ETV Bharat / bharat

Indian Army Uses Drones to Supply Corona Booster Dose : ভূস্বর্গের দুর্গমস্থলে জওয়ানদের জন্য বুস্টার ডোজ নিয়ে গেল ড্রোন - COVID Vaccination in Indian Army

ড্রোনের মাধ্যমে জম্মু ও কাশ্মীর সীমান্তের প্রত্যন্ত বরফাবৃত এলাকায় কর্তব্যরত বাহিনীর জন্য কোভিডের বুস্টার ডোজ পৌঁছে দেওয়া হল (Indian Army uses drones to supply covid booster doses) ৷

Indian Army Corona Booster Dose
ভূস্বর্গের দুর্গমস্থলে জওয়ানদের জন্য বুস্টার ডোজ নিয়ে গেল ড্রোন
author img

By

Published : Feb 20, 2022, 12:48 PM IST

শ্রীনগর, 20 ফেব্রুয়ারি: হাড়হিম ঠান্ডাতেই তাঁদের কাজ ৷ প্রায় সারা বছর বরফে ঢাকা সীমান্তে অটল থেকে দেশকে সুরক্ষিত রেখে চলেছে বাহিনী ৷ কোভিডের থেকে তাঁদের সুরক্ষা দিতে এ বার তাঁদের কর্মস্থলেই পৌঁছে দেওয়া হল কোভিড 19-এর প্রিকশন ডোজ (COVID Vaccination in Indian Army) ৷ জম্মু ও কাশ্মীরের তুষারাবৃত এলাকায় কর্তব্যরত জওয়ানদের বুস্টার ডোজ পৌঁছে দিতে ড্রোনের সাহায্য নিল সেনাবাহিনী ৷ তবে সেই ড্রোনের নিচে নেমে আসার বা অবতরণের কোনও অনুমতি না থাকায়, আকাশ থেকেই ফেলা হল কোভিড টিকা ৷ সেই ডোজের যাতে কোনওরকম ক্ষতি না-হয়, সে জন্য ভালভাবে তার প্যাকিং করা হয়েছিল ৷ এই দৃশ্য ক্যামেরাবন্দি করে তা শেয়ার করেছে ভারতীয় বাহিনী ৷

অভিযানের নাম সঞ্জীবনী ৷ এই অভিযানে ড্রোনের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়া হয় মেডিক্যাল সাহায্য ৷ শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক জানিয়েছে, সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বর্তমানে 2,597 ৷ মোট সেরে উঠেছেন 4 লক্ষ 44 হাজার 646 জন ৷ দেশে এখনও পর্যন্ত 175.33 কোটি মানুষকে টিকার ডোজ দেওয়া হয়েছে ৷ শনিবার দিন সন্ধে 7টা পর্যন্ত 27 লাখেরও বেশি টিকার ডোজ দেওয়া হয় ৷

আরও পড়ুন: WHO on Booster dose : বর্তমান টিকাগুলির বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে সেভাবে কার্যকরী নয়, জানাল হু

গত বছর 16 জানুয়ারি প্রথম দফায় স্বাস্থ্যকর্মীদের দিয়ে শুরু হয় দেশের টিকাকরণ অভিযান (India's COVID vaccination coverage) ৷ ফ্রন্টলাইন কর্মীদের টিকাকরণ শুরু হয় 2 ফেব্রুয়ারি থেকে ৷ এরপর 1 মার্চ থেকে ষাটোর্ধ্বদের এবং 45 বছরের উপরে যাঁদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের টিকাকরণ শুরু হয়েছিল ৷ এর এক মাস পরই 1 এপ্রিল থেকে 45 বছরের উপরে সবাইকে টিকা দেওয়া হয় ৷ 1 মে থেকে টিকাকরণ অভিযানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে 18 বছরের উপরে সবার টিকাকরণ শুরু হয় ৷ এর পরবর্তী পর্যায়ে চলতি বছর 3 জানুয়ারি থেকে শুরু হয়েছে 15-18 বছর বয়সিদের টিকাকরণ ৷ চালু হয়েছে বুস্টার ডোজও (Indian Army uses drones to supply booster dose) ৷

শ্রীনগর, 20 ফেব্রুয়ারি: হাড়হিম ঠান্ডাতেই তাঁদের কাজ ৷ প্রায় সারা বছর বরফে ঢাকা সীমান্তে অটল থেকে দেশকে সুরক্ষিত রেখে চলেছে বাহিনী ৷ কোভিডের থেকে তাঁদের সুরক্ষা দিতে এ বার তাঁদের কর্মস্থলেই পৌঁছে দেওয়া হল কোভিড 19-এর প্রিকশন ডোজ (COVID Vaccination in Indian Army) ৷ জম্মু ও কাশ্মীরের তুষারাবৃত এলাকায় কর্তব্যরত জওয়ানদের বুস্টার ডোজ পৌঁছে দিতে ড্রোনের সাহায্য নিল সেনাবাহিনী ৷ তবে সেই ড্রোনের নিচে নেমে আসার বা অবতরণের কোনও অনুমতি না থাকায়, আকাশ থেকেই ফেলা হল কোভিড টিকা ৷ সেই ডোজের যাতে কোনওরকম ক্ষতি না-হয়, সে জন্য ভালভাবে তার প্যাকিং করা হয়েছিল ৷ এই দৃশ্য ক্যামেরাবন্দি করে তা শেয়ার করেছে ভারতীয় বাহিনী ৷

অভিযানের নাম সঞ্জীবনী ৷ এই অভিযানে ড্রোনের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়া হয় মেডিক্যাল সাহায্য ৷ শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক জানিয়েছে, সক্রিয় কোভিড রোগীর সংখ্যা বর্তমানে 2,597 ৷ মোট সেরে উঠেছেন 4 লক্ষ 44 হাজার 646 জন ৷ দেশে এখনও পর্যন্ত 175.33 কোটি মানুষকে টিকার ডোজ দেওয়া হয়েছে ৷ শনিবার দিন সন্ধে 7টা পর্যন্ত 27 লাখেরও বেশি টিকার ডোজ দেওয়া হয় ৷

আরও পড়ুন: WHO on Booster dose : বর্তমান টিকাগুলির বুস্টার ডোজ ওমিক্রনের বিরুদ্ধে সেভাবে কার্যকরী নয়, জানাল হু

গত বছর 16 জানুয়ারি প্রথম দফায় স্বাস্থ্যকর্মীদের দিয়ে শুরু হয় দেশের টিকাকরণ অভিযান (India's COVID vaccination coverage) ৷ ফ্রন্টলাইন কর্মীদের টিকাকরণ শুরু হয় 2 ফেব্রুয়ারি থেকে ৷ এরপর 1 মার্চ থেকে ষাটোর্ধ্বদের এবং 45 বছরের উপরে যাঁদের কোমর্বিডিটি রয়েছে তাঁদের টিকাকরণ শুরু হয়েছিল ৷ এর এক মাস পরই 1 এপ্রিল থেকে 45 বছরের উপরে সবাইকে টিকা দেওয়া হয় ৷ 1 মে থেকে টিকাকরণ অভিযানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে 18 বছরের উপরে সবার টিকাকরণ শুরু হয় ৷ এর পরবর্তী পর্যায়ে চলতি বছর 3 জানুয়ারি থেকে শুরু হয়েছে 15-18 বছর বয়সিদের টিকাকরণ ৷ চালু হয়েছে বুস্টার ডোজও (Indian Army uses drones to supply booster dose) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.