ETV Bharat / bharat

Indian Coast Guard : গুজরাত উপকূলে 12 জন ক্রু-সহ পাক শিপিং বোট আটক

ভারতীয় জলসীমা লঙ্ঘন করার জন্য গুজরাত উপকূলে ভারতীয় উপকূলরক্ষীর (Indian Coast Guard- ICG) হাতে ধরা পড়ল পাকিস্তানের একটি শিপিং বোট ৷ বোটটিতে 12 জন ক্রু ছিলেন ৷ তাঁদেরকেও আটক করা হয়েছে ৷

গুজরাত উপকূলে পাক শিপিং বোট আটক
গুজরাত উপকূলে পাক শিপিং বোট আটক
author img

By

Published : Sep 16, 2021, 11:39 AM IST

Updated : Sep 16, 2021, 12:30 PM IST

দ্বারকা (গুজরাত), 16 সেপ্টেম্বর : গুজরাত উপকূলে আটক করা হল পাকিস্তানের একটি শিপিং বোট ৷ ভারতীয় জলসীমা লঙ্ঘন করার জন্য ভারতীয় উপকূলরক্ষী (Indian Coast Guard- ICG) শিপিং বোটটি আটক করে ৷ বোটে থাকা 12 জন ক্রু-কেও আটক করা হয়েছে ৷

ভারতীয় উপকূলরক্ষী বাহিনী পেট্রলিংয়ের সময় বিযয়টি লক্ষ্য করে ৷ বুধবার নিজেদের জাহাজ 'রাজরতন'-এ করে নজরদারি চালাচ্ছিল বাহিনী ৷ তখনই পাকিস্তানের শিপিং বোট 'আল্লাহ পাওয়াকাল' নজরে আসে ৷ তারপরই বোটের 12 জন কর্মী-সহ বোটটি আটক করে উপকূলরক্ষী বাহিনী ৷ এই বিষয়ে ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, কমান্ড্যান্ট (জেজি) গৌরব শর্মার অধীনে আইসিজির জাহাজটি প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বুধবার নজরদারি চালাচ্ছিল ৷ তার মধ্যেই পাকিস্তানের শিপিং বোটটি নজরে আসে তাদের ৷ তখনই বোট এবং তার কর্মীদের আটক করা হয় ৷ তদন্তের জন্য তাদের গুজরাতের ওখায় নিয়ে আসা হয়েছে ৷

আইসিজি গত সাতদিনে একাধিক উদ্ধার কার্য চালিয়েছে এবং তার ফলে বেশ কয়েকজন মৎস্যজীবী প্রাণেও বেঁচে গিয়েছেন ৷ মঙ্গলবারই দিউয়ে একটি ডুবে যাওয়া নৌকা থেকে সাতজন মৎস্যজীবীকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী ৷ পাশাপাশি গত সোমবার পশ্চিমবঙ্গের দিঘা উপকূল থেকে 70 কিলোমিটার দূরে মাঝ সমুদ্রে আটকে পড়া একটি ট্রলার থেরে 14 জন মৎস্যজীবীকে উদ্ধার করে কোস্টগার্ড ৷

আরও পড়ুন : Mamata on TIMES List : টাইমসের প্রভাবশালী তালিকায় বাইডেন-মোদির সঙ্গে 'স্ট্রিট ফাইটার' মমতা

দ্বারকা (গুজরাত), 16 সেপ্টেম্বর : গুজরাত উপকূলে আটক করা হল পাকিস্তানের একটি শিপিং বোট ৷ ভারতীয় জলসীমা লঙ্ঘন করার জন্য ভারতীয় উপকূলরক্ষী (Indian Coast Guard- ICG) শিপিং বোটটি আটক করে ৷ বোটে থাকা 12 জন ক্রু-কেও আটক করা হয়েছে ৷

ভারতীয় উপকূলরক্ষী বাহিনী পেট্রলিংয়ের সময় বিযয়টি লক্ষ্য করে ৷ বুধবার নিজেদের জাহাজ 'রাজরতন'-এ করে নজরদারি চালাচ্ছিল বাহিনী ৷ তখনই পাকিস্তানের শিপিং বোট 'আল্লাহ পাওয়াকাল' নজরে আসে ৷ তারপরই বোটের 12 জন কর্মী-সহ বোটটি আটক করে উপকূলরক্ষী বাহিনী ৷ এই বিষয়ে ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, কমান্ড্যান্ট (জেজি) গৌরব শর্মার অধীনে আইসিজির জাহাজটি প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বুধবার নজরদারি চালাচ্ছিল ৷ তার মধ্যেই পাকিস্তানের শিপিং বোটটি নজরে আসে তাদের ৷ তখনই বোট এবং তার কর্মীদের আটক করা হয় ৷ তদন্তের জন্য তাদের গুজরাতের ওখায় নিয়ে আসা হয়েছে ৷

আইসিজি গত সাতদিনে একাধিক উদ্ধার কার্য চালিয়েছে এবং তার ফলে বেশ কয়েকজন মৎস্যজীবী প্রাণেও বেঁচে গিয়েছেন ৷ মঙ্গলবারই দিউয়ে একটি ডুবে যাওয়া নৌকা থেকে সাতজন মৎস্যজীবীকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী ৷ পাশাপাশি গত সোমবার পশ্চিমবঙ্গের দিঘা উপকূল থেকে 70 কিলোমিটার দূরে মাঝ সমুদ্রে আটকে পড়া একটি ট্রলার থেরে 14 জন মৎস্যজীবীকে উদ্ধার করে কোস্টগার্ড ৷

আরও পড়ুন : Mamata on TIMES List : টাইমসের প্রভাবশালী তালিকায় বাইডেন-মোদির সঙ্গে 'স্ট্রিট ফাইটার' মমতা

Last Updated : Sep 16, 2021, 12:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.