নয়াদিল্লি, 18 জুলাই: সোমবার দেশের দ্বিতীয় মাঙ্কিপক্স ভাইরাসের হদিশ মিলেছে দক্ষিণের রাজ্য কেরলে ৷ ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই দেশের আন্তর্জাতিক বন্দর এবং বিমানবন্দরগুলিতে পৌঁছে গেল কেন্দ্রের নির্দেশিকা ৷ আন্তর্জাতিক বন্দর এবং বিমানবন্দরগুলিতে স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থাপনা কোন পর্যায়ে রয়েছে, দেশে দ্বিতীয় মাঙ্কিপক্সের ঘটনার পর উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সোমবার খতিয়ে দেখল তা (Indian govt reviews health actions at international airports and ports after second monkeypox case) ৷ একইসঙ্গে জারি করা হল নির্দেশিকাও ৷
বিমানবন্দর এবং বন্দরগুলিতে স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্বে নিযুক্ত স্বাস্থ্য আধিকারিকদের কাছে পৌঁছে গিয়েছে কেন্দ্রের বার্তা ৷ এক বিবৃতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বলেছে, "দেশে মাঙ্কিপক্সের ঝুঁকি এড়াতে দেশের সমস্ত বন্দর এবং বিমানবন্দরগুলোর স্বাস্থ্য আধিকারিকদের কাছে নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছে ৷ বিদেশ থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত নিরাপত্তা সুনিশ্চিত করাই লক্ষ্য তাদের ৷"
সবমিলিয়ে ভিনদেশ থেকে এসে নয়া এই ভাইরাস যাতে কোনওভাবেই ভারতের মাথাব্যথার কারণ হয়ে না-দাঁড়ায়, সে ব্য়াপারে তৎপর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ৷ উল্লেখ্য, সোমবার কেরলের কুন্নুর জেলায় দেশের মধ্যে দ্বিতীয় মাঙ্কিপক্সের সন্ধান যে ব্যক্তির দেহে পাওয়া গিয়েছে, তিনি গত 13 জুলাই দুবাই থেকে ফিরেছেন বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: দেশে দ্বিতীয় মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ, কুন্নুরের যুবকের দেহে মিলল ভাইরাসের সন্ধান
পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে নমুনা পাঠানো হলে জানা যায় তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত ৷ বর্তমানে পারিয়ারাম মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তি ৷ কেরলেই গত 13 জুলাই হদিশ মিলেছিল দেশে প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তির ৷ ওই ব্যক্তির ট্রাভেল রিপোর্টেও সাম্প্রতিক অতীতে বিদেশ থেকে ফেরার রেকর্ড ছিল ৷