কিভ, 27 ফেব্রুয়ারি : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যেতে ট্রেনের ব্যবহার করার পরামর্শ দিল সেখানকার ভারতীয় দূতাবাস (indian embassy in kyiv advises its nationals to use nearby railway stations to reach ukraine western regions) ৷ ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের জন্য এই পরামর্শ দেওয়া হয়েছে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, ইউক্রেনের পূর্ব প্রান্ত দিয়েই রাশিয়া আক্রমণ করেছে ৷ ক্রমশ তারা অগ্রসর হচ্ছে রাজধানী কিভের দিকে ৷ এই পরিস্থিতিতে ওই দেশে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে ৷ ওই দেশ ছেড়ে বেরিয়ে আসতে মরিয়া সকলে ৷
ভারতের বহু মানুষ সেখানে থাকেন ৷ তাঁদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া ৷ তাঁদের দেশে ফেরাতে তৎপর ভারত সরকার (Indians Stranded in Ukraine) ৷ ইতিমধ্যে অনেককে ফেরানো হয়েছে ৷ কিন্তু যেহেতু পূর্ব প্রান্তের পরিস্থিতি উদ্বেগজনক, তাই সকলকে ইউক্রেনের পশ্চিম প্রান্তে এসে সীমান্ত পেরিয়ে অন্য দেশে পাঠানো হচ্ছে ৷ সেখান থেকে ভারতে আনা হচ্ছে ৷
সেই কারণেই কিভের ভারতীয় দূতাবাসের (Indian Embassy in Kyiv) তরফে এই পরামর্শ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে ৷ সেখানে জানানো হয়েছে, যদি সাধারণ ট্রেনে টিকিট পাওয়া যায়, তাহলে তা অবিলম্বে বুক করে ট্রেনে চলে আসা উচিত ৷ আর যদি তা সম্ভব না হয়, ইউক্রেন রেলওয়েজের (Ukraine Train Service) তরফে যে বিশেষ ট্রেন চালানো হচ্ছে, সেই ট্রেনে উঠে পশ্চিম প্রান্তে আসুক ভারতীয়রা ৷ তাছাড়া ভারতীয়দের দলবদ্ধ হয়েও ইউক্রেনে থাকতে বলা হয়েছে ৷
আরও পড়ুন : Russia-Ukraine Crisis : বিপদে দেশ, রুশ আগ্রাসন ঠেকাতে হাতে বন্দুক তুলে নিচ্ছেন ইউক্রেনীয় সুন্দরীরা