ETV Bharat / bharat

দেশে দৈনিক সংক্রমণ ফের নামল 40 হাজারের নিচে - corona virus pandemic

গত 24 ঘণ্টায় দেশে কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 443 জনের ৷ এনিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল 1 লাখ 37 হাজার 139 ।

coronavirus
coronavirus
author img

By

Published : Nov 30, 2020, 11:45 AM IST

দিল্লি, 30 নভেম্বর : দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 94 লাখ ছাড়াল ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 38 হাজার 772 জন ৷ এনিয়ে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 94 লাখ 31 হাজার 692 ৷

গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে 443 জনের ৷ ফলে দেশে মোট কোরোনায় মৃতের সংখ্যা দাঁড়াল 1 লাখ 37 হাজার 139 ৷ বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 4 লাখ 46 হাজার 952 জন ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 88 লাখ 47 হাজার 600 জন ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 45 হাজার 333 জন ৷

এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 14 কোটি 3 লাখ 79 হাজার 976টি ৷ তার মধ্যে রবিবার 8 লাখ 76হাজার 173টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷

মৃত্যুর সংখ্যার নিরিখে দেশের মধ্যে শীর্ষে রয়েছে অসম ৷ সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 981 জনের ৷ গত 24 ঘণ্টায় লাদাখে কোরোনায় আক্রান্ত হয়েছে 56 জন ৷ এবং দু'জনের মৃত্যু হয়েছে ৷

দিল্লি, 30 নভেম্বর : দেশে কোরোনায় আক্রান্তের সংখ্যা 94 লাখ ছাড়াল ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 38 হাজার 772 জন ৷ এনিয়ে দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 94 লাখ 31 হাজার 692 ৷

গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে দেশে মৃত্যু হয়েছে 443 জনের ৷ ফলে দেশে মোট কোরোনায় মৃতের সংখ্যা দাঁড়াল 1 লাখ 37 হাজার 139 ৷ বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 4 লাখ 46 হাজার 952 জন ৷ এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 88 লাখ 47 হাজার 600 জন ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 45 হাজার 333 জন ৷

এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 14 কোটি 3 লাখ 79 হাজার 976টি ৷ তার মধ্যে রবিবার 8 লাখ 76হাজার 173টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷

মৃত্যুর সংখ্যার নিরিখে দেশের মধ্যে শীর্ষে রয়েছে অসম ৷ সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 981 জনের ৷ গত 24 ঘণ্টায় লাদাখে কোরোনায় আক্রান্ত হয়েছে 56 জন ৷ এবং দু'জনের মৃত্যু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.