নয়াদিল্লি, 12 নভেম্বর: ভারতের তৈরি প্রথম বেসরকারি রকেট ‘বিক্রম-এস’ উৎক্ষেপণের জন্য প্রস্তুত ৷ আগামী 15 নভেম্বর শ্রীহরিকোটার ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র অর্থাৎ, ইসরোর লঞ্চপ্যাড থেকে সেটিকে উৎক্ষেপণ করা হবে (Vikram S Set to Launch on 15th November in ISRO Sriharikota) ৷ হায়দরাবাদের বেসরকারি স্টার্টআপ অ্যারোস্পেস সংস্থা ‘স্কাইরুট অ্যারস্পেস’ (Skyroot Aerospace) এই ‘বিক্রম-এস’ রকেটটি তৈরি করেছে ৷ 15 নভেম্বর শ্রীহরুকোটার লঞ্চ প্যাড থেকে ‘বিক্রম-এস’ রকেট তিনটি পেলোড নিয়ে রওনা দেবে ৷
‘স্কাইরুট অ্যারোস্পেস’ এর তরফে শুক্রবার বলে হয়, ‘‘হার্টবিট বাড়ছে ৷ সব দৃষ্টি আকাশের দিকে ৷ পৃথিবী শুনছে ৷’’ সংবাদ সংস্থা পিটিআই-কে ‘স্কাইরুট অ্যারোস্পেস’ সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার তথা কো-ফাউন্ডার পবন কুমার চন্দনা জানিয়েছেন, ‘বিক্রম-এস’ রকেটটি 15 নভেম্বর মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার সময় উৎক্ষেপণ করা হবে ৷
এই রকেটে ‘ফান-সেট’ নামে একটি 2.5 কেজি ওজনের পেলোড পৃথিবীর কক্ষপথে পাঠাবে চেন্নাইয়ে অবস্থিত অ্যারোস্পেস স্টার্টআপ সংস্থা ‘স্পেসকিডস’ ৷ যেটি তৈরি করেছেন ভারত, আমেরিকা, সিঙ্গাপোর এবং ইন্দোনেশিয়ার অ্যারোস্পেস নিয়ে পড়াশোনা করা পড়ুয়ারা ৷ তাঁদের তৈরি সাব-অর্বিটাল উড়ান ‘বিক্রম-এস’ রকেটে মহাকাশে পাড়ি দেবে ৷
আরও পড়ুন: 23’র জুনে ভারত চন্দ্রযান-3 উৎক্ষেপণ করতে পারে
আর এই মিশনের পর ‘স্কাইরুট অ্যারোস্পেস’ প্রথম ভারতীয় বেসরকারি সংস্থা হিসেবে মহাকাশে রকেট উৎক্ষেপণ করার তালিকায় নাম লেখাবে ৷ 2020 সালে মহাকাশ গবেষণা ক্ষেত্রে প্রথম বেসরকারি সংস্থা হিসাবে ভারতে শুরু হওয়া ‘স্কাইরুট অ্যারোস্পেস’ সংস্থা 15 নভেম্বরের পর এক নতুন যুগের সূচনা করতে চলেছে ৷ আর এই সংস্থার তৈরি রকেট ‘বিক্রম’ ইন্ডিয়ান স্পেস প্রোগরামের প্রতিষ্ঠাতা তথা মহাকাশ বিজ্ঞানী বিক্রম সারাভাইকে উৎসর্গ করা হয়েছে ৷