নয়াদিল্লি, 17 জুন: 'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme)-এর আওতায় প্রথম নিয়োগ প্রক্রিয়ার কাজ শুরু করতে চলেছে ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) ৷ চলতি মাসের 24 তারিখ থেকেই তারা এই নয়া নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেবে ৷
বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী (Air Chief Marshal VR Chaudhari) এই প্রসঙ্গে জানিয়েছেন, "আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই প্রকল্পের আওতায় আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে 23 বছর করা হয়েছে ৷ এর ফলে যুবসমাজ উপকৃত হবে ৷ আগামী 24 জুন থেকে বায়ুসেনায় নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে ৷"
আরও পড়ুন: CPIM on Agnipath Scheme : মোদি সরকারের অগ্নিপথ বাতিলের দাবিতে সরব সিপিএম
প্রসঙ্গত, চুক্তির ভিত্তিতে চার বছরের জন্য ভারতের সেনা, বায়ুসেনা ও নৌসেনায় নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এই প্রকল্পেরই পোশাকি নাম 'অগ্নিপথ প্রকল্প' ৷ কিন্তু, কেন্দ্রের এই ঘোষণার পরই প্রকল্পের বিরোধিতায় সরব হয় যুব সমাজের একাংশ ৷ বিহার, উত্তরপ্রদেশ-সহ দেশের নানা প্রান্তে প্রতিবাদ, বিক্ষোভ শুরু হয় ৷ তার জেরে কার্যত বাধ্য হয়েই নিয়োগের আবেদন জানানোর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 21 বছর থেকে বাড়িয়ে 23 বছর করা হয় ৷
উল্লেখ্য, করোনার কারণে গত দু'বছর নিয়োগ প্রক্রিয়া একেবারে বন্ধ রেখেছিল সেনাবাহিনী ৷ দ্রুত সেই প্রক্রিয়া ফের শুরু করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ তবে, করোনাকালেও গত দু'বছর নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রেখেছিল বায়ুসেনা ও নৌসেনা ৷ এবার অগ্নিপথ প্রকল্পের অধীনেও নিয়োগ করবে তারা ৷