দ্বারকা (গুজরাত), 16 সেপ্টেম্বর : গুজরাত উপকূলে আটক করা হল পাকিস্তানের একটি শিপিং বোট ৷ ভারতীয় জলসীমা লঙ্ঘন করার জন্য ভারতীয় উপকূলরক্ষী (Indian Coast Guard- ICG) শিপিং বোটটি আটক করে ৷ বোটে থাকা 12 জন ক্রু-কেও আটক করা হয়েছে ৷
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী পেট্রলিংয়ের সময় বিযয়টি লক্ষ্য করে ৷ বুধবার নিজেদের জাহাজ 'রাজরতন'-এ করে নজরদারি চালাচ্ছিল বাহিনী ৷ তখনই পাকিস্তানের শিপিং বোট 'আল্লাহ পাওয়াকাল' নজরে আসে ৷ তারপরই বোটের 12 জন কর্মী-সহ বোটটি আটক করে উপকূলরক্ষী বাহিনী ৷ এই বিষয়ে ইন্ডিয়ান কোস্ট গার্ডের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, কমান্ড্যান্ট (জেজি) গৌরব শর্মার অধীনে আইসিজির জাহাজটি প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও বুধবার নজরদারি চালাচ্ছিল ৷ তার মধ্যেই পাকিস্তানের শিপিং বোটটি নজরে আসে তাদের ৷ তখনই বোট এবং তার কর্মীদের আটক করা হয় ৷ তদন্তের জন্য তাদের গুজরাতের ওখায় নিয়ে আসা হয়েছে ৷
-
#India 🇮🇳@IndiaCoastGuard 🚢 Rajratan, while on surveillance mission apprehended Pakistani boat #Allah Pawawakal with 12 crew present in #Indian waters
— PRO Defence Gujarat (@DefencePRO_Guj) September 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Boat has been brought to Okha for joint #Investigation by appropriate agencies@Bhupendrapbjp @CMOGuj @NavbharatTimes pic.twitter.com/yGMlhqZzE7
">#India 🇮🇳@IndiaCoastGuard 🚢 Rajratan, while on surveillance mission apprehended Pakistani boat #Allah Pawawakal with 12 crew present in #Indian waters
— PRO Defence Gujarat (@DefencePRO_Guj) September 15, 2021
Boat has been brought to Okha for joint #Investigation by appropriate agencies@Bhupendrapbjp @CMOGuj @NavbharatTimes pic.twitter.com/yGMlhqZzE7#India 🇮🇳@IndiaCoastGuard 🚢 Rajratan, while on surveillance mission apprehended Pakistani boat #Allah Pawawakal with 12 crew present in #Indian waters
— PRO Defence Gujarat (@DefencePRO_Guj) September 15, 2021
Boat has been brought to Okha for joint #Investigation by appropriate agencies@Bhupendrapbjp @CMOGuj @NavbharatTimes pic.twitter.com/yGMlhqZzE7
আইসিজি গত সাতদিনে একাধিক উদ্ধার কার্য চালিয়েছে এবং তার ফলে বেশ কয়েকজন মৎস্যজীবী প্রাণেও বেঁচে গিয়েছেন ৷ মঙ্গলবারই দিউয়ে একটি ডুবে যাওয়া নৌকা থেকে সাতজন মৎস্যজীবীকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী ৷ পাশাপাশি গত সোমবার পশ্চিমবঙ্গের দিঘা উপকূল থেকে 70 কিলোমিটার দূরে মাঝ সমুদ্রে আটকে পড়া একটি ট্রলার থেরে 14 জন মৎস্যজীবীকে উদ্ধার করে কোস্টগার্ড ৷
আরও পড়ুন : Mamata on TIMES List : টাইমসের প্রভাবশালী তালিকায় বাইডেন-মোদির সঙ্গে 'স্ট্রিট ফাইটার' মমতা