ETV Bharat / bharat

'ফুয়েল চার্জ' নেবে না ইন্ডিগো, হাজার টাকা পর্যন্ত কমতে পারে বিমানের ভাড়া - Flight Fare

IndiGo withdraws fuel charge: নতুন বছরে বিশেষ ঘোষণা দেশের বৃহত্তর বিমান সংস্থা ইন্ডিগোর ৷ এবার থেকে যাত্রীদের আর 'ফুয়েল চার্জ' দিতে হবে না ৷ আর তার জেরে 1 হাজার টাকা পর্যন্ত কমতে পারে বিমানের টিকিটের দাম ৷

IndiGo withdraws fuel charge
'ফুয়েল চার্জ' নেবে না ইন্ডিগো
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 4:18 PM IST

Updated : Jan 4, 2024, 6:16 PM IST

নয়াদিল্লি, 8 জানুয়ারি: এবার থেকে বিমানের টিকিটে যাত্রীদের দিতে হবে না জ্বালানি মূল্য বাবাদ অতিরিক্ত টাকা ৷ ফলে 1হাজার টাকা পর্যন্ত কমতে পারে টিকিটের দাম ৷ বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর পক্ষ থেকে ৷ 4 জানুয়ারী থেকে জ্বালানি চার্জ প্রত্যাহার করা হয়েছে।

জেট ফুয়েলের দাম বৃদ্ধি পাওয়ার পরই বিমান সংস্থাটি যাত্রীদের উপর এই অতিরিক্ত 'ফুয়েল চার্জ' ধার্য করেছিল ৷ 2023 সালের 6 অক্টোবর থেকে প্রতিটি দেশীয় এবং আন্তর্জাতিক বিমানের টিকিটের উপর জ্বালানি মূল্য ধার্য করতে শুরু করে ৷ এই চার্জ দূরত্বের উপর নির্ভর করে ৷ ফলে টিকিট কাটার সময়ে 'ফুয়েল চার্জ' দিতে হত যাত্রীদের ৷ তথ্য বলছে, এই জ্বালানি মূল্য ধার্য করার ফলে টিকিটের দামে 300 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত পরিবর্তিত হয় ।

এদিন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এর দাম কমেছে ৷ সেই কারণেই জ্বালানি মূল্য বা ফুয়েল চার্জের বোঝা যাত্রীদের উপর থেকে তুলে দিল ইন্ডিগো ৷ সাধারণত এভিয়েশন টারবাইন ফুয়েলের দাম পরিবর্তন হয় ৷ বিমানের জ্বালানি মূল্য কমায় টিকিটের দামও কমেছে ৷ এমনটাই জানানো হয়েছে ইন্ডিগোর পক্ষ থেকে ৷ প্রসঙ্গত, গত বছর ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছিল এই বিমান সংস্থাটি যাত্রীদের থেকে 'ফুয়েল চার্জ' নেবে ৷

সেই অনুয়ায়ী, ফ্লাইটের দূরত্ব 500 কিলোমিটার পর্যন্ত দূরত্বে 300 টাকা জ্বালানি চার্জ নেওয়া হত যাত্রীদের থেকে ৷ 501-1,000 কিলোমিটার দূরত্বের জন্য 400 টাকা, 1,001-1,500 কিলোমিটারের জন্য 550 টাকা, 1,501-2,500 কিলোমিটারের জন্য 650 টাকা এবং 2,501-3,500 কিলোমিটারের জন্য 800 টাকা জ্বালানি চার্জ দিতে হত ৷

গত মাসে, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বিমান সংস্থাগুলিকে ভাড়া নির্ধারণের সময় যাত্রীদের স্বার্থ মাথায় রাখার পরামর্শ দিয়েছিল। তারপরই এই সিদ্ধান্ত নেয় বেসরকারি বিমান সংস্থাটি ৷ বিভাগীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, গত মাসে, লোকসভায় জানিয়েছিলেন, যে বিমান ভাড়া সরকার নিয়ন্ত্রিত নয়। চাহিদা ও আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এয়ারলাইনগুলি ভাড়া নির্ধারণ করে। বিমান ভাড়া নির্ধারণের সময় যাত্রীদের স্বার্থ মাথায় রাখার পরামর্শও দিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন:

