ETV Bharat / bharat

Passenger Urinates at Airport: দিল্লি বিমানবন্দরে প্রকাশ্যে প্রস্রাব মদ্যপ যাত্রীর ! - টাটা গ্রুপ

গত শনিবার দিল্লি বিমানবন্দরে (IGI Airport) এক যাত্রী প্রকাশ্যে প্রস্রাব করেন বলে অভিযোগ (Passenger Urinates at Airport) ৷ তিনি মত্ত অবস্থায় ছিলেন বলে পুলিশ জানিয়েছে ৷ পুলিশ প্রথমে তাঁকে গ্রেফতার করে ৷ পরে তিনি জামিন পান ৷

Passenger Urinates at Airport
Passenger Urinates at Airport
author img

By

Published : Jan 11, 2023, 2:16 PM IST

নয়াদিল্লি, 11 জানুয়ারি: গত বছরের নভেম্বরে নিউইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে মার্কিন সংস্থায় কর্মরত এক ভারতীয়ের বিরুদ্ধে ৷ এবার এই ধরনের আরও একটি ঘটনা সামনে এসেছে ৷ অভিযোগ, নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর (IGI Airport) থেকে বেরিয়ে যাওয়ার একটি গেটের সামনে এক ব্যক্তি প্রস্রাব করেন (Passenger Urinates at Airport) ৷

ইয়ার ইন্ডিয়ার বিমানের ওই ঘটনার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ইতিমধ্যেই তাঁর সংস্থা বরখাস্ত করেছে ৷ ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশ তাঁকে গ্রেফতারও করেছে ৷ দ্বিতীয় ঘটনাটিতেও গ্রেফতার করা হয় অভিযুক্তকে ৷ তাৎপর্যপূর্ণ ভাবে দু’টি ক্ষেত্রেই অভিযুক্তরা মত্ত অবস্থায় ছিলেন ৷

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে গত শনিবহার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ৷ সেই সময় পুলিশের কাছে ফোন আসে ৷ সেই ফোনে জানানো হয় যে ওই বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার 6 নম্বর গেটে কেউ একজন প্রস্রাব করছেন ৷ তাঁকে দেখে মদ্যপ বলে মনে হচ্ছে ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান পুলিশের আধিকারিক ও সিআইএসএফ জওয়ানরা ৷ তাঁরাই অভিযুক্তকে প্রথমে আটক করেন ৷

দিল্লি পুলিশ (Delhi Police) জানিয়েছে, অভিযুক্তের নাম জওহর আলি খান ৷ তাঁকে প্রথমে বিমানবন্দরে উপস্থিত অন্যরা খোলা জায়গায় প্রস্রাব করতে না করেন ৷ কিন্তু তিনি তা শোনেননি ৷ বরং তাঁদের সঙ্গে তর্ক করেছেন । এর পরই পুলিশকে খবর দেওয়া হয় ৷ পুলিশ তাঁকে নিকটবর্তী একটি সরকারি হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে গেলে স্পষ্ট হয় যে ওই ব্যক্তি মত্ত অবস্থায় ছিলেন ৷

পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ তাঁর বিরুদ্ধে যে ধারাগুলি প্রয়োগ করা হয়, তা সবই জামিনযোগ্য ছিল ৷ তাই তাঁকে জামিন দেওয়া হয় ৷ তিনি বিমান ধরতে এসেছিলেন ৷ তাঁর দিল্লি থেকে দাম্মামে যাওয়ার বিমানে ওঠার কথা ছিল ৷ কিন্তু তার আগেই তিনি বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে এই ঘটনা ঘটান ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত কয়েকদিনে বিমানে অভ্যবতা করার একাধিক ঘটনা সামনে এসেছে ৷ তবে 70 বছরের মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনা নিয়ে সবচেয়ে বেশি হইচই হয়েছে ৷ গত 26 নভেম্বর ওই ঘটনা ঘটে ৷ মহিলা টাটা গ্রুপের (Tata Group) চেয়ারম্যানের কাছে অভিযোগ জানান ৷ তার পর সংশ্লিষ্ট সংস্থা অভ্যন্তরীণ তদন্তের পর গত 28 ডিসেম্বর দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ৷ সেই অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ শঙ্কর মিশ্র নামে বছর 34-এর ওই অভিযুক্তকে গ্রেফতার করে ৷ তাঁকে আপাতত 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে দিল্লি আদালত ৷

এছাড়া আরেকটি ঘটনায় প্যারিস থেকে দিল্লিতে আসা এয়ার ইন্ডিয়ার অন্য এক বিমানে এক মদ্যপ যাত্রী একজন মহিলা যাত্রীর কম্বলে প্রস্রাব করেন । পরে তিনি লিখিত ক্ষমা চান মহিলা যাত্রীর কাছে ৷ এই নিয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ কিন্তু দু’টি ঘটনা সামনে এসেছে অনেক পরে ৷ কেন এত বিলম্ব হল, এই নিয়ে প্রশ্ন তুলেছে ডিজিসিএ (DGCA) ৷ তারা এই নিয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে শোকজও করেছে ৷

