ETV Bharat / bharat

LPG price reduced : বছরের প্রথম দিনেই কমল গ্যাসের দাম - Price of commercial LPG reduced by 100 rupees

বছরের প্রথম দিনেই 100 টাকা কমল এলপিজি সিলিন্ডারের দাম ৷ যদিও ঘরোয়া রান্নার গ্যাসের দাম কমানো হয়নি ৷ কমেছে 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম (Price of commercial LPG reduced by 100 rupees) ৷

Indian Oil slashes price of commercial LPG refill by Rs 100
একশো টাকা কমল গ্য়াসের দাম
author img

By

Published : Jan 1, 2022, 12:10 PM IST

নয়াদিল্লি, 1 জানুয়ারি : এলপিজি সিলিন্ডারের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে পকেটে কম-বেশি চাপ পড়েছে সকলেরই (Price of commercial LPG reduced by 100 rupees) ৷ তবে এবার নতুন বছরের প্রথম দিনেই সামনে এল বড় সুখবর ৷ এক ঝটকায় 100 টাকা কমতে চলেছে এলপিজি সিলিন্ডারের দাম ৷ যদিও ঘরোয়া রান্নার গ্যাস 14.2 কেজি সিলিন্ডারের দাম কমানো হয়নি ৷ কমেছে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার হওয়া 19 কেজি সিলিন্ডারের দাম ৷ এমনই জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ৷

গত ডিসেম্বর মাসেই 100 টাকা বাড়ানো হয়েছিল কমার্শিয়াল গ্যাসের দাম ৷ যার জেরে কলকাতায় 19 কেজি এলপিজি সিলিন্ডারের দাম হয়ে গিয়েছিল 2178.00 টাকা ৷ এক্ষেত্রে এবার মোট 102 টাকা ছাড় পেতে চলেছেন গ্রাহক ৷ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দাম কমানোয় বর্তমানে মুম্বইয়ে 19 কেজি সিলিন্ডারের দাম হবে 1948.50 টাকা, অন্যদিকে চেন্নাইয়ে সিলিন্ডার পিছু দাম হবে 2131.00 টাকা ৷ প্রসঙ্গত, ডিসেম্বরে কমার্শিয়াল গ্যাসের দাম বাড়লেও ঘরোয়া রান্নার গ্যাসের দাম একই ছিল ৷

আরও পড়ুন : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, এটাই দ্বিতীয় সর্বাধিক
বর্তমানে কলকাতায় 14.2 কেজি সিলিন্ডারের দাম 926.00 টাকা, যা আপাতত অপরিবর্তিতই থাকছে ৷ তবে রান্নার গ্যাসের দাম না কমলেও কমার্শিয়াল গ্যাসের দাম কমায় কিছুটা অন্তত সাশ্রয় হবে গ্রাহকদের ৷

নয়াদিল্লি, 1 জানুয়ারি : এলপিজি সিলিন্ডারের লাগাতার মূল্যবৃদ্ধির জেরে পকেটে কম-বেশি চাপ পড়েছে সকলেরই (Price of commercial LPG reduced by 100 rupees) ৷ তবে এবার নতুন বছরের প্রথম দিনেই সামনে এল বড় সুখবর ৷ এক ঝটকায় 100 টাকা কমতে চলেছে এলপিজি সিলিন্ডারের দাম ৷ যদিও ঘরোয়া রান্নার গ্যাস 14.2 কেজি সিলিন্ডারের দাম কমানো হয়নি ৷ কমেছে ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার হওয়া 19 কেজি সিলিন্ডারের দাম ৷ এমনই জানিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ৷

গত ডিসেম্বর মাসেই 100 টাকা বাড়ানো হয়েছিল কমার্শিয়াল গ্যাসের দাম ৷ যার জেরে কলকাতায় 19 কেজি এলপিজি সিলিন্ডারের দাম হয়ে গিয়েছিল 2178.00 টাকা ৷ এক্ষেত্রে এবার মোট 102 টাকা ছাড় পেতে চলেছেন গ্রাহক ৷ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দাম কমানোয় বর্তমানে মুম্বইয়ে 19 কেজি সিলিন্ডারের দাম হবে 1948.50 টাকা, অন্যদিকে চেন্নাইয়ে সিলিন্ডার পিছু দাম হবে 2131.00 টাকা ৷ প্রসঙ্গত, ডিসেম্বরে কমার্শিয়াল গ্যাসের দাম বাড়লেও ঘরোয়া রান্নার গ্যাসের দাম একই ছিল ৷

আরও পড়ুন : আরও বাড়ল রান্নার গ্যাসের দাম, এটাই দ্বিতীয় সর্বাধিক
বর্তমানে কলকাতায় 14.2 কেজি সিলিন্ডারের দাম 926.00 টাকা, যা আপাতত অপরিবর্তিতই থাকছে ৷ তবে রান্নার গ্যাসের দাম না কমলেও কমার্শিয়াল গ্যাসের দাম কমায় কিছুটা অন্তত সাশ্রয় হবে গ্রাহকদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.