ETV Bharat / bharat

India's Largest Yoga Centre: হিমালয়ের কোলে 9782 কোটি খরচে তৈরি ভারতের সবচেয়ে বড় যোগা কেন্দ্র - Yoga Centre

ভারতের সবচেয়ে বড় যোগা কেন্দ্র তৈরির কাজ 98 শতাংশ শেষ হয়ে গিয়েছে (Indias Largest Yoga Centre Worth Rs 9782 Cr) ৷ জম্মু ও কাশ্মীরের উধমপুরে (Mantalai village of Udhampur) প্রায় 10 হাজার কোটি খরচে পর্যটন মন্ত্রক এই যোগ কেন্দ্র তৈরি করছে ৷

Indias Largest Yoga Centre Worth Rs 9782 Cr Nearing Completion in Jammu and Kashmir
Indias Largest Yoga Centre Worth Rs 9782 Cr Nearing Completion in Jammu and Kashmir
author img

By

Published : Dec 12, 2022, 4:30 PM IST

উধমপুর, 12 ডিসেম্বর: 9 হাজার 782 কোটি টাকার যোগা কেন্দ্র (Indias Largest Yoga Centre Worth Rs 9782 Cr) ৷ জম্মু ও কাশ্মীরের উধমপুরে ভারতের সবচেয়ে বড় যোগা কেন্দ্র তৈরির কাজ প্রায় 98 শতাংশ শেষ হয়ে গিয়েছে ৷ আর এই যোগ কেন্দ্রের উপর নির্ভর করে স্থানীয় অর্থনীতি ও পর্যটন শিল্প আরও বেশি করে উন্নতি করবে বলে জানিয়েছেন উধমপুরের ডেপুটি কমিশনার ৷

ভারতের সবচেয়ে বড় এই যোগা কেন্দ্রটি উধমপুরের মানতালাই গ্রামে (Mantalai village of Udhampur) তৈরি করা হয়েছে ৷ এই গ্রামটি হিমালয় পর্বতমালার পাদদেশে শালবনে ঘেরা অঞ্চলে অবস্থিত ৷ পাহাড় এবং সমতল, দু'জায়গা থেকেই এই গ্রামটিকে দেখা যায় ৷ তাওয়াই নদীর তীরে আন্তর্জাতিক এই যোগা কেন্দ্রটি দেশের যোগ-ব্যায়ামের কেন্দ্রস্থ হতে চলেছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ প্রসঙ্গত, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের তরফে এই যোগ কেন্দ্র তৈরির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে ৷ পর্যটন মন্ত্রী নিজে এটি তৈরির জন্য 9 হাজার 782 কোটি টাকা মঞ্জুর করেছেন ৷

আরও পড়ুন: যাত্রী হেনস্থার অভিযোগ, আচমকা দিল্লি বিমানবন্দর পরিদর্শনে জ্যোতিরাদিত্য

এই যোগা কেন্দ্রটিকে প্রকৃতির কোলে সম্পূর্ণ আধুনিক রূপে তৈরি করা হয়েছে ৷ যেখান সুইমিং পুল, বিজনেস কনভেনশন সেন্টার, হেলিপ্যাড, স্পা, ক্যাফেটেরিয়া এবং ডাইনিং হল রয়েছে ৷ সেই সঙ্গে সৌরবিদ্যুৎ প্যানেল রয়েছে ৷ পাশাপাশি, পরিবেশবান্ধব কটেজ তৈরি করা হয়েছে ৷ রয়েছে জিমন্যাসিয়াম অডিটরিয়াম, ব্যাটারি চালিত গাড়ি, মনোসংযোগ কেন্দ্র-সহ নানাবিধ পরিষেবা থাকবে এই আন্তর্জাতিক যোগ কেন্দ্রে ৷ উল্লেখ্য এই যোগ কেন্দ্র তৈরির ক্ষেত্রে হলমার্ক ফেসিলিটি পাশ করে গিয়েছে ৷

উধমপুর, 12 ডিসেম্বর: 9 হাজার 782 কোটি টাকার যোগা কেন্দ্র (Indias Largest Yoga Centre Worth Rs 9782 Cr) ৷ জম্মু ও কাশ্মীরের উধমপুরে ভারতের সবচেয়ে বড় যোগা কেন্দ্র তৈরির কাজ প্রায় 98 শতাংশ শেষ হয়ে গিয়েছে ৷ আর এই যোগ কেন্দ্রের উপর নির্ভর করে স্থানীয় অর্থনীতি ও পর্যটন শিল্প আরও বেশি করে উন্নতি করবে বলে জানিয়েছেন উধমপুরের ডেপুটি কমিশনার ৷

ভারতের সবচেয়ে বড় এই যোগা কেন্দ্রটি উধমপুরের মানতালাই গ্রামে (Mantalai village of Udhampur) তৈরি করা হয়েছে ৷ এই গ্রামটি হিমালয় পর্বতমালার পাদদেশে শালবনে ঘেরা অঞ্চলে অবস্থিত ৷ পাহাড় এবং সমতল, দু'জায়গা থেকেই এই গ্রামটিকে দেখা যায় ৷ তাওয়াই নদীর তীরে আন্তর্জাতিক এই যোগা কেন্দ্রটি দেশের যোগ-ব্যায়ামের কেন্দ্রস্থ হতে চলেছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷ প্রসঙ্গত, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের তরফে এই যোগ কেন্দ্র তৈরির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে ৷ পর্যটন মন্ত্রী নিজে এটি তৈরির জন্য 9 হাজার 782 কোটি টাকা মঞ্জুর করেছেন ৷

আরও পড়ুন: যাত্রী হেনস্থার অভিযোগ, আচমকা দিল্লি বিমানবন্দর পরিদর্শনে জ্যোতিরাদিত্য

এই যোগা কেন্দ্রটিকে প্রকৃতির কোলে সম্পূর্ণ আধুনিক রূপে তৈরি করা হয়েছে ৷ যেখান সুইমিং পুল, বিজনেস কনভেনশন সেন্টার, হেলিপ্যাড, স্পা, ক্যাফেটেরিয়া এবং ডাইনিং হল রয়েছে ৷ সেই সঙ্গে সৌরবিদ্যুৎ প্যানেল রয়েছে ৷ পাশাপাশি, পরিবেশবান্ধব কটেজ তৈরি করা হয়েছে ৷ রয়েছে জিমন্যাসিয়াম অডিটরিয়াম, ব্যাটারি চালিত গাড়ি, মনোসংযোগ কেন্দ্র-সহ নানাবিধ পরিষেবা থাকবে এই আন্তর্জাতিক যোগ কেন্দ্রে ৷ উল্লেখ্য এই যোগ কেন্দ্র তৈরির ক্ষেত্রে হলমার্ক ফেসিলিটি পাশ করে গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.