ETV Bharat / bharat

Narendra Modi comments on Covid-19 : নতুন বছরে করোনার বিরুদ্ধে পূর্ণ শক্তিতে লড়াইয়ের বার্তা মোদির

2022 সালে করোনার বিরুদ্ধে পূর্ণ শক্তিতে লড়াই করবে ভারত (India will fight against Corona with all its strength) ৷ ইংরেজি নতুন বছরের প্রথম দিনে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi comments on Covid-19) ৷ একইসঙ্গে তুলে ধরলেন দেশের উন্নয়নের খতিয়ান ৷

india will fight against corona with all its strength in 2022, says prime minister narendra modi
Narendra Modi comments on Covid-19 : নতুন বছরে করোনার বিরুদ্ধে পূর্ণ শক্তিতে লড়াইয়ের বার্তা মোদির
author img

By

Published : Jan 1, 2022, 4:49 PM IST

নয়াদিল্লি, 1 জানুয়ারি : নতুন বছরে করোনার বিরুদ্ধে পূর্ণ শক্তিতে লড়াই করবে ভারত (India will fight against Corona with all its strength) ৷ সেইসঙ্গে দেশের স্বার্থকেও সুরক্ষিত রাখা হবে ৷ শনিবার ইংরেজি নববর্ষের প্রথম দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi comments on Covid-19) ৷ একইসঙ্গে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় প্রদেয় অনুদানের দশম কিস্তিও উপভোক্তাদের জন্য ছেড়ে দেন তিনি ৷ উল্লেখ্য, এই যোজনার আওতায় 10 কোটিরও বেশি কৃষককে 20 হাজার কোটি টাকার আর্থিক সহায়তা করা হচ্ছে ৷ গোটা দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা এতে উপকৃত হবেন বলেই আশা কেন্দ্রের ৷

আরও পড়ুন : PMs New Maybach Car : প্রধানমন্ত্রীর গাড়ির দাম নিয়ে খবর সঠিক নয়, দাবি কেন্দ্রীয় সূত্রের

শনিবার একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উপভোক্তাদের জন্য বরাদ্দ টাকা বণ্টনের জন্য ছাড়েন প্রধানমন্ত্রী ৷ আর তারপরই করোনা মোকাবিলায় দেশের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি ৷ দেশবাসীকে মনে করিয়ে দেন, কীভাবে অন্য়ান্য ক্ষেত্রেও ভারত এগিয়ে চলেছে ৷ মোদির দাবি, অতিমারি দেশের ‘গতি’ প্রতিহত করতে পারেনি ৷

নতুন বছরের প্রথম দিনে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে আরও একবার ডিজিট্যাল লেনদেন নিয়ে সরব হন প্রধানমন্ত্রী ৷ দেশের মানুষ ক্রমেই নগদের বদলে ডিজিট্যাল মাধ্যমে আর্থিক লেনদেন সারতে অভ্যস্থ হয়ে উঠছেন বলে দাবি করেন তিনি ৷ মোদি বলেন, ‘‘2021 সালে শুধুমাত্র ইউপিআই ব্যবস্থার মাধ্যমেই প্রায় 70 লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে ভারতে ৷ বর্তমানে দেশজুড়ে 50 হাজারেও বেশি নতুন উদ্যোগ শুরু করা হয়েছে ৷ এর মধ্যে অন্তত 10 হাজার সংস্থার পত্তন হয়েছে গত ছ’মাসের মধ্যে ৷’’

প্রধানমন্ত্রীর দাবি, ‘পিএম গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যান’ (PM Gatishakti National Master Plan) দেশের পরিকাঠামো নির্মাণ প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করেছে ৷ তিনি বলেন, ‘‘মেক ইন ইন্ডিয়ার ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে চিপ বা সেমিকন্ডাক্টর তৈরির মতো উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হাতে নেওয়া হয়েছে ৷’’ একইসঙ্গে, জলবায়ু পরিবর্তনের মতো গুরুতর ঘটনা রুখতে ভারত যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, তাও মনে করে দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ প্রসঙ্গত, আগেই মোদি বলেছিলেন, 2070 সালের মধ্যে ভারত শূন্য কার্বন নির্গমনের লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলবে ৷ তার জন্য ইতিমধ্যেই ভারতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন : Narendra Modi praises Yogi Adityanath : গঙ্গা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগী বন্দনায় মোদি

মোদি জানিয়েছেন, এই সময়ের মধ্যেই দেশে রেকর্ড পরিমাণ বিদেশি বিনিয়োগ এসেছে ৷ দেশের আর্থিক উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে মোদি বলেন, ‘‘আজ আমাদের দেশের আর্থিক উন্নয়নের হার 8 শতাংশেরও বেশি ৷ ভারতে রেকর্ড পরিমাণ বিদেশি বিনিয়োগ এসেছে ৷ এমনকী, জিএসটি আদায়ের ক্ষেত্রেও পুরনো সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে ৷ রফতানি বাণিজ্যের ক্ষেত্রেও আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি ৷ বিশেষ করে কৃষিজ পণ্যের রফতানিতে একথা বলতেই হয় ৷ সদ্য শেষ হওয়া বছর থেকে দেশের জৈব চাষের উপর বাড়তি জোর দেওয়া হয়েছে ৷’’

