ETV Bharat / bharat

Submarine INS Vela: নৌসেনাতে অন্তর্ভুক্ত হল সাবমেরিন আইএনএস ভেলা

ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হল ফরাসিতে প্রযুক্তিতে তৈরি স্করপিয়ান ক্লাস সাবমেরিন আইএনএস ভেলা (INS Vela commissioned into Indian Navy) ৷ এর অন্তর্ভুক্তি সমুদ্রে ভারতীয় নৌসেনার শক্তি কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ৷

author img

By

Published : Nov 25, 2021, 4:37 PM IST

INS Vela
নৌসেনাতে অন্তর্ভুক্ত হল সাবমেরিন আইএনএস ভেলা

নয়াদিল্লি, 25 নভেম্বর : ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হল আইএনএস ভেলা (INS Vela commissioned into Indian Navy) ৷ ফরাসি প্রযুক্তিতে তৈরি স্করপিয়ান ক্লাসের এই সাবমেরিনটি ভারতীয় নৌবাহিনীর শক্তি কয়েকগুণ বাড়িয়ে দিল ৷ এ দিন নৌসেনার প্রধান অ্যাডমিরাল করমবীর সিংয়ের উপস্থিতিতে মুম্বইয়ের নৌসেনা বন্দরে সাবমেরিনটিকে বাহিনীর হাতে তুলে দেওয়া হয় ৷

নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং আইএনএস ভেলার বাহিনীতে অন্তর্ভুক্তি নিয়ে বলেন, ‘‘আইএনএস ভেলার সাবমেরিন (Submarine INS Vela) অভিযানের সমস্তরকম গুণ রয়েছে ৷ আজকের গতিশীল এবং জটিল নিরাপত্তা ব্যবস্থায় এর উচ্চক্ষমতা এবং শক্তি ভারতের জল সীমান্তকে সুরক্ষিত করতে নৌসেনার ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য় করবে ৷’’

আরও পড়ুন : Indian Navy Submarine: আত্মনির্ভর হওয়ার পথে ভারত, দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ এবং সাবমেরিন পাচ্ছে নৌসেনা

ফ্রান্সের নৌসেনার সঙ্গে যৌথ উদ্যোগে মাজাগাঁও ডক শিপবিল্ডার্স আইএনএস ভেলা তৈরি করেছে ৷ এর আগেও ভারতীয় নৌসেনায় আইএনএস ভেলা নামে একটি সাবমেরিন ছিল ৷ যা 1973 সালের 31 অগস্ট নৌসেনায় অন্তর্ভুক্ত হয় ৷ দীর্ঘ 37 বছর সেটি ভারতীয় নৌসেনার হয়ে দেশ সেবা করে গিয়েছে ৷ একাধিক ঘটনার সাক্ষী থেকেছে সেই সাবমেরিনটি ৷ 2010 সালের 10 জুন সেটিকে অবসরে পাঠানো হয় ৷

আইএনএস ভেলার দৈর্ঘ্য 75 মিটার এবং এর মধ্যে 38 জন নৌসেনা থাকতে পারবেন ৷ সমুদ্রের গভীরে 37 কিলোমিটার গতিবেগে চলাচল করতে সক্ষম স্করপিয়ান ক্লাসের (Scorpene class submarine INS Vela) এই সাবমেরিন ৷ এমনকি শত্রুপক্ষের সাবমেরিন এবং যুদ্ধজাহাজকে মিসাইলের থেকেও দ্রুত ধ্বংস করার ক্ষমতা রয়েছে আইএনএস ভেলা’র ৷ এমনকি একবার জ্বালানির ট্যাঙ্ক ভরতি করার পর জলের নিচে টানা 57 দিন থাকতে পারে সাবমেরিনটি ৷

নয়াদিল্লি, 25 নভেম্বর : ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হল আইএনএস ভেলা (INS Vela commissioned into Indian Navy) ৷ ফরাসি প্রযুক্তিতে তৈরি স্করপিয়ান ক্লাসের এই সাবমেরিনটি ভারতীয় নৌবাহিনীর শক্তি কয়েকগুণ বাড়িয়ে দিল ৷ এ দিন নৌসেনার প্রধান অ্যাডমিরাল করমবীর সিংয়ের উপস্থিতিতে মুম্বইয়ের নৌসেনা বন্দরে সাবমেরিনটিকে বাহিনীর হাতে তুলে দেওয়া হয় ৷

নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং আইএনএস ভেলার বাহিনীতে অন্তর্ভুক্তি নিয়ে বলেন, ‘‘আইএনএস ভেলার সাবমেরিন (Submarine INS Vela) অভিযানের সমস্তরকম গুণ রয়েছে ৷ আজকের গতিশীল এবং জটিল নিরাপত্তা ব্যবস্থায় এর উচ্চক্ষমতা এবং শক্তি ভারতের জল সীমান্তকে সুরক্ষিত করতে নৌসেনার ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য় করবে ৷’’

আরও পড়ুন : Indian Navy Submarine: আত্মনির্ভর হওয়ার পথে ভারত, দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ এবং সাবমেরিন পাচ্ছে নৌসেনা

ফ্রান্সের নৌসেনার সঙ্গে যৌথ উদ্যোগে মাজাগাঁও ডক শিপবিল্ডার্স আইএনএস ভেলা তৈরি করেছে ৷ এর আগেও ভারতীয় নৌসেনায় আইএনএস ভেলা নামে একটি সাবমেরিন ছিল ৷ যা 1973 সালের 31 অগস্ট নৌসেনায় অন্তর্ভুক্ত হয় ৷ দীর্ঘ 37 বছর সেটি ভারতীয় নৌসেনার হয়ে দেশ সেবা করে গিয়েছে ৷ একাধিক ঘটনার সাক্ষী থেকেছে সেই সাবমেরিনটি ৷ 2010 সালের 10 জুন সেটিকে অবসরে পাঠানো হয় ৷

আইএনএস ভেলার দৈর্ঘ্য 75 মিটার এবং এর মধ্যে 38 জন নৌসেনা থাকতে পারবেন ৷ সমুদ্রের গভীরে 37 কিলোমিটার গতিবেগে চলাচল করতে সক্ষম স্করপিয়ান ক্লাসের (Scorpene class submarine INS Vela) এই সাবমেরিন ৷ এমনকি শত্রুপক্ষের সাবমেরিন এবং যুদ্ধজাহাজকে মিসাইলের থেকেও দ্রুত ধ্বংস করার ক্ষমতা রয়েছে আইএনএস ভেলা’র ৷ এমনকি একবার জ্বালানির ট্যাঙ্ক ভরতি করার পর জলের নিচে টানা 57 দিন থাকতে পারে সাবমেরিনটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.