ETV Bharat / bharat

General Manoj Pande: রসদের জোগান ও সরবরাহ যুদ্ধে সবথেকে জরুরি, বার্তা সেনাপ্রধানের - জেনারেল মনোজ পাণ্ডে

যে কোনও যুদ্ধেই জয়-পরাজয় অনেকাংশে নির্ভর করে বাহিনীর রসদের (Military Logistics) সরবরাহ ও জোগানের উপর ৷ সোমবার সেনাবাহিনীর রসদ সংক্রান্ত সম্মেলনে (Army Logistics Conference) এই বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন ভারতের বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে (Indian Army Chief General Manoj Pande) ৷

Indian Army Chief General Manoj Pande highlights importance of logistics during war
General Manoj Pande: রসদের জোগান ও সরবরাহ যুদ্ধে সবথেকে জরুরি, বার্তা সেনাপ্রধানের
author img

By

Published : Sep 12, 2022, 4:21 PM IST

নয়াদিল্লি, 12 সেপ্টেম্বর: যুদ্ধক্ষেত্রে রসদের সরবরাহ ও জোগান অব্যাহত রাখা যে কতটা জরুরি, তা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ (Ukraine Russia War) থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷ এমনটাই মনে করেন ভারতের বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে (Indian Army Chief General Manoj Pande) ৷ সোমবার আয়োজিত সেনাবাহিনীর রসদ সংক্রান্ত সম্মেলনে (Army Logistics Conference) এই বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি ৷ সেনাপ্রধান বলেন, "এখন অবশ্য যুদ্ধে কিছুটা ভাটা পড়ার ইঙ্গিত দেখা যাচ্ছে ৷ তবে, যাঁরা দেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত, তাঁদের এখান থেকে অনেক কিছু শেখার আছে ৷ যেমন- শান্তি এবং সেনা অভিযানের তীব্রতা ও নাগাল সম্পূর্ণভাবে রসদ ও সামরিক সরঞ্জামের শক্তি, তৎপরতা ও ক্ষমতার উপর নির্ভর করে ৷ এটা এই শিক্ষার অন্যতম বিষয় ৷"

প্রসঙ্গত, সেনাবাহিনীর রসদকে (Army Logistics) সামরিক রসদও (Military Logistics) বলা হয় ৷ সেনাপ্রধান জানান, যে কোনও অভিযানের আগেই কিছু নির্দিষ্ট পরিকল্পনা করতে হয় ৷ বাস্তবে সেই পরিকল্পনা আদৌ কার্যকর করা সম্ভব হবে কিনা, তা নির্ভর করে সামরিক রসদের জোগান ও সরবরাহের উপর ৷ এর মধ্যে রয়েছে বাহিনীর সদস্য এবং সামগ্রীর সংগ্রহ, রক্ষণাবেক্ষণ, বিতরণ এবং প্রতিস্থাপন ৷ সেনাপ্রধানের কথায়, "শুধুমাত্র দু'টি বাহিনীর মধ্যে যুদ্ধ হয় না ৷ তার সঙ্গে জড়িয়ে থাকে একটি দেশের সমগ্র জাতির প্রচেষ্টা ৷ যেকোনও যুদ্ধ সংশ্লিষ্ট দেশের স্থায়িত্ব, জাতীয় সম্পদ এবং ক্ষমতার পরীক্ষা নেয় ৷ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে, যা ইতিমধ্য়েই অর্ধেক বছর পার করে ফেলেছে, তা দেখেই আমরা এই শিক্ষা নিতে পারি ৷ "

আরও পড়ুন: জমি ফেরত নিচ্ছে ইউক্রেন ! 3 হাজার বর্গকিলোমিটার পুনরুদ্ধার জেলেনস্কির সেনার

এটা মানতেই হবে যে, যুদ্ধের পরিণতি বহুলাংশে সংশ্লিষ্ট বাহিনীর রসদের সরবরাহের উপর নির্ভর করে ৷ সেই বাহিনীর সদস্যরা সময় মতো সঠিক স্থানে পৌঁছতে পারছেন কিনা, তাঁদের কাছে পর্যাপ্ত পরিমাণে সামরিক সরঞ্জাম এবং খাবার, পানীয় রয়েছে কিনা, এসবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷

