আমেদাবাদ, 13 জুন: বিপর্যয় আসছে! তার আগে গুজরাতের দ্বারকা উপকূল থেকে কর্মীদের উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ৷ ওই কর্মীরা উপকূল থেকে 40 কিলোমিটার দূরে একটি তৈল নিষ্কাশন কেন্দ্রে ছিলেন ৷ ঘূর্ণিঝড় আসার আগে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে ৷ এই অবস্থায় রাতভর অভিযান চালিয়ে উপকূল রক্ষী বাহিনীর কর্মীদের উদ্ধার করা হল ৷
মঙ্গলবার একটি বিবৃতিতে ইন্ডিয়ান কোস্ট গার্ড জানিয়েছে, ইন্ডিয়ান কোস্ট গার্ড রিজিয়ন নর্থওয়েস্ট 'কি সিঙ্গাপুর' নামের তৈল নিষ্কাশন কেন্দ্রটি থেকে 50 জন রক্ষীকে বের করে এনেছে ৷ এটি দ্বারকার সমুদ্রতট থেকে 40 কিলোমিটার দূরত্বে অবস্থিত ৷ জাহাজ শূর এবং এএলএইচ এয়ারক্র্যাফ্টের সাহায্যে সারারাত ধরে উদ্ধারকার্য চলে ৷
-
Cyclone Warning for Saurashtra and Kutch Coasts: Orange Message. VSCS BIPARJOY at 0830IST of today about 280km SW of Devbhumi Dwarka, 300km WSW of Porbandar, 310km SW of Jakhau Port, 330km SW of Naliya. To cross near Jakhau Port (Gujarat) AROUND evening of 15th June as VSCS. pic.twitter.com/Zg3DRnFOJg
— India Meteorological Department (@Indiametdept) June 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Cyclone Warning for Saurashtra and Kutch Coasts: Orange Message. VSCS BIPARJOY at 0830IST of today about 280km SW of Devbhumi Dwarka, 300km WSW of Porbandar, 310km SW of Jakhau Port, 330km SW of Naliya. To cross near Jakhau Port (Gujarat) AROUND evening of 15th June as VSCS. pic.twitter.com/Zg3DRnFOJg
— India Meteorological Department (@Indiametdept) June 13, 2023Cyclone Warning for Saurashtra and Kutch Coasts: Orange Message. VSCS BIPARJOY at 0830IST of today about 280km SW of Devbhumi Dwarka, 300km WSW of Porbandar, 310km SW of Jakhau Port, 330km SW of Naliya. To cross near Jakhau Port (Gujarat) AROUND evening of 15th June as VSCS. pic.twitter.com/Zg3DRnFOJg
— India Meteorological Department (@Indiametdept) June 13, 2023
বিপর্যয়ের আছড়ে পড়ার সময় যত এগিয়ে আসছে, সমুদ্রের পরিস্থিতি ততই ভয়ঙ্কর হয়ে উঠছে ৷ তার মধ্যে অত্যাধুনিক অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার বা এএলএইচ এবং জাহাজে সাহসের সঙ্গে ওই উপকূলবাহিনীর রক্ষীদের উদ্ধার করা হয়েছে ৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, 15 জুন গুজরাতের কুচের কাছে জাখাউ বন্দরে আছড়ে পড়বে বিপর্যয় ৷ এমতাবস্থায় ভারতীয় উপকূল বাহিনী সদা জাগ্রত রয়েছে ৷
আইএমডির সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড় বিপর্যয় উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে যাবে ৷ সৌরাষ্ট্র এবং কুচের উপর দিয়ে বয়ে যাওয়ার কথা রয়েছে ৷ গুজরাতের মাণ্ডভি এবং পাকিস্তানের করাচি উপকূলের মাঝে 15 জুন বিকেলে আছড়ে পড়বে 'অতি প্রবল ঘূর্ণিঝড়' বা 'ভেরি সেভারি সাইক্লোনিক স্টর্ম' ৷ সেই সময় হাওয়ার গতিবেগ থাকবে 125-135 কিলোমিটার প্রতি ঘণ্টা ৷ উপকূল থেকে বিশাল সংখ্যক মানুষকে উদ্ধার করে আনার বন্দোবস্ত করেছে প্রশাসন ৷
ইতিমধ্যে সৌরাষ্ট্র এবং কুচের উপকূল অঞ্চলে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ৷ মঙ্গলবার সকাল সাড়ে 8টা নাগাদ বিপর্যয়ের শক্তি কিছুটা কমে ভেরি সেভারি সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে ৷ এই মুহূর্তে এটি দেবভূমি দ্বারকা থেকে 280 কিলোমিটার দক্ষিণপশ্চিমে রয়েছে, পোরবন্দর থেকে 300 কিমি পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং জাখাউ বন্দর থেকে 310 কিলোমিটার দক্ষিণপশ্চিমে, নালিয়া থেকে 330 কিলোমিটার দক্ষিণপশ্চিমে ৷
আরও পড়ুন: মুম্বই সংলগ্ন আরব সাগরে উথালপাথাল ঢেউ, জলোচ্ছ্বাস দ্বারকাতেও; দেখুন 'বিপর্যয়'