জোহানেসবার্গ, 3 জানুয়ারি : রেনবো নেশনে প্রথম টেস্ট সিরিজ জয় থেকে মাত্র এক কদম দূরে টিম ইন্ডিয়া ৷ সেঞ্চুরিয়নে 113 রানে ঐতিহাসিক জয়ের পর সোমবার থেকে শুরু হতে চলা জো'বার্গ টেস্ট জিতলেই ফের ইতিহাস গড়বে টিম ইন্ডিয়া ৷ তবে সেই ইতিহাসের সন্ধিক্ষণে দুঃসংবাদ ভারতীয় শিবিরে ৷ পিঠের চোটের কারণে পয়া ওয়ান্ডারার্সে নেই ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli opted out himself from Johannesburg Test due to upper back injury) ৷ পরিবর্তে দ্বিতীয় টেস্টে দলের ব্যাটন সামলাচ্ছেন কান্নুর লোকেশ রাহুল ৷ টস জিতে ওয়ান্ডারার্সে প্রথমে ব্যাটিং'য়ের সিদ্ধান্ত নিলেন দেশের 34তম টেস্ট অধিনায়ক ৷
বিরাটের জায়গায় দলে সুযোগ পেয়েছেন হনুমা বিহারী ৷ টসের সময় রাহুল জানিয়েছেন, পিঠের চোটের কারণেই বাইরে বসতে হচ্ছে রান মেশিনকে ৷ প্রথম টেস্টের দুই ইনিংসেই চেনা ছন্দে দেখা যায়নি বিরাটকে ৷ প্রথম ইনিংসে 35 এবং দ্বিতীয় ইনিংসে 18 রানেই সাজঘরে ফিরেছিলেন তিনি ৷ ওয়ান্ডারার্সে বিরাটের না-থাকা ভারতীয় ব্যাটিংয়ের বড় ক্ষতি, এনিয়ে কোনও সন্দেহ নেই ৷
বিরাট ছাড়া দলে আর কোনও পরিবর্তন করেনি ভারত ৷ রাহুল জানিয়েছেন, ফিজিও নজর রাখছেন বিরাটের চোটের ওপর ৷ পরের টেস্টের আগেই সম্ভবত সুস্থ হয়ে যাবেন তিনি ৷ অন্যদিকে দক্ষিণ আফ্রিকা শিবিরে কুইন্টন ডি'কক না-থাকায় গ্লাভস হাতে দায়িত্ব সামলাবেন কাইল ভার্নে ৷
-
Toss Update - KL Rahul has won the toss and elects to bat first in the 2nd Test.
— BCCI (@BCCI) January 3, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Captain Virat Kohli misses out with an upper back spasm.#SAvIND pic.twitter.com/2YarVIea4H
">Toss Update - KL Rahul has won the toss and elects to bat first in the 2nd Test.
— BCCI (@BCCI) January 3, 2022
Captain Virat Kohli misses out with an upper back spasm.#SAvIND pic.twitter.com/2YarVIea4HToss Update - KL Rahul has won the toss and elects to bat first in the 2nd Test.
— BCCI (@BCCI) January 3, 2022
Captain Virat Kohli misses out with an upper back spasm.#SAvIND pic.twitter.com/2YarVIea4H
আরও পড়ুন : আজ শুরু জোহানেসবার্গ টেস্ট, ইতিহাসের সন্ধিক্ষণে প্রত্যয়ী টিম ইন্ডিয়া
ভারতীয় দল : লোকেশ রাহুল (অধিনায়ক), ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটরক্ষক ), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জাসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজ ৷