ETV Bharat / bharat

দেশে আরও 7 কোভিড টিকা নিয়ে গবেষণা চলছে: স্বাস্থ্যমন্ত্রী - Harsh Vardhan

শুধু কোভিশিল্ড ও কোভ্যাকসিনই নয়, আরও 7 দেশীয় টিকা নিয়ে গবেষণা চলছে ভারতে। এ কথা জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। এ দিকে, গত 24 ঘণ্টায় 11,713 জন কোরোনায় সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে 95 জনের।

India Working On 7 More COVID-19 Vaccines: Health Minister
দেশে আরও 7 কোভিড টিকা নিয়ে গবেষণা চলছে: স্বাস্থ্যমন্ত্রী
author img

By

Published : Feb 7, 2021, 11:06 AM IST

দিল্লি, 7 ফেব্রুয়ারি: দেশে আরও 7টি কোভিড টিকার গবেষণা চলছে। জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি জানান, দেশের প্রতিটি নাগরিক যাতে দ্রুত কোরোনা টিকা পায়, সে জন্য আরও টিকা আবিষ্কারের চেষ্টা চলছে।

স্বাস্থ্যমন্ত্রীর কথায়, ''আমরা শুধু দুটো টিকার উপর নির্ভরশীল নই। কারণ দেশে আরও 7টি টিকা নিয়ে কাজ চলছে। আরও অনেক বেশি পরিমাণে টিকা তৈরির চেষ্টা করা হচ্ছে। ভারত বিরাট দেশ এবং প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছনোর জন্য আমাদের আরও টিকা প্রস্তুতকারক ও গবেষণার প্রয়োজন।''

তবে এখনই কোরোনা টিকা খোলা বাজারে ছাড়ার কোনও পরিকল্পনা কেন্দ্রের নেই বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। সে রকম প্রয়োজন বোধ করলে সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ভারতীয় টিকার অপেক্ষায় আরও 25টি দেশ : জয়শংকর

এ দিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পেশ করা রিপোর্টে জানানো হয়েছে, দেশে গত 24 ঘণ্টায় আরও 11,713 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন। তার ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে 1,08,14,304। মোট সেরে উঠেছেন 1,05,10,796 জন। ফলে দেশে সুস্থতার হার বর্তমানে 97.19 শতাংশ। বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 1,48,590। গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 95 জনের। ফলে দেশে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,54,918।

দিল্লি, 7 ফেব্রুয়ারি: দেশে আরও 7টি কোভিড টিকার গবেষণা চলছে। জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তিনি জানান, দেশের প্রতিটি নাগরিক যাতে দ্রুত কোরোনা টিকা পায়, সে জন্য আরও টিকা আবিষ্কারের চেষ্টা চলছে।

স্বাস্থ্যমন্ত্রীর কথায়, ''আমরা শুধু দুটো টিকার উপর নির্ভরশীল নই। কারণ দেশে আরও 7টি টিকা নিয়ে কাজ চলছে। আরও অনেক বেশি পরিমাণে টিকা তৈরির চেষ্টা করা হচ্ছে। ভারত বিরাট দেশ এবং প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছনোর জন্য আমাদের আরও টিকা প্রস্তুতকারক ও গবেষণার প্রয়োজন।''

তবে এখনই কোরোনা টিকা খোলা বাজারে ছাড়ার কোনও পরিকল্পনা কেন্দ্রের নেই বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। সে রকম প্রয়োজন বোধ করলে সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: ভারতীয় টিকার অপেক্ষায় আরও 25টি দেশ : জয়শংকর

এ দিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পেশ করা রিপোর্টে জানানো হয়েছে, দেশে গত 24 ঘণ্টায় আরও 11,713 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন। তার ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে 1,08,14,304। মোট সেরে উঠেছেন 1,05,10,796 জন। ফলে দেশে সুস্থতার হার বর্তমানে 97.19 শতাংশ। বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 1,48,590। গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 95 জনের। ফলে দেশে কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,54,918।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.