ETV Bharat / bharat

Congress Joins Tricolour Celebration: কংগ্রেসের তেরঙা উদযাপনে নেহরু

স্বাধীনতার 75 বছরে তেরঙার উদযাপনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিযান 'হর ঘর তিরঙ্গা'৷ এ বার জাতীয় পতাকার উদযাপনে মাতল কংগ্রেসও (Congress Joins Tricolour Celebration)৷

India's 75th Independence Day: Congress joins tiranga celebration with swipe at RSS
কংগ্রেসের তেরঙা উদযাপনে নেহরু
author img

By

Published : Aug 3, 2022, 1:13 PM IST

কলকাতা, 3 অগস্ট: 'আজাদি কা অমৃত মহোৎসব' (India's 75th Independence Day) উপলক্ষে 'হর ঘর তিরঙ্গা' (Har Ghar Tiranga) অভিযানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচারে জাতীয় পতাকা সেঁটে নিজে শুরু করেছেন তেরঙা উদযাপন ৷ এ বার সেই জোয়ারে গা ভাসাল বিরোধী কংগ্রেসও (Congress Joins Tricolour Celebration)৷ কথা যখন হচ্ছে দেশ নিয়ে, তখন মোদির দেখানো পথের বিরোধিতায় না গিয়ে তেরঙা উদযাপনে মেতেছে সোনিয়া গান্ধির দলও ৷ তবে একটু অন্য ভাবে ৷

কংগ্রেসের নেতারাও তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচার বদলেছেন ৷ তবে সেখানে যে ছবি দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে, হাতে জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ৷ কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে সেই ছবি পোস্ট করে হিন্দিতে লেখা হয়েছে, "তেরঙা আমাদের রক্তে রয়েছে, রক্ত হয়ে আমাদের ধমনীতে বইছে ৷ 1929 সালের 31 ডিসেম্বর পণ্ডিত নেহরু যখন ইরাবতী নদীর তীরে তেরঙা উত্তোলন করেন তখন তিনি বলেছিলেন, 'এ বার তেরঙা উত্তোলন হল ৷ এটা আর কোনও ভাবেই নত হওয়া উচিত না'৷" কংগ্রেসের তরফে আরও লেখা হয়েছে যে, "আসুন আমরা সবাই এই তেরঙাকে আমাদের পরিচিতি হিসেবে তৈরি করি, যেটি দেশের অবিভাজিত ঐক্যকে তুলে ধরবে ৷ জয় হিন্দ ৷"

আরও পড়ুন: মোদির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি এখন তেরঙা, আপনার ?

রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, জয়রাম রমেশ-সহ কংগ্রেসের শীর্ষ নেতারা তাঁদের ডিপি বদলে জাতীয় পতাকা হাতে নেহরুর ছবিটিকে নতুন ডিপি করেছেন ৷ তবে এই নিয়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘকে (RSS) একহাত নিয়েছেন কংগ্রেস নেতারা ৷ জয়রাম রমেশ টুইট করে লিখেছেন, "আমরা আমাদের নেতা নেহরুর জাতীয় পতাকা-সহ ছবিকে ডিপি করেছি ৷ তবে প্রধানমন্ত্রীর বার্তা বোধহয় তাঁর পরিবার পর্যন্তই পৌঁছয়নি ৷ যাঁরা গত 52 বছর নাগপুরে নিজেদের দলীয় সদর দফতরে পতাকা উত্তোলন করেননি, তাঁরাও কি এ বার প্রধানমন্ত্রীর বার্তা শুনবেন ?"

