দেরাদুন, 19 নভেম্বর: যুদ্ধকালীন তৎপরতায় উত্তরকাশী টানেলে আটকে পড়া 40 জন শ্রমিককে উদ্ধার অভিযান অব্যাহত ৷ এবার উদ্ধার প্রক্রিয়ায় হাত লাগিয়েছে ভারতীয় সেনাও ৷ 320 মিটার ট্র্যাক নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের ৷ যাতে উদ্ধারকারীরা দ্রুত পথ দিয়ে শ্রমিকদের কাছে পৌঁছতে পারে ।
মেজর নামান নরুলা বলেন, "ভারতীয় সেনাবাহিনীকে সিল্কইয়ারা টানেল উদ্ধার অভিযানে নামানো হয়েছে ৷ পাহাড়ের চূড়ায় একটি ট্র্যাক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে । আমরা নির্মাণ কাজ শুরু করেছি এবং ট্র্যাকটির নির্মাণ কাজ শেষ হলেই ড্রিলিং শুরু করব । আমাদের নিজস্ব প্রায় 150 জন সেনা এই কাজে নিয়োজিত রয়েছে এবং প্রায় 320 মিটারের একটি ট্র্যাক তৈরি করতে হবে ৷ তারপর 80 থেকে 120 মিটার ড্রিল করা দরকার । আমরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করব এবং আগামিকাল সকাল 9 টার মধ্যে ট্র্যাক নির্মাণের কাজ শেষ হবে । যেখানেই গাছ মাঝখানে আসবে আমরা সেগুলি কেটে ফেলব ৷"
তিনি জানান, খনন কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের খাবার এবং জল সরবরাহ করা সহজ হবে ৷ তারপরে টানেল থেকে উদ্ধার কাজ-শুরু করা হবে । অন্যদিকে উদ্ধার অভিযানে রাজ্য প্রশাসন সিল্কইয়ারার এক গাছ কাটার বিশেষজ্ঞকে কাজে লাগাতে চলেছে । আশিক হুসেন নামে একজন গাছ কাটা বিশেষজ্ঞকে বন বিভাগ সিল্কইয়ারা টানেলে ডেকেছে এবং শীঘ্রই গাছ কাটার কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে । তাছাড়া প্রশাসনও টানেলের ওপরের অংশ থেকে ড্রিলিংয়ের মাধ্যমে শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা করছে ৷
উত্তরকাশীর ডিএফও ডিপি বালুনি বলেছেন, "আমরা আড়াআড়িভাবে শ্রমিকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলাম ৷ এখন আমরা উল্লম্বভাবেও সেখানে পৌঁছনোর চেষ্টা করব ৷ টানেলের ঠিক উপরে একটি জায়গা চিহ্নিত করা হয়েছে । সেখানে পৌঁছনোর জন্য ওখান থেকে একটি গর্ত ড্রিল করা হবে । গর্তটির গভীরতা প্রায় 300-350 ফুট হবে ৷"
আরও পড়ুন: