ETV Bharat / bharat

Coromandel Express Drivers: আইসিইউ থেকে সাধারণ বেডে করমণ্ডলের চালক, মস্তিষ্কে অস্ত্রোপচার সহকারী চালকের - করমণ্ডল এক্সপ্রেসের

ওড়িশায় লাইনচ্যুত হয়ে মালগাড়ি এবং অন্য আরও একটি সুপারফাস্ট ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় করমণ্ডল এক্সপ্রেসের ৷ গাড়ির চালক এবং সহকারী চালকও ঘটনায় আহত হয়েছিলেন ৷ ঘটনার পর উভয়েরই অবস্থা স্থিতিশীল বলছে রেল ৷

Etv Bharat
Coromandel Express Drivers
author img

By

Published : Jun 5, 2023, 4:44 PM IST

ভুবনেশ্বর, 5 জুন: অভিশপ্ত করমণ্ডল একপ্রেসের চালক এবং সহকারী চালক দু'জনের অবস্থাই আপাতত স্থিতিশীল বলে জানাচ্ছে রেল ৷ শুক্রবার ডাউন যশবন্তপুর এক্সপ্রেস এবং একটি মালগাড়ির সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয় করমণ্ডল এক্সপ্রেসের ৷ ঘটনায় আহত হয়ছিলেন করমণ্ডলের চালক গুণনিধি মোহান্তি এবং তাঁর সহকারী হাজারি বেহেরা ৷ ভুবনেশ্বর এইমসে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা দু'জনের ৷ সোমবার রেলের তরফে জানানো হয়ছে, তাঁদের দু'জনেরই অবস্থা আপাতত স্থিতিশীল ৷

গত 2 জুন বাহানাগা বাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে প্রথমে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ি এবং পরে অন্য আরও একটি সুপারফাস্ট ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় করমণ্ডল এক্সপ্রেসের ৷ ঘটনায় সরকারি তরফে মৃত্যু হয়েছে 275 জনের ৷ আহত হয়েছেন প্রায় হাজারেরও বেশি যাত্রী ৷ করমণ্ডলের গাড়ির চালক এবং সহকারী চালকও ঘটনায় আহত হয়েছিলেন ৷ ঘটনার পর উভয়কেই ট্রেন থেকে উদ্ধার করা হয় ৷ এদিন দক্ষিণ পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী বলেন, "দুই চালকই এখন স্থিতিশীল আছেন।" এদিন গুণনিধি মোহান্তিকে আইসিইউ থেকে বের করে সাধারণ বেডে স্থানান্তরিত করা হয়েছে ৷ অন্যদিকে, বেহেরার মাথার অস্ত্রোপচারের হবে বলেও জানান মুখ্য জনসংযোগ আধিকারিক ৷

অন্যদিকে, গোটা ঘটনায় উভয় চালকের পরিবারের গোপনীয়তা বজায় রাখতে সংবাদ মাধ্যমের কাছেও অনুরোধ করেছে রেল ৷ চালকদের পরিবারের সদস্যরা যাতে শারীরিক ও মানসিকভাবে ঠিক থাকে তার জন্যও রেলের তরফে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে ৷ সেই সঙ্গে, রেলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, চালকরা নিয়ম অনুযায়ী লোকোমোটিভ পরিচালনা করায় দুর্ঘটনার জন্য কোনওভাবেই তাঁদের দায়ী করা যায় না। এর আগে রেলমন্ত্রক চালক এবং সহকারী চালক দু'জনকেই ক্লিনচিট দিয়েছিল।

আরও পড়ুন: দুর্ঘটনার 51 ঘণ্টা পর ক্ষতিগ্রস্ত ট্র্যাকে চলল মালগাড়ি, সফলভাবে ট্রেন যেতেই প্রণাম রেলমন্ত্রীর

অন্যদিকে, কমিশনার অফ রেলওয়ে সেফটি এবং দক্ষিণ-পূর্ব রেল সোমবার সরকারিভাবে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ৷ একই সঙ্গে, করমণ্ডলের চালক এবং সহকারী চালক উভয়েরই বক্তব্য তারা রেকর্ড করবে বলেও জানানো হয়েছে। জানা গিয়েছে, ভাইজ্যাগ বন্দর থেকে রাউরকেলা স্টিল প্ল্যান্ট পর্যন্ত কয়লার একটি মালগাড়িকে রবিবার রাত সাড়ে দশটা নাগাদ ওই ট্র্যাকে ফের চালানো হয় ৷ এরপর আপ এবং ডাউন লাইন উভয় ট্র্যাকও মেরামত করা হয়েছে বলে খবর ৷ অন্যদিকে, দুর্ঘটনার পর এদিন প্রথম দ্রুতগতির যাত্রীবাহী ট্রেন হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস সকালে ওই ট্র্যাক দিয়ে বালাসোর দিয়ে পার করানো হয়েছে ৷ মালগাড়ি চালানোর সময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন ৷ ট্রেনটি যাওয়ার সময় চালকদের দিকে হাতও নাড়েন তিনি ৷ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জন্য এর পিছনে সম্ভাব্য মানবিক ত্রুটি, সিগনালিংয়ের ব্যর্থতা এবং অন্যান্য সম্ভাব্য কারণগুলি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

