ETV Bharat / bharat

Israel-Hamas Conflict: ইজরায়েলে ভারতীয় দূতাবাসে খোলা হল হেল্পলাইন, বার্তা দিলেন রাষ্ট্রদূত সঞ্জীব সিঙ্গলা

বুধবার পঞ্চম দিনে পড়েছে ইজরায়েল-হামাস যুদ্ধ ৷ এই অবস্থায় ইজরায়েলে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ ৷ তবে ভারতীয়দের আশ্বাস দিলেন ইজরায়েলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জীব সিঙ্গলা ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 11, 2023, 8:28 PM IST

তেল আভিভ, 11 অক্টোবর: ইজরায়েলস্থিত ভারতীয় দূতাবাসের তরফে সেখানকার পরিস্থিতির দিকে ক্রমাগত নজর রাখা হচ্ছে ৷ ইজরায়েলে থাকা ভারতীয়দের সুরক্ষার দিকটি নিয়েও কাজ করছেন দূতাবাসের আধিকারিকরা ৷ বুধবার, যুদ্ধদীর্ণ ইজরায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিক ও বংশোদ্ভুতদের উদ্দেশ্যে এই বার্তাই দিয়েছেন সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সঞ্জীব সিঙ্গলা ৷ সেদেশের ভারতীয় দূতাবাসের তরফে 2টি হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে ৷

এদিন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন সঞ্জীব ৷ সেই বার্তায় তিনি বলেন, "ইজরায়েলে থাকা ভারতীয়দের আমরা আশ্বস্ত করছি, ভারতীয় দূতাবাস আপনাদের সুরক্ষা ও ভালো থাকার জন্য ক্রমাগত কাজ করে চলেছে ৷" তিনি আরও বলেন, "আমরা প্রত্যেকেই এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ৷ কিন্তু সকলকে অনুরোধ করছি দয়া করে শান্ত ও সতর্ক থাকুন এবং নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকাগুলি মেনে চলুন ৷"

ইজরায়েল-হামাস সংঘর্ষের মাঝেই তেল আভিভের ভারতীয় দূতাবাসের তরফে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ এই নির্দেশিকায় সে দেশে আটকে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে বলা হয়েছে, সুরক্ষা সংক্রান্ত সমস্তরকম নিয়ম মেনে চলতে হবে এবং স্থানীয় যে আশ্রয়স্থলগুলি রয়েছে সেগুলির কাছাকাছি থাকতে হবে ৷ যাতে প্রয়োজনে সেখানে দ্রুত চলে যাওয়া যায় ৷

বুধবার ইজরায়েল ও হামাসের সংঘর্ষ পঞ্চম দিনে পড়েছে ৷ যতদিন যাচ্ছে তত তীব্র হচ্ছে এই সংঘাত ৷ ফলে ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের নিয়ে চিন্তা ক্রমে বাড়ছে ৷ সেদেশের ভারতীয় দূতাবাসের তরফে 2টি হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে ৷ 24/7 ঘণ্টাই খোলা থাকবে এই হেল্পলাইন নম্বরগুলি ৷ নম্বরগুলি হলো, +972 35226748+972 543278392 ৷ এছাড়াও, cons1.telaviv@mea.gov.in এই ই-মেইলে মারফৎও প্রয়োজনে যোগাযোগ করা যাবে ভারতীয় দূতাবাসের সঙ্গে ৷

আরও পড়ুন: ইজরায়েলের উপর হামাসের হামলা, ভারত-আরব দেশগুলির সম্পর্কে প্রভাব ফেলবে না

অন্যদিকে, সংবাদসংস্থাকে ইজরায়েলের অ্যাসকেলনে আটকে পড়া ভারতীয় বংশোদ্ভুত এক মহিলা ইলানা নগৌকর জানিয়েছেন, মঙ্গলবারই তাঁর বাড়ির কাছে একটি রকেট এসে পড়েছে ৷ অনেক গাড়িতে আগুন ধরে যায় ও বিদ্যুৎহীন হয়ে যায় গোটা এলাকা ৷ ইজরায়েলি সেনার উপর তাঁর ভরসা রয়েছে বলেও জানিয়েছেন এই ভারতীয় বংশোদ্ভুত মহিলা ৷ রিক্কি নামের আরও এক ভারতীয় মহিলা, এই কঠিন সময়ে ইজরায়েলের পাশে থাকার বার্তা দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ৷