  1. ইন্ডিগোর বিমানে কর্মীর শ্লীলতাহানি, অভিযুক্ত সুইডিশ নাগরিক
  2. যান্ত্রিক ত্রুটি! পটনায় জরুরি অবতরণ দিল্লিগামী ইন্ডিগো বিমানের
  3. ইন্ডিগো বিমানে যাত্রীর খাবারে মিলল কৃমি, ক্ষমা চাইল কর্তৃপক্ষ

নয়াদিল্লি, 8 জানুয়ারি: এবার থেকে বিমানের টিকিটে যাত্রীদের দিতে হবে না জ্বালানি মূল্য বাবাদ অতিরিক্ত টাকা ৷ ফলে 1হাজার টাকা পর্যন্ত কমতে পারে টিকিটের দাম ৷ বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর পক্ষ থেকে ৷ 4 জানুয়ারী থেকে জ্বালানি চার্জ প্রত্যাহার করা হয়েছে।

জেট ফুয়েলের দাম বৃদ্ধি পাওয়ার পরই বিমান সংস্থাটি যাত্রীদের উপর এই অতিরিক্ত 'ফুয়েল চার্জ' ধার্য করেছিল ৷ 2023 সালের 6 অক্টোবর থেকে প্রতিটি দেশীয় এবং আন্তর্জাতিক বিমানের টিকিটের উপর জ্বালানি মূল্য ধার্য করতে শুরু করে ৷ এই চার্জ দূরত্বের উপর নির্ভর করে ৷ ফলে টিকিট কাটার সময়ে 'ফুয়েল চার্জ' দিতে হত যাত্রীদের ৷ তথ্য বলছে, এই জ্বালানি মূল্য ধার্য করার ফলে টিকিটের দামে 300 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত পরিবর্তিত হয় ।

এদিন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ)-এর দাম কমেছে ৷ সেই কারণেই জ্বালানি মূল্য বা ফুয়েল চার্জের বোঝা যাত্রীদের উপর থেকে তুলে দিল ইন্ডিগো ৷ সাধারণত এভিয়েশন টারবাইন ফুয়েলের দাম পরিবর্তন হয় ৷ বিমানের জ্বালানি মূল্য কমায় টিকিটের দামও কমেছে ৷ এমনটাই জানানো হয়েছে ইন্ডিগোর পক্ষ থেকে ৷ প্রসঙ্গত, গত বছর ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছিল এই বিমান সংস্থাটি যাত্রীদের থেকে 'ফুয়েল চার্জ' নেবে ৷

সেই অনুয়ায়ী, ফ্লাইটের দূরত্ব 500 কিলোমিটার পর্যন্ত দূরত্বে 300 টাকা জ্বালানি চার্জ নেওয়া হত যাত্রীদের থেকে ৷ 501-1,000 কিলোমিটার দূরত্বের জন্য 400 টাকা, 1,001-1,500 কিলোমিটারের জন্য 550 টাকা, 1,501-2,500 কিলোমিটারের জন্য 650 টাকা এবং 2,501-3,500 কিলোমিটারের জন্য 800 টাকা জ্বালানি চার্জ দিতে হত ৷

গত মাসে, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক বিমান সংস্থাগুলিকে ভাড়া নির্ধারণের সময় যাত্রীদের স্বার্থ মাথায় রাখার পরামর্শ দিয়েছিল। তারপরই এই সিদ্ধান্ত নেয় বেসরকারি বিমান সংস্থাটি ৷ বিভাগীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, গত মাসে, লোকসভায় জানিয়েছিলেন, যে বিমান ভাড়া সরকার নিয়ন্ত্রিত নয়। চাহিদা ও আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখেই এয়ারলাইনগুলি ভাড়া নির্ধারণ করে। বিমান ভাড়া নির্ধারণের সময় যাত্রীদের স্বার্থ মাথায় রাখার পরামর্শও দিয়েছিলেন তিনি ৷

আরও পড়ুন:

  1. ইন্ডিগোর বিমানে কর্মীর শ্লীলতাহানি, অভিযুক্ত সুইডিশ নাগরিক
  2. যান্ত্রিক ত্রুটি! পটনায় জরুরি অবতরণ দিল্লিগামী ইন্ডিগো বিমানের
  3. ইন্ডিগো বিমানে যাত্রীর খাবারে মিলল কৃমি, ক্ষমা চাইল কর্তৃপক্ষ
Last Updated : Jan 4, 2024, 6:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.