এই প্রসঙ্গেই এদিন সেনাপ্রধান বলেন, "সামরিক পরিকাঠামো বাহিনীর সমস্ত প্রয়োজনীয় সামগ্রী তার সাধ্য মতো জুগিয়ে যাবে ৷ কিন্তু, সামরিক ক্ষেত্রের সঙ্গে অসামরিক ক্ষেত্রের মেলবন্ধনও অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ আগামী দিনে যাতে এই ধরনের অভিযান সফল হয়, তা নিশ্চিত করতে ভারতীয় শিল্প সমাজের সহযোগিতাও প্রয়োজন ৷"

নয়াদিল্লি, 12 সেপ্টেম্বর: যুদ্ধক্ষেত্রে রসদের সরবরাহ ও জোগান অব্যাহত রাখা যে কতটা জরুরি, তা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ (Ukraine Russia War) থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷ এমনটাই মনে করেন ভারতের বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে (Indian Army Chief General Manoj Pande) ৷ সোমবার আয়োজিত সেনাবাহিনীর রসদ সংক্রান্ত সম্মেলনে (Army Logistics Conference) এই বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি ৷ সেনাপ্রধান বলেন, "এখন অবশ্য যুদ্ধে কিছুটা ভাটা পড়ার ইঙ্গিত দেখা যাচ্ছে ৷ তবে, যাঁরা দেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত, তাঁদের এখান থেকে অনেক কিছু শেখার আছে ৷ যেমন- শান্তি এবং সেনা অভিযানের তীব্রতা ও নাগাল সম্পূর্ণভাবে রসদ ও সামরিক সরঞ্জামের শক্তি, তৎপরতা ও ক্ষমতার উপর নির্ভর করে ৷ এটা এই শিক্ষার অন্যতম বিষয় ৷"

প্রসঙ্গত, সেনাবাহিনীর রসদকে (Army Logistics) সামরিক রসদও (Military Logistics) বলা হয় ৷ সেনাপ্রধান জানান, যে কোনও অভিযানের আগেই কিছু নির্দিষ্ট পরিকল্পনা করতে হয় ৷ বাস্তবে সেই পরিকল্পনা আদৌ কার্যকর করা সম্ভব হবে কিনা, তা নির্ভর করে সামরিক রসদের জোগান ও সরবরাহের উপর ৷ এর মধ্যে রয়েছে বাহিনীর সদস্য এবং সামগ্রীর সংগ্রহ, রক্ষণাবেক্ষণ, বিতরণ এবং প্রতিস্থাপন ৷ সেনাপ্রধানের কথায়, "শুধুমাত্র দু'টি বাহিনীর মধ্যে যুদ্ধ হয় না ৷ তার সঙ্গে জড়িয়ে থাকে একটি দেশের সমগ্র জাতির প্রচেষ্টা ৷ যেকোনও যুদ্ধ সংশ্লিষ্ট দেশের স্থায়িত্ব, জাতীয় সম্পদ এবং ক্ষমতার পরীক্ষা নেয় ৷ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে, যা ইতিমধ্য়েই অর্ধেক বছর পার করে ফেলেছে, তা দেখেই আমরা এই শিক্ষা নিতে পারি ৷ "

আরও পড়ুন: জমি ফেরত নিচ্ছে ইউক্রেন ! 3 হাজার বর্গকিলোমিটার পুনরুদ্ধার জেলেনস্কির সেনার

এটা মানতেই হবে যে, যুদ্ধের পরিণতি বহুলাংশে সংশ্লিষ্ট বাহিনীর রসদের সরবরাহের উপর নির্ভর করে ৷ সেই বাহিনীর সদস্যরা সময় মতো সঠিক স্থানে পৌঁছতে পারছেন কিনা, তাঁদের কাছে পর্যাপ্ত পরিমাণে সামরিক সরঞ্জাম এবং খাবার, পানীয় রয়েছে কিনা, এসবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷

এই প্রসঙ্গেই এদিন সেনাপ্রধান বলেন, "সামরিক পরিকাঠামো বাহিনীর সমস্ত প্রয়োজনীয় সামগ্রী তার সাধ্য মতো জুগিয়ে যাবে ৷ কিন্তু, সামরিক ক্ষেত্রের সঙ্গে অসামরিক ক্ষেত্রের মেলবন্ধনও অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ আগামী দিনে যাতে এই ধরনের অভিযান সফল হয়, তা নিশ্চিত করতে ভারতীয় শিল্প সমাজের সহযোগিতাও প্রয়োজন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.