তেল আভিভ, 11 অক্টোবর: ইজরায়েলস্থিত ভারতীয় দূতাবাসের তরফে সেখানকার পরিস্থিতির দিকে ক্রমাগত নজর রাখা হচ্ছে ৷ ইজরায়েলে থাকা ভারতীয়দের সুরক্ষার দিকটি নিয়েও কাজ করছেন দূতাবাসের আধিকারিকরা ৷ বুধবার, যুদ্ধদীর্ণ ইজরায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিক ও বংশোদ্ভুতদের উদ্দেশ্যে এই বার্তাই দিয়েছেন সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সঞ্জীব সিঙ্গলা ৷ সেদেশের ভারতীয় দূতাবাসের তরফে 2টি হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে ৷

এদিন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন সঞ্জীব ৷ সেই বার্তায় তিনি বলেন, "ইজরায়েলে থাকা ভারতীয়দের আমরা আশ্বস্ত করছি, ভারতীয় দূতাবাস আপনাদের সুরক্ষা ও ভালো থাকার জন্য ক্রমাগত কাজ করে চলেছে ৷" তিনি আরও বলেন, "আমরা প্রত্যেকেই এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ৷ কিন্তু সকলকে অনুরোধ করছি দয়া করে শান্ত ও সতর্ক থাকুন এবং নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকাগুলি মেনে চলুন ৷"

ইজরায়েল-হামাস সংঘর্ষের মাঝেই তেল আভিভের ভারতীয় দূতাবাসের তরফে ইতিমধ্যেই একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ এই নির্দেশিকায় সে দেশে আটকে থাকা ভারতীয়দের উদ্দেশ্যে বলা হয়েছে, সুরক্ষা সংক্রান্ত সমস্তরকম নিয়ম মেনে চলতে হবে এবং স্থানীয় যে আশ্রয়স্থলগুলি রয়েছে সেগুলির কাছাকাছি থাকতে হবে ৷ যাতে প্রয়োজনে সেখানে দ্রুত চলে যাওয়া যায় ৷

বুধবার ইজরায়েল ও হামাসের সংঘর্ষ পঞ্চম দিনে পড়েছে ৷ যতদিন যাচ্ছে তত তীব্র হচ্ছে এই সংঘাত ৷ ফলে ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের নিয়ে চিন্তা ক্রমে বাড়ছে ৷ সেদেশের ভারতীয় দূতাবাসের তরফে 2টি হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে ৷ 24/7 ঘণ্টাই খোলা থাকবে এই হেল্পলাইন নম্বরগুলি ৷ নম্বরগুলি হলো, +972 35226748+972 543278392 ৷ এছাড়াও, cons1.telaviv@mea.gov.in এই ই-মেইলে মারফৎও প্রয়োজনে যোগাযোগ করা যাবে ভারতীয় দূতাবাসের সঙ্গে ৷

আরও পড়ুন: ইজরায়েলের উপর হামাসের হামলা, ভারত-আরব দেশগুলির সম্পর্কে প্রভাব ফেলবে না

অন্যদিকে, সংবাদসংস্থাকে ইজরায়েলের অ্যাসকেলনে আটকে পড়া ভারতীয় বংশোদ্ভুত এক মহিলা ইলানা নগৌকর জানিয়েছেন, মঙ্গলবারই তাঁর বাড়ির কাছে একটি রকেট এসে পড়েছে ৷ অনেক গাড়িতে আগুন ধরে যায় ও বিদ্যুৎহীন হয়ে যায় গোটা এলাকা ৷ ইজরায়েলি সেনার উপর তাঁর ভরসা রয়েছে বলেও জানিয়েছেন এই ভারতীয় বংশোদ্ভুত মহিলা ৷ রিক্কি নামের আরও এক ভারতীয় মহিলা, এই কঠিন সময়ে ইজরায়েলের পাশে থাকার বার্তা দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.