নয়াদিল্লি, 1 জানুয়ারি : নতুন বছরে করোনার বিরুদ্ধে পূর্ণ শক্তিতে লড়াই করবে ভারত (India will fight against Corona with all its strength) ৷ সেইসঙ্গে দেশের স্বার্থকেও সুরক্ষিত রাখা হবে ৷ শনিবার ইংরেজি নববর্ষের প্রথম দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi comments on Covid-19) ৷ একইসঙ্গে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় প্রদেয় অনুদানের দশম কিস্তিও উপভোক্তাদের জন্য ছেড়ে দেন তিনি ৷ উল্লেখ্য, এই যোজনার আওতায় 10 কোটিরও বেশি কৃষককে 20 হাজার কোটি টাকার আর্থিক সহায়তা করা হচ্ছে ৷ গোটা দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা এতে উপকৃত হবেন বলেই আশা কেন্দ্রের ৷

আরও পড়ুন : PMs New Maybach Car : প্রধানমন্ত্রীর গাড়ির দাম নিয়ে খবর সঠিক নয়, দাবি কেন্দ্রীয় সূত্রের

শনিবার একটি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উপভোক্তাদের জন্য বরাদ্দ টাকা বণ্টনের জন্য ছাড়েন প্রধানমন্ত্রী ৷ আর তারপরই করোনা মোকাবিলায় দেশের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি ৷ দেশবাসীকে মনে করিয়ে দেন, কীভাবে অন্য়ান্য ক্ষেত্রেও ভারত এগিয়ে চলেছে ৷ মোদির দাবি, অতিমারি দেশের ‘গতি’ প্রতিহত করতে পারেনি ৷

নতুন বছরের প্রথম দিনে দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে আরও একবার ডিজিট্যাল লেনদেন নিয়ে সরব হন প্রধানমন্ত্রী ৷ দেশের মানুষ ক্রমেই নগদের বদলে ডিজিট্যাল মাধ্যমে আর্থিক লেনদেন সারতে অভ্যস্থ হয়ে উঠছেন বলে দাবি করেন তিনি ৷ মোদি বলেন, ‘‘2021 সালে শুধুমাত্র ইউপিআই ব্যবস্থার মাধ্যমেই প্রায় 70 লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে ভারতে ৷ বর্তমানে দেশজুড়ে 50 হাজারেও বেশি নতুন উদ্যোগ শুরু করা হয়েছে ৷ এর মধ্যে অন্তত 10 হাজার সংস্থার পত্তন হয়েছে গত ছ’মাসের মধ্যে ৷’’

প্রধানমন্ত্রীর দাবি, ‘পিএম গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যান’ (PM Gatishakti National Master Plan) দেশের পরিকাঠামো নির্মাণ প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করেছে ৷ তিনি বলেন, ‘‘মেক ইন ইন্ডিয়ার ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে চিপ বা সেমিকন্ডাক্টর তৈরির মতো উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হাতে নেওয়া হয়েছে ৷’’ একইসঙ্গে, জলবায়ু পরিবর্তনের মতো গুরুতর ঘটনা রুখতে ভারত যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, তাও মনে করে দিয়েছেন নরেন্দ্র মোদি ৷ প্রসঙ্গত, আগেই মোদি বলেছিলেন, 2070 সালের মধ্যে ভারত শূন্য কার্বন নির্গমনের লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলবে ৷ তার জন্য ইতিমধ্যেই ভারতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন : Narendra Modi praises Yogi Adityanath : গঙ্গা এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগী বন্দনায় মোদি

মোদি জানিয়েছেন, এই সময়ের মধ্যেই দেশে রেকর্ড পরিমাণ বিদেশি বিনিয়োগ এসেছে ৷ দেশের আর্থিক উন্নয়নের খতিয়ান দিতে গিয়ে মোদি বলেন, ‘‘আজ আমাদের দেশের আর্থিক উন্নয়নের হার 8 শতাংশেরও বেশি ৷ ভারতে রেকর্ড পরিমাণ বিদেশি বিনিয়োগ এসেছে ৷ এমনকী, জিএসটি আদায়ের ক্ষেত্রেও পুরনো সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে ৷ রফতানি বাণিজ্যের ক্ষেত্রেও আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি ৷ বিশেষ করে কৃষিজ পণ্যের রফতানিতে একথা বলতেই হয় ৷ সদ্য শেষ হওয়া বছর থেকে দেশের জৈব চাষের উপর বাড়তি জোর দেওয়া হয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.