ETV Bharat / bharat

Indigo Controversy : ইন্ডিগোর বিমানে বিশেষভাবে সক্ষম কিশোরকে উঠতে বাধা, বিতর্ক - Indigo Controversy

ইন্ডিগোর বিমানে বিশেষভাবে সক্ষম একটি কিশোর এবং তার বাবা-মাকে বিমানে উঠতে দিতে অস্বীকার করায় বিতর্কের সৃষ্টি হল (Indigo Controversy) ৷ এ নিয়ে এর সহযাত্রীর পোস্ট ঘিরে বিষয়টি সামনে এল ৷

Indigo Controversy news
ইন্ডিগোয় বিশেষভাবে সক্ষম শিশুকে উঠতে বাধা
author img

By

Published : May 8, 2022, 10:47 PM IST

রাঁচি, 8 মে : ইন্ডিগোর বিমানে বিশেষভাবে সক্ষম এক কিশোর এবং তার বাবা-মাকে বিমানে উঠতে দিতে অস্বীকার করায় বিতর্কের সৃষ্টি হল (Indigo Controversy) ৷ শনিবার ঘটনাটি ঘটে রাঁচি বিমান বন্দরে ৷ রবিবার মনীষা গুপ্তা নামে বিমানের এক সহযাত্রী পুরো বিষয়টি নিয়ে সোশ্য়াল মিডিয়ায় লেখেন এবং সঙ্গে এর ভিডিয়োও শেয়ার করেন ৷ তিনি লেখেন, বিমান বন্দরে বিশেষভাবে সক্ষম এক কিশোর ও তার বাবা-মাকে কীভাবে হেনস্থা করা হয় ৷

জানা গিয়েছে, শনিবার ওই বিমান বন্দরে কিশোরটি উপস্থিত ছিল তার বাব-মার সঙ্গে ৷ কিশোরটি অসঙ্গত ও ভয় পাচ্ছিল ৷ সেই কারণে তার পরিবারের লোকজন তাকে সামলাচ্ছিল ৷ এই অবস্থা দেখে তাকে বিমানে উঠতে বাধা দেওয়া হয় ৷ কারণ হিসাবে বলা হয় যে কিশোরটি অন্যান্য যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে । এমনকী তিনি তাঁর পোস্টে এটাও লেখেন যে, বিমানে চিকিৎসকের একটি প্রতিনিধি দল ছিল ৷ তাঁরা আশ্বস্ত করলেও বিষয়টিতে কান দেয়নি ইন্ডিগো কর্তৃপক্ষ ৷ ইন্ডিগোর ম্যানেজারও বাধা দেন সেই পরিবারকে বিমানে তুলতে ৷ কিন্তু আদতে কিশোরটি হুইল চেয়ারে বসে শান্তই ছিল ৷ শেষ পর্যন্ত তাঁদের উঠতে দেওয়া হয়নি ৷

আরও পড়ুন : মাঝ আকাশে ঝড়ের কবলে বিমান, অণ্ডালে অবতরণের সময় তীব্র ঝাঁকুনিতে আহত যাত্রীরা

তাঁর এই বিষয়টি টুইটারেও ফ্ল্যাগ করা হয়েছে । তাঁর লেখাটি রিটুইটও করেছেন অনেকে । এদিকে, ইন্ডিগো পুরো ঘটনার বিষয়ে একটি অফিসিয়াল বিবৃতি দিয়েছে ৷ তারা বলেছে, যাত্রীদের নিরাপত্তার পরিপ্রেক্ষিতে একটি বিশেষভাবে সক্ষম কিশোর ও তার পরিবার 7 মে বিমানে উঠতে পারেনি ৷ কারণ কিশোরটি ভয় পাচ্ছিল ৷ গ্রাউন্ড স্টাফরা শেষ মুহুর্ত পর্যন্ত তার শান্ত হওয়ার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু কোনও লাভ হয়নি । এয়ারলাইন্স তাঁদের হোটেলে থাকার ব্যবস্থা করে করে ৷ এবং পরিবারটি পরের দিন সকালে তাদের গন্তব্যে উড়ে যায় । যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত ।

রাঁচি, 8 মে : ইন্ডিগোর বিমানে বিশেষভাবে সক্ষম এক কিশোর এবং তার বাবা-মাকে বিমানে উঠতে দিতে অস্বীকার করায় বিতর্কের সৃষ্টি হল (Indigo Controversy) ৷ শনিবার ঘটনাটি ঘটে রাঁচি বিমান বন্দরে ৷ রবিবার মনীষা গুপ্তা নামে বিমানের এক সহযাত্রী পুরো বিষয়টি নিয়ে সোশ্য়াল মিডিয়ায় লেখেন এবং সঙ্গে এর ভিডিয়োও শেয়ার করেন ৷ তিনি লেখেন, বিমান বন্দরে বিশেষভাবে সক্ষম এক কিশোর ও তার বাবা-মাকে কীভাবে হেনস্থা করা হয় ৷

জানা গিয়েছে, শনিবার ওই বিমান বন্দরে কিশোরটি উপস্থিত ছিল তার বাব-মার সঙ্গে ৷ কিশোরটি অসঙ্গত ও ভয় পাচ্ছিল ৷ সেই কারণে তার পরিবারের লোকজন তাকে সামলাচ্ছিল ৷ এই অবস্থা দেখে তাকে বিমানে উঠতে বাধা দেওয়া হয় ৷ কারণ হিসাবে বলা হয় যে কিশোরটি অন্যান্য যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে । এমনকী তিনি তাঁর পোস্টে এটাও লেখেন যে, বিমানে চিকিৎসকের একটি প্রতিনিধি দল ছিল ৷ তাঁরা আশ্বস্ত করলেও বিষয়টিতে কান দেয়নি ইন্ডিগো কর্তৃপক্ষ ৷ ইন্ডিগোর ম্যানেজারও বাধা দেন সেই পরিবারকে বিমানে তুলতে ৷ কিন্তু আদতে কিশোরটি হুইল চেয়ারে বসে শান্তই ছিল ৷ শেষ পর্যন্ত তাঁদের উঠতে দেওয়া হয়নি ৷

আরও পড়ুন : মাঝ আকাশে ঝড়ের কবলে বিমান, অণ্ডালে অবতরণের সময় তীব্র ঝাঁকুনিতে আহত যাত্রীরা

তাঁর এই বিষয়টি টুইটারেও ফ্ল্যাগ করা হয়েছে । তাঁর লেখাটি রিটুইটও করেছেন অনেকে । এদিকে, ইন্ডিগো পুরো ঘটনার বিষয়ে একটি অফিসিয়াল বিবৃতি দিয়েছে ৷ তারা বলেছে, যাত্রীদের নিরাপত্তার পরিপ্রেক্ষিতে একটি বিশেষভাবে সক্ষম কিশোর ও তার পরিবার 7 মে বিমানে উঠতে পারেনি ৷ কারণ কিশোরটি ভয় পাচ্ছিল ৷ গ্রাউন্ড স্টাফরা শেষ মুহুর্ত পর্যন্ত তার শান্ত হওয়ার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু কোনও লাভ হয়নি । এয়ারলাইন্স তাঁদের হোটেলে থাকার ব্যবস্থা করে করে ৷ এবং পরিবারটি পরের দিন সকালে তাদের গন্তব্যে উড়ে যায় । যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.