নয়াদিল্লি, 13 মার্চ : ইউক্রেন থেকে দূতাবাস সরিয়ে নিচ্ছে ভারত (Indian Embassy in Ukraine) ৷ রবিবার বিদেশ মন্ত্রকের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এদিন এক টুইট বার্তায় লিখেছেন, "ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে, এই দেশের পশ্চিম প্রান্তেও হামলার ঘটনা ক্রমে বাড়ছে ৷ এই অবস্থায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাময়িকভাবে ইউক্রেনের ভারতীয় দূতাবাস পোল্যান্ডে সরিয়ে নেওয়া হবে ৷ "
ইউক্রেনের রাজধানী কিভে রয়েছে ভারতীয় দূতাবাস ৷ ইউক্রেন সেনার প্রবল প্রতিরোধের ফলে কিভ এখনও দখল করতে পারেনি রুশ সেনা ৷ ফলে দিন যত বাড়ছে ইউক্রেনের রাজধানীর উপর হামলার গতি ও তেজ বাড়াচ্ছে রাশিয়ার সেনা বাহিনী ৷
আরও পড়ুন : রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই প্রতিরক্ষায় দেশকে আত্মনির্ভর হওয়ার বার্তা মোদির
-
In view of the rapidly deteriorating security situation in Ukraine, including attacks in the western parts of the country, it has been decided that the Indian Embassy in Ukraine will be temporarily relocated in Poland.
— Arindam Bagchi (@MEAIndia) March 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Press Release➡️ https://t.co/tVkxNSDJmN
">In view of the rapidly deteriorating security situation in Ukraine, including attacks in the western parts of the country, it has been decided that the Indian Embassy in Ukraine will be temporarily relocated in Poland.
— Arindam Bagchi (@MEAIndia) March 13, 2022
Press Release➡️ https://t.co/tVkxNSDJmNIn view of the rapidly deteriorating security situation in Ukraine, including attacks in the western parts of the country, it has been decided that the Indian Embassy in Ukraine will be temporarily relocated in Poland.
— Arindam Bagchi (@MEAIndia) March 13, 2022
Press Release➡️ https://t.co/tVkxNSDJmN
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই জানিয়েছেন, তিনি নিজের লক্ষ্যে না পৌঁছনো পর্যন্ত অথবা ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রাশিয়ার শর্ত মেনে না নেওয়া পর্যন্ত এই যুদ্ধ চলবে ৷ দু‘টোর কোনওটাই এখনও নেই ৷ রুশ সেনার দাবি তারা কিভকে চারিদিক থেকে ঘিরে নিয়ে ভিতরে ঢোকার প্রস্তুতি নিচ্ছে ৷ মনে করা হচ্ছে রুশ সেনা কিভের রাস্তায় পৌঁছে গেলে দু‘পক্ষের এই সংঘর্ষের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে, বাড়তে পারে রাশিয়ার মিশাইল হামলা ৷ কোনও ঝুঁকি না নিয়ে ভারত তাই নিজেদের দূতাবাস আপাতত এখান থেকে সরিয়ে নিল বলে মনে করা হচ্ছে ৷