নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর: ভারতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাক্চার (ডিপিআই) এর প্রশংসা করল বিশ্ব ব্যাংক ৷ গত কয়েক বছরে, বিশেষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমলে ভারতে ডিজিটাল পরিকাঠামোর যে পরিবর্তনশীল প্রভাব পড়েছে, তার প্রশংসা করা হয়েছে এই রিপোর্টে ৷ জি20 গ্লোবাল পার্টনারশিপ ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুসন এর মঞ্চে এই রিপোর্ট পেশ করেছে বিশ্ব ব্যাংক ৷ এই রিপোর্টে বলা হয়েছে, ডিজিটাল ক্ষেত্রে যেসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে তা শুধুমাত্র সাধারণ মানুষের আর্থিক অন্তর্ভুক্তিতে সাহায্য করেনি, বরং তা আর্থিক কর্মকাণ্ডের মানও উন্নত করেছে ৷ বিষয়টিকে প্রশাসনিক কাজকর্ম ও ডিজিটাল ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আন্তর্জাতিক মঞ্চে ভালো উদাহরণ হিসেবেও উল্লেখ করা হয়েছে ৷
ভারতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাক্চারের উন্নয়নের জন্য মোদি সরকার গত কয়েকবছরে যেসব পদক্ষেপ নিয়েছে তার উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে ৷ আর্থিক কর্মকাণ্ডে সবস্তরের অন্তর্ভুক্তির ক্ষেত্রে প্রশাসনিক উদ্যোগের সঙ্গে যেভাবে ডিজিটাল পরিকাঠামোকে মেশানোর উদ্যোগ নেওয়া হয়েছে তারও প্রশংসা করা হয়েছে এই রিপোর্টে ৷
ভারতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাক্চারের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷ এক্ষেত্রে প্রায় 5 দশকের কাজ ভারত 6 বছরেই করতে পেরেছে বলে রিপোর্টে উল্লেখ করেছে বিশ্ব ব্যাংক ৷ এক্ষেত্রে প্রধানমন্ত্রী জনধন যোজনার উল্লেখ করা হয়েছে ৷ এই প্রকল্পের ফলে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা 2015 সালের মার্চের 147.2 মিলিয়ন থেকে বেড়ে 2022 সালের জুন পর্যন্ত বেড়ে প্রায় 462 মিলিয়ন হয়েছে ৷ উল্লেখ্যযোগ্য ভাবে বেড়েছে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ৷ প্রধানমন্ত্রী জনধন যোজনার প্রায় 56 শতাংশ অ্যাকাউন্টই মহিলাদের ৷ কম আয় করা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা 2023 সালের এপ্রিল পর্যন্ত দাঁড়িয়েছে প্রায় 12 মিলিয়ন ৷
আরও পড়ুন: শস্যের ইতিহাস জানাতে জি20 সম্মেলনে আদিবাসী মহিলা কৃষক রাইমতি
ভারতের ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই ব্যবস্থার উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে ৷ শুধুমাত্র 2023 সালের মে মাসেই এই মাধ্যমে 9.41 বিলিয়ন লেনদেন হয়েছে ৷ লেনদেনের অংক ছিল প্রায় 14.89 ট্রিলিয়ন ৷ রিপোর্টে, অন্তর্জাতিক লেনদেন ও ব্যাংকের কেওয়াইসি পদ্ধতির কথাও বলা হয়েছে ৷