপুতুল নিয়ে মিছিল বের করা হয় ৷ দক্ষিণ ভারতের বিভিন্ন প্রান্তে মানুষ এই সময় নারকেল তেল মাখেন দোষ থেকে মুক্তি পেতে ৷ এটা গঙ্গায় ডুব দেওয়ার মতোই একটি বিষয় ৷

ETV Bharat
দীপাবলিতে গোয়ায় নরকাসুরের মূর্তি, কুশপুতুল নিয়ে মিছিল বের করা হয়, পড়ে সেগুলি পোড়ানো হয়

তামিলনাড়ু: দক্ষিণ ভারতে দীপাবলির একদিন আগেই এই অনুষ্ঠানের সূচনা হয় ৷ নরক চতুর্দশী পালিত হয় এখানে ৷ তামিলনাড়ুতে এই দিনে সূর্য ওঠার আগে গায়ে তেল মেখে স্নান করা হয় ৷ ভগবানের উদ্দেশ্যে নৈবেদ্য ও প্রদীপ নিবেদন করা হয় ৷ প্রতিটি বাড়ির সামনে, রাস্তায় চক, চালগুঁড়ো দিয়ে কোলাম বা আলপনা আঁকা হয় ৷ পিথুরা থারপানাম পুজো করা হয় এইদিনে ৷

ETV Bharat
তামিলনাড়ুতে পালিত হয় নরক চতুর্দশী
Last Updated : Oct 22, 2022, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.