নয়াদিল্লি, 3 অগস্ট : বিল পাশে তাড়াহুড়ো নিয়ে মোদি সরকারকে খোঁচা রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের (Derek O'Brien) ৷ বিল পাশের অতিতৎপরতাকে ‘‘পাপড়ি চাট’’ তৈরির সঙ্গে তুলনা করে কটাক্ষ করেন তিনি ৷ আর তাতেই নাকি বেজায় চটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ টুইটারে তাঁর সংশ্লিষ্ট পোস্টের জন্য তৃণমূল সাংসদকে কড়া ভাষায় সমালোচনা করেন তিনি ৷ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি (Pralhad Joshi) ৷
আরও পড়ুন : Rahul Gandhi : রাহুলের ডাকে প্রাতঃরাশ বৈঠক সেরে সাইকেলে সংসদে পৌঁছলেন বিরোধীরা
প্রসঙ্গত, সোমবার তাঁর টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেন ডেরেক ৷ তাতে তিনি লেখেন, ‘‘প্রথম 10 দিনে, মোদি-শাহ শুধুমাত্র দৌড়ে বেরিয়েছেন এবং সাত মিনিটের গড় সময়সীমার মধ্যে 12 টি বিল পাশ করেছেন ৷ এটা কি আইন প্রণয়ন করা হচ্ছে, নাকি পাপড়ি চাট বানানো হচ্ছে !’’ এই পোস্টে সংশ্লিষ্ট বিলগুলির কোনটি কত মিনিটের মধ্যে পাশ করা হয়েছে, সেই তথ্যও তুলে ধরেছেন ডেরেক ৷ আর তাঁর এই আচরণেই ক্ষুব্ধ হয়েছেন কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক প্রধান ৷
এই প্রসঙ্গে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি সাংবাদিকদের বলেন, ‘‘গতকাল তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন একটি টুইট করেছেন ৷ প্রধানমন্ত্রী বলেছেন, যাঁরা সাংসদদের নির্বাচিত করেন, এটা (এই ধরনের টুইট) তাঁদের অপমান ৷ গোটা ঘটনায় প্রধানমন্ত্রী যে অত্যন্ত দুঃখ পেয়েছেন, তাও জানিয়েছেন তিনি ৷ পাপড়ি চাট তৈরি সংক্রান্ত মন্তব্যটি অত্যন্ত অবমাননাকর ৷ কাগজ ছিঁড়ে ফেলা, তারপর তা ছুড়ে ফেলা এবং এমন ঘটনার জন্য কোনও ক্ষমা না চাওয়া আসলে অহংকারের পরিচয় ৷ প্রধানমন্ত্রী এমনই বলেছেন ৷’’
-
#MASTERSTROKE #Parliament
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) August 2, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
In the first 10 days, Modi-Shah rushed through and passed 12 Bills at an average time of UNDER SEVEN MINUTES per Bill 😡(See shocking chart👇)
Passing legislation or making papri chaat! pic.twitter.com/9plJOr5YbP
">#MASTERSTROKE #Parliament
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) August 2, 2021
In the first 10 days, Modi-Shah rushed through and passed 12 Bills at an average time of UNDER SEVEN MINUTES per Bill 😡(See shocking chart👇)
Passing legislation or making papri chaat! pic.twitter.com/9plJOr5YbP#MASTERSTROKE #Parliament
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) August 2, 2021
In the first 10 days, Modi-Shah rushed through and passed 12 Bills at an average time of UNDER SEVEN MINUTES per Bill 😡(See shocking chart👇)
Passing legislation or making papri chaat! pic.twitter.com/9plJOr5YbP
প্রসঙ্গত, বাদল অধিবেশনের শুরু থেকেই উত্তাল সংসদের দুই কক্ষ ৷ মূলত, পেগাসাস ইস্যুতেই দড়ি টানাটানি চলছে সরকার ও বিরোধীদের মধ্য়ে ৷ বিরোধীদের হই-হট্টগোলের জেরে মাঝেমধ্যেই মুলতুবি করে দিতে হচ্ছে সভার কাজ ৷ অথচ তার মধ্যেই একের পর এক বিল পাশ করিয়ে নিচ্ছে মোদি সরকার ৷ বিরোধীদের অভিযোগ, সংখ্যাগরিষ্ঠতার জোরে কোনওরকম আলোচনা ছাড়াই বিলগুলি পাশ করা হচ্ছে ৷ যার মধ্যে বেশ কিছু বিল নিয়ে বিতর্কও ছিল ৷ ওয়াকিবহাল মহলের অনুমান, এই বিষয়টিকে সর্বসমক্ষে আনতেই সোমবার কেন্দ্রের বিল পাশে তাড়াহুড়ো সংক্রান্ত পোস্টটি করেন ডেরেক ৷
আরও পড়ুন : Tokyo Olympics : হার-জিত জীবনের অঙ্গ, তোমাদের নিয়ে গর্বিত দেশ ; মনপ্রীতদের বার্তা মোদির
এদিকে, মঙ্গলবার দলের সংসদীয় বৈঠকে যোগদান করেন বিজেপি নেতা ও সাংসদরা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah), কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশি, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা-সহ (J P Nadda) অন্যরা ৷ প্রহ্লাদের দাবি, এই বৈঠকেই বিরোধীদের অহংকার নিয়ে উষ্মা প্রকাশ করেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই প্রসঙ্গ ক্রমে ডেরেকের টুইটের কথা উল্লেখ করেন তিনি ৷
পরে বৈঠকের খুঁটিনাটি সম্পর্কে জানাতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরন (V Muraleedharan) বলেন, ‘‘তাঁর ভাষণ সুখবর দিয়েই শুরু করেছিলেন প্রধানমন্ত্রী ৷ জুলাইয়ে আমরা একের পর এক যেসব ভাল খবর পেয়েছিলাম, ভাষণে তারই উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ তিনি জানান, জিএসটি বাবদ 1.16 লক্ষ কোটি টাকা আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি ৷ টোকিয়ো অলিম্পিক্সে পি ভি সিন্ধু ব্রোঞ্জ জিতেছেন ৷ হকি দলও সাফল্য পেয়েছে ৷ কিন্তু গত কয়েক দিনে বিরোধীদের আচরণে সংসদের অবমাননা হয়েছে ৷ যিনি সংসদে দাঁড়িয়ে কাগজ ছিঁড়লেন, তিনি তাঁর কৃতকর্মের জন্য ক্ষমাপ্রার্থনা করেননি ৷ বিল পাশ নিয়ে অভিজ্ঞ সাংসদ যে মন্তব্য করেছেন, তাও অপমানজনক ৷’’ প্রধানমন্ত্রী এদিনের বৈঠকে এই সবকিছুরই উল্লেখ করেছেন বলে জানিয়েছেন মুরলীধরন ৷