হায়দরাবাদ, 1 মে : রবিবার দেখা মিলল না ঈদের চাঁদের ৷ তাই সোমবারের পরিবর্তে দেশে খুশির ঈদ পালিত হবে 3 মে অর্থাৎ মঙ্গলবার (India will celebrate Eid on Tuesday) ৷ দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানার হিলাল কমিটির তরফে জানানো হয়েছে রবিবার চাঁদের দেখা না মেলায় 3 তারিখ পালিত হবে ঈদ ৷ আন্দামান-নিকোবর থেকেও দেখা মিলেনি ঈদের চাঁদের ৷
আরও পড়ুন : ঈদের দিন বিশেষ পরিষেবার ঘোষণা কলকাতা মেট্রোর
তবে ভারতে পালিত না হলেও বিশ্বের বেশকিছু দেশে সোমবারই পালিত হবে ঈদ ৷ সেই তালিকায় রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ব্রুনেই, মালয়েশিয়া, ফিলিপিন্স, কাতার, কুয়েত, বাহরিন, জর্ডন, মরক্কো, মাসকট, ইয়েমেন, সুদান, তিউনেশিয়া, সিরিয়া, ইরাক, প্যালেস্তাইন ৷