মঙ্গলবারই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি বদলে প্রধানমন্ত্রী টুইটে লেখেন, "আজ একটা বিশেষ 2 অগস্ট ৷ আমরা যখন আজাদি কা অমৃত মহোৎসব পালন করছি, আমাদের তেরঙাকে সেলিব্রেট করতে সম্মিলিত অভিযান 'হার ঘর তিরঙ্গা' (Har Ghar Tiranga) পালনের জন্য আমাদের দেশ তৈরি ৷ আমার সোশ্যাল মিডিয়ার পাতায় ডিপি বদলেছি ৷ আপনাদেরও সবাইকে এটা করার জন্য অনুরোধ করছি ৷"

কলকাতা, 3 অগস্ট: 'আজাদি কা অমৃত মহোৎসব' (India's 75th Independence Day) উপলক্ষে 'হর ঘর তিরঙ্গা' (Har Ghar Tiranga) অভিযানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচারে জাতীয় পতাকা সেঁটে নিজে শুরু করেছেন তেরঙা উদযাপন ৷ এ বার সেই জোয়ারে গা ভাসাল বিরোধী কংগ্রেসও (Congress Joins Tricolour Celebration)৷ কথা যখন হচ্ছে দেশ নিয়ে, তখন মোদির দেখানো পথের বিরোধিতায় না গিয়ে তেরঙা উদযাপনে মেতেছে সোনিয়া গান্ধির দলও ৷ তবে একটু অন্য ভাবে ৷

কংগ্রেসের নেতারাও তাঁদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিসপ্লে পিকচার বদলেছেন ৷ তবে সেখানে যে ছবি দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে, হাতে জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ৷ কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে সেই ছবি পোস্ট করে হিন্দিতে লেখা হয়েছে, "তেরঙা আমাদের রক্তে রয়েছে, রক্ত হয়ে আমাদের ধমনীতে বইছে ৷ 1929 সালের 31 ডিসেম্বর পণ্ডিত নেহরু যখন ইরাবতী নদীর তীরে তেরঙা উত্তোলন করেন তখন তিনি বলেছিলেন, 'এ বার তেরঙা উত্তোলন হল ৷ এটা আর কোনও ভাবেই নত হওয়া উচিত না'৷" কংগ্রেসের তরফে আরও লেখা হয়েছে যে, "আসুন আমরা সবাই এই তেরঙাকে আমাদের পরিচিতি হিসেবে তৈরি করি, যেটি দেশের অবিভাজিত ঐক্যকে তুলে ধরবে ৷ জয় হিন্দ ৷"

আরও পড়ুন: মোদির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি এখন তেরঙা, আপনার ?

রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি বঢরা, জয়রাম রমেশ-সহ কংগ্রেসের শীর্ষ নেতারা তাঁদের ডিপি বদলে জাতীয় পতাকা হাতে নেহরুর ছবিটিকে নতুন ডিপি করেছেন ৷ তবে এই নিয়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘকে (RSS) একহাত নিয়েছেন কংগ্রেস নেতারা ৷ জয়রাম রমেশ টুইট করে লিখেছেন, "আমরা আমাদের নেতা নেহরুর জাতীয় পতাকা-সহ ছবিকে ডিপি করেছি ৷ তবে প্রধানমন্ত্রীর বার্তা বোধহয় তাঁর পরিবার পর্যন্তই পৌঁছয়নি ৷ যাঁরা গত 52 বছর নাগপুরে নিজেদের দলীয় সদর দফতরে পতাকা উত্তোলন করেননি, তাঁরাও কি এ বার প্রধানমন্ত্রীর বার্তা শুনবেন ?"

মঙ্গলবারই নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ডিপি বদলে প্রধানমন্ত্রী টুইটে লেখেন, "আজ একটা বিশেষ 2 অগস্ট ৷ আমরা যখন আজাদি কা অমৃত মহোৎসব পালন করছি, আমাদের তেরঙাকে সেলিব্রেট করতে সম্মিলিত অভিযান 'হার ঘর তিরঙ্গা' (Har Ghar Tiranga) পালনের জন্য আমাদের দেশ তৈরি ৷ আমার সোশ্যাল মিডিয়ার পাতায় ডিপি বদলেছি ৷ আপনাদেরও সবাইকে এটা করার জন্য অনুরোধ করছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.