ভুবনেশ্বর, 5 জুন: অভিশপ্ত করমণ্ডল একপ্রেসের চালক এবং সহকারী চালক দু'জনের অবস্থাই আপাতত স্থিতিশীল বলে জানাচ্ছে রেল ৷ শুক্রবার ডাউন যশবন্তপুর এক্সপ্রেস এবং একটি মালগাড়ির সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয় করমণ্ডল এক্সপ্রেসের ৷ ঘটনায় আহত হয়ছিলেন করমণ্ডলের চালক গুণনিধি মোহান্তি এবং তাঁর সহকারী হাজারি বেহেরা ৷ ভুবনেশ্বর এইমসে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা দু'জনের ৷ সোমবার রেলের তরফে জানানো হয়ছে, তাঁদের দু'জনেরই অবস্থা আপাতত স্থিতিশীল ৷

গত 2 জুন বাহানাগা বাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে প্রথমে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ি এবং পরে অন্য আরও একটি সুপারফাস্ট ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয় করমণ্ডল এক্সপ্রেসের ৷ ঘটনায় সরকারি তরফে মৃত্যু হয়েছে 275 জনের ৷ আহত হয়েছেন প্রায় হাজারেরও বেশি যাত্রী ৷ করমণ্ডলের গাড়ির চালক এবং সহকারী চালকও ঘটনায় আহত হয়েছিলেন ৷ ঘটনার পর উভয়কেই ট্রেন থেকে উদ্ধার করা হয় ৷ এদিন দক্ষিণ পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী বলেন, "দুই চালকই এখন স্থিতিশীল আছেন।" এদিন গুণনিধি মোহান্তিকে আইসিইউ থেকে বের করে সাধারণ বেডে স্থানান্তরিত করা হয়েছে ৷ অন্যদিকে, বেহেরার মাথার অস্ত্রোপচারের হবে বলেও জানান মুখ্য জনসংযোগ আধিকারিক ৷

অন্যদিকে, গোটা ঘটনায় উভয় চালকের পরিবারের গোপনীয়তা বজায় রাখতে সংবাদ মাধ্যমের কাছেও অনুরোধ করেছে রেল ৷ চালকদের পরিবারের সদস্যরা যাতে শারীরিক ও মানসিকভাবে ঠিক থাকে তার জন্যও রেলের তরফে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে ৷ সেই সঙ্গে, রেলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, চালকরা নিয়ম অনুযায়ী লোকোমোটিভ পরিচালনা করায় দুর্ঘটনার জন্য কোনওভাবেই তাঁদের দায়ী করা যায় না। এর আগে রেলমন্ত্রক চালক এবং সহকারী চালক দু'জনকেই ক্লিনচিট দিয়েছিল।

আরও পড়ুন: দুর্ঘটনার 51 ঘণ্টা পর ক্ষতিগ্রস্ত ট্র্যাকে চলল মালগাড়ি, সফলভাবে ট্রেন যেতেই প্রণাম রেলমন্ত্রীর

অন্যদিকে, কমিশনার অফ রেলওয়ে সেফটি এবং দক্ষিণ-পূর্ব রেল সোমবার সরকারিভাবে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ৷ একই সঙ্গে, করমণ্ডলের চালক এবং সহকারী চালক উভয়েরই বক্তব্য তারা রেকর্ড করবে বলেও জানানো হয়েছে। জানা গিয়েছে, ভাইজ্যাগ বন্দর থেকে রাউরকেলা স্টিল প্ল্যান্ট পর্যন্ত কয়লার একটি মালগাড়িকে রবিবার রাত সাড়ে দশটা নাগাদ ওই ট্র্যাকে ফের চালানো হয় ৷ এরপর আপ এবং ডাউন লাইন উভয় ট্র্যাকও মেরামত করা হয়েছে বলে খবর ৷ অন্যদিকে, দুর্ঘটনার পর এদিন প্রথম দ্রুতগতির যাত্রীবাহী ট্রেন হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস সকালে ওই ট্র্যাক দিয়ে বালাসোর দিয়ে পার করানো হয়েছে ৷ মালগাড়ি চালানোর সময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন ৷ ট্রেনটি যাওয়ার সময় চালকদের দিকে হাতও নাড়েন তিনি ৷ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার জন্য এর পিছনে সম্ভাব্য মানবিক ত্রুটি, সিগনালিংয়ের ব্যর্থতা এবং অন্যান্য সম্ভাব্য কারণগুলি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.