আরও পড়ুন: ইন্ডিগোর বিমানসেবিকার সঙ্গে দুর্ব্যবহার, পাইলটকে মারধর ! গ্রেফতার মদ্যপ 2 যাত্রী

নয়াদিল্লি, 11 জানুয়ারি: গত বছরের নভেম্বরে নিউইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে মার্কিন সংস্থায় কর্মরত এক ভারতীয়ের বিরুদ্ধে ৷ এবার এই ধরনের আরও একটি ঘটনা সামনে এসেছে ৷ অভিযোগ, নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর (IGI Airport) থেকে বেরিয়ে যাওয়ার একটি গেটের সামনে এক ব্যক্তি প্রস্রাব করেন (Passenger Urinates at Airport) ৷

ইয়ার ইন্ডিয়ার বিমানের ওই ঘটনার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ইতিমধ্যেই তাঁর সংস্থা বরখাস্ত করেছে ৷ ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশ তাঁকে গ্রেফতারও করেছে ৷ দ্বিতীয় ঘটনাটিতেও গ্রেফতার করা হয় অভিযুক্তকে ৷ তাৎপর্যপূর্ণ ভাবে দু’টি ক্ষেত্রেই অভিযুক্তরা মত্ত অবস্থায় ছিলেন ৷

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে গত শনিবহার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ৷ সেই সময় পুলিশের কাছে ফোন আসে ৷ সেই ফোনে জানানো হয় যে ওই বিমানবন্দর থেকে বেরিয়ে যাওয়ার 6 নম্বর গেটে কেউ একজন প্রস্রাব করছেন ৷ তাঁকে দেখে মদ্যপ বলে মনে হচ্ছে ৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান পুলিশের আধিকারিক ও সিআইএসএফ জওয়ানরা ৷ তাঁরাই অভিযুক্তকে প্রথমে আটক করেন ৷

দিল্লি পুলিশ (Delhi Police) জানিয়েছে, অভিযুক্তের নাম জওহর আলি খান ৷ তাঁকে প্রথমে বিমানবন্দরে উপস্থিত অন্যরা খোলা জায়গায় প্রস্রাব করতে না করেন ৷ কিন্তু তিনি তা শোনেননি ৷ বরং তাঁদের সঙ্গে তর্ক করেছেন । এর পরই পুলিশকে খবর দেওয়া হয় ৷ পুলিশ তাঁকে নিকটবর্তী একটি সরকারি হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে গেলে স্পষ্ট হয় যে ওই ব্যক্তি মত্ত অবস্থায় ছিলেন ৷

পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ তাঁর বিরুদ্ধে যে ধারাগুলি প্রয়োগ করা হয়, তা সবই জামিনযোগ্য ছিল ৷ তাই তাঁকে জামিন দেওয়া হয় ৷ তিনি বিমান ধরতে এসেছিলেন ৷ তাঁর দিল্লি থেকে দাম্মামে যাওয়ার বিমানে ওঠার কথা ছিল ৷ কিন্তু তার আগেই তিনি বিমানবন্দরের তিন নম্বর টার্মিনালে এই ঘটনা ঘটান ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, গত কয়েকদিনে বিমানে অভ্যবতা করার একাধিক ঘটনা সামনে এসেছে ৷ তবে 70 বছরের মহিলা সহযাত্রীর গায়ে প্রস্রাব করার ঘটনা নিয়ে সবচেয়ে বেশি হইচই হয়েছে ৷ গত 26 নভেম্বর ওই ঘটনা ঘটে ৷ মহিলা টাটা গ্রুপের (Tata Group) চেয়ারম্যানের কাছে অভিযোগ জানান ৷ তার পর সংশ্লিষ্ট সংস্থা অভ্যন্তরীণ তদন্তের পর গত 28 ডিসেম্বর দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ৷ সেই অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ শঙ্কর মিশ্র নামে বছর 34-এর ওই অভিযুক্তকে গ্রেফতার করে ৷ তাঁকে আপাতত 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে দিল্লি আদালত ৷

এছাড়া আরেকটি ঘটনায় প্যারিস থেকে দিল্লিতে আসা এয়ার ইন্ডিয়ার অন্য এক বিমানে এক মদ্যপ যাত্রী একজন মহিলা যাত্রীর কম্বলে প্রস্রাব করেন । পরে তিনি লিখিত ক্ষমা চান মহিলা যাত্রীর কাছে ৷ এই নিয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷ কিন্তু দু’টি ঘটনা সামনে এসেছে অনেক পরে ৷ কেন এত বিলম্ব হল, এই নিয়ে প্রশ্ন তুলেছে ডিজিসিএ (DGCA) ৷ তারা এই নিয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে শোকজও করেছে ৷

আরও পড়ুন: ইন্ডিগোর বিমানসেবিকার সঙ্গে দুর্ব্যবহার, পাইলটকে মারধর ! গ্রেফতার মদ্যপ 2 যাত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.