ETV Bharat / bharat

Sukanya Samriddhi Yojana সুকন্যা সমৃদ্ধি যোজনায় উপভোক্তা বাড়াতে রাজ্যে মেলার আয়োজন ভারতীয় ডাকঘরের

সুকন্যা সমৃদ্ধি যোজনায় (Sukanya Samriddhi Yojana) উপভোক্তা বাড়াতে বিশেষ উদ্যোগ ভারতীয় ডাকঘরের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের পোস্ট অফিসগুলি (India Post Office) ৷ আগামী 22 অগস্ট থেকে 30 অগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় এই মেলার আয়োজন করা হবে ৷

author img

By

Published : Aug 20, 2022, 8:09 PM IST

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 20 অগস্ট: ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ (Beti Bachao Beti Padhao) প্রকল্পের অন্যতম অঙ্গ ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’ ৷ এবার সেই প্রকল্পে উপভোক্তা সংখ্যা বাড়াতে মেলার আয়োজন করতে চলেছে ভারতীয় ডাকঘরের ওয়েস্ট বেঙ্গল সার্কেল ৷ আগামী 22 অগস্ট থেকে 30 অগস্ট রাজ্যে একাধিক মেলার আয়োজন করবে ভারতীয় ডাকঘরের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের পোস্ট অফিসগুলি (India Post Office) ৷

এ নিয়ে ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল জে চারুকেশী বলেন, ‘‘সুকন্যা সমৃদ্ধি (Sukanya Samriddhi Yojana) অ্যাকাউন্ট খুলতে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি ৷ আগামী 22 অগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের নানা প্রান্তে এই বিষয়ে মেলার আয়োজন করা হবে ৷ প্রত্যেকটি জেলা সার্কেলকে নির্দিষ্ট টার্গেট বেঁধে দেওয়া হয়েছে । এখনও পর্যন্ত রাজ্যের প্রায় 10 লক্ষ সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা হয়েছে ৷’’

সুকন্যা সমৃদ্ধি যোজনা মূলত স্কুল ছাত্রীদের জন্য ৷ এই প্রকল্পে অ্যাকাউন্ট ওপেনের দিন থেকে 15 বছর বয়স পর্যন্ত টাকা ফেলা ও তোলা যাবে ৷ এই প্রকল্পে উপভোক্তার বয়স 21 বছর হলে, টাকা ম্যাচিওর হবে ৷ কিন্তু, যদি 18 বছর বয়সের পর উপভোক্তার বিয়ে হয়ে যায়, তখন অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে ৷ 250 টাকা দিয়ে এই প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে পারে স্কুল ছাত্রীরা ৷ বার্ষিক 7.6 শতাংশ সুদ পাওয়া যায় ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’য় ৷ তারপর বছরে 50 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1.50 লক্ষ টাকা জমা দেওয়া যায় ৷

আরও পড়ুন: বেটি বাঁচাওয়ের সুফল: লিঙ্গ অনুপাতে সমতা বাড়াল ভারত

মাধ্যমিক পাশ করার পর উপভোক্তা সর্বোচ্চ 50 শতাংশ টাকা তুলে নিতে পারে ৷ শুধু তাই নয়, অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই প্রকল্পের সুবিধা দেয় কেন্দ্র ৷ ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল জে চারুকেশী বলেন, ‘‘ভারতীয় ডাকঘর তার অধিকাংশ কাজই এখন অনলাইনে করছে ৷ স্বাভাবিকভাবে সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা জমা দেওয়া বা টাকা তোলার ক্ষেত্রেও অনলাইন মাধ্যমকে কাজে লাগাতে পারবেন উপভোক্তারা ৷ তাঁদের পোস্ট অফিসে যাওয়ার কোন প্রয়োজন নেই ৷’’

কলকাতা, 20 অগস্ট: ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ (Beti Bachao Beti Padhao) প্রকল্পের অন্যতম অঙ্গ ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’ ৷ এবার সেই প্রকল্পে উপভোক্তা সংখ্যা বাড়াতে মেলার আয়োজন করতে চলেছে ভারতীয় ডাকঘরের ওয়েস্ট বেঙ্গল সার্কেল ৷ আগামী 22 অগস্ট থেকে 30 অগস্ট রাজ্যে একাধিক মেলার আয়োজন করবে ভারতীয় ডাকঘরের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের পোস্ট অফিসগুলি (India Post Office) ৷

এ নিয়ে ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল জে চারুকেশী বলেন, ‘‘সুকন্যা সমৃদ্ধি (Sukanya Samriddhi Yojana) অ্যাকাউন্ট খুলতে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি ৷ আগামী 22 অগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের নানা প্রান্তে এই বিষয়ে মেলার আয়োজন করা হবে ৷ প্রত্যেকটি জেলা সার্কেলকে নির্দিষ্ট টার্গেট বেঁধে দেওয়া হয়েছে । এখনও পর্যন্ত রাজ্যের প্রায় 10 লক্ষ সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট খোলা হয়েছে ৷’’

সুকন্যা সমৃদ্ধি যোজনা মূলত স্কুল ছাত্রীদের জন্য ৷ এই প্রকল্পে অ্যাকাউন্ট ওপেনের দিন থেকে 15 বছর বয়স পর্যন্ত টাকা ফেলা ও তোলা যাবে ৷ এই প্রকল্পে উপভোক্তার বয়স 21 বছর হলে, টাকা ম্যাচিওর হবে ৷ কিন্তু, যদি 18 বছর বয়সের পর উপভোক্তার বিয়ে হয়ে যায়, তখন অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে ৷ 250 টাকা দিয়ে এই প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে পারে স্কুল ছাত্রীরা ৷ বার্ষিক 7.6 শতাংশ সুদ পাওয়া যায় ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’য় ৷ তারপর বছরে 50 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1.50 লক্ষ টাকা জমা দেওয়া যায় ৷

আরও পড়ুন: বেটি বাঁচাওয়ের সুফল: লিঙ্গ অনুপাতে সমতা বাড়াল ভারত

মাধ্যমিক পাশ করার পর উপভোক্তা সর্বোচ্চ 50 শতাংশ টাকা তুলে নিতে পারে ৷ শুধু তাই নয়, অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই প্রকল্পের সুবিধা দেয় কেন্দ্র ৷ ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল জে চারুকেশী বলেন, ‘‘ভারতীয় ডাকঘর তার অধিকাংশ কাজই এখন অনলাইনে করছে ৷ স্বাভাবিকভাবে সুকন্যা সমৃদ্ধি যোজনায় টাকা জমা দেওয়া বা টাকা তোলার ক্ষেত্রেও অনলাইন মাধ্যমকে কাজে লাগাতে পারবেন উপভোক্তারা ৷ তাঁদের পোস্ট অফিসে যাওয়ার কোন প্রয়োজন নেই ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.