ETV Bharat / bharat

PM Modi on Developed India 2047 সালের মধ্যেই উন্নত দেশ হবে ভারত, আশাবাদী নমো - India will be developed nation by 2047

2047 সালের মধ্যেই উন্নত দেশ হবে ভারত (PM Modi)৷ গুজরাতের ভুজে একটি 4,400 কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনে গিয়ে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi on Developed India 2047)৷

India will be developed nation by 2047,says PM Modi
2047 সালের মধ্যেই উন্নত দেশ হবে ভারত, আশাবাদী নমো
author img

By

Published : Aug 29, 2022, 12:15 PM IST

কচ্ছ (গুজরাত), 29 অগস্ট: আজ বেশকিছু ঘাটতি বা ত্রুটি থাকলেও 2047 সালের মধ্যে উন্নত দেশ হয়ে উঠবে ভারত (India will be developed nation by 2047)৷ আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গুজরাতে একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে দেশের উন্নয়নের সফরকে তুলে ধরে এমনই দাবি করলেন নমো (PM Modi on Developed India 2047)৷

ভুজে প্রায় 4,400 কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi hopeful of Developed India by 2047)৷ তার আগে সেখানেই স্মৃতি ভান মেমোরিয়ালেরও উদ্বোধন করেন তিনি ৷ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আমি লাল কেল্লা থেকে বলেছিলাম যে, ভারত 2047 সালের মধ্যে একটি উন্নত দেশ হবে ৷ আপনারা দেখতে পেয়েছেন যে মৃত্যু এবং বিপর্যয়ের মধ্যেও আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা আজ তার ফল পাচ্ছি । একইভাবে, আমরা আজ যা সংকল্প করেছি, অবশ্যই 2047 সালে তার ফল পাব ৷"

তিনি আরও বলেন, ভুজের স্মৃতি ভান মেমোরিয়াল এবং আনজারের বীর বল স্মারক কচ্ছ, গুজরাত ও গোটা দেশের বেদনার প্রতীক । আনজর স্মৃতিসৌধের ধারণাটি মাথার আসার পর সম্পূর্ণ স্বেচ্ছাসেবী কাজ অর্থাৎ 'কর সেবা'-র মাধ্যমে স্মৃতিসৌধটি সম্পূর্ণ করার জন্য প্রস্তাব নেওয়া হয়েছিল, তাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী (PM Modi)।

আরও পড়ুন: মোদির কথা আর কাজের মধ্যে কোনও মিল নেই, খাদি মন্তব্যে বিঁধলেন রাগা

গুজরাতের বিধ্বংসী ভূমিকম্পের বার্ষিকীর প্রাক্কালে সেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের স্মৃতিচারণ করে মোদি বলেন, "আমার মনে আছে যখন ভূমিকম্প হয়েছিল, আমি দ্বিতীয় দিনেই এখানে পৌঁছেছিলাম । আমি তখন মুখ্যমন্ত্রী ছিলাম না, দলের সাধারণ কর্মী ছিলাম । আমি জানতাম না কীভাবে এবং কতজনকে আমি সাহায্য করতে সক্ষম হব । তবে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই দুঃখের সময়ে আমি আপনাদের সবার মাঝে থাকব । যখন আমি মুখ্যমন্ত্রী হলাম, তখন সেবার এই অভিজ্ঞতা আমাকে অনেক সাহায্য করেছিল ।"

2001 সালের ধ্বংসলীলার পর থেকে যে অবিশ্বাস্য কাজের মধ্য দিয়ে কচ্ছে পুনর্নির্মাণ প্রক্রিয়া চলেছে সে কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, 2003 সালে কচ্ছে ক্রান্তিগুরু শ্যামজি কৃষ্ণবর্মা বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছিল, 35টিরও বেশি নতুন কলেজ প্রতিষ্ঠিত হয়েছে । এলাকার ভূমিকম্প প্রতিরোধী জেলা হাসপাতাল এবং এলাকার 200টিরও বেশি ক্লিনিকের কথাও উল্লেখ করেন নমো ৷ জানান, প্রতিটি পরিবার পায় নর্মদার বিশুদ্ধ জল ৷

কচ্ছ (গুজরাত), 29 অগস্ট: আজ বেশকিছু ঘাটতি বা ত্রুটি থাকলেও 2047 সালের মধ্যে উন্নত দেশ হয়ে উঠবে ভারত (India will be developed nation by 2047)৷ আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ গুজরাতে একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে দেশের উন্নয়নের সফরকে তুলে ধরে এমনই দাবি করলেন নমো (PM Modi on Developed India 2047)৷

ভুজে প্রায় 4,400 কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi hopeful of Developed India by 2047)৷ তার আগে সেখানেই স্মৃতি ভান মেমোরিয়ালেরও উদ্বোধন করেন তিনি ৷ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "আমি লাল কেল্লা থেকে বলেছিলাম যে, ভারত 2047 সালের মধ্যে একটি উন্নত দেশ হবে ৷ আপনারা দেখতে পেয়েছেন যে মৃত্যু এবং বিপর্যয়ের মধ্যেও আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা আজ তার ফল পাচ্ছি । একইভাবে, আমরা আজ যা সংকল্প করেছি, অবশ্যই 2047 সালে তার ফল পাব ৷"

তিনি আরও বলেন, ভুজের স্মৃতি ভান মেমোরিয়াল এবং আনজারের বীর বল স্মারক কচ্ছ, গুজরাত ও গোটা দেশের বেদনার প্রতীক । আনজর স্মৃতিসৌধের ধারণাটি মাথার আসার পর সম্পূর্ণ স্বেচ্ছাসেবী কাজ অর্থাৎ 'কর সেবা'-র মাধ্যমে স্মৃতিসৌধটি সম্পূর্ণ করার জন্য প্রস্তাব নেওয়া হয়েছিল, তাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী (PM Modi)।

আরও পড়ুন: মোদির কথা আর কাজের মধ্যে কোনও মিল নেই, খাদি মন্তব্যে বিঁধলেন রাগা

গুজরাতের বিধ্বংসী ভূমিকম্পের বার্ষিকীর প্রাক্কালে সেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের স্মৃতিচারণ করে মোদি বলেন, "আমার মনে আছে যখন ভূমিকম্প হয়েছিল, আমি দ্বিতীয় দিনেই এখানে পৌঁছেছিলাম । আমি তখন মুখ্যমন্ত্রী ছিলাম না, দলের সাধারণ কর্মী ছিলাম । আমি জানতাম না কীভাবে এবং কতজনকে আমি সাহায্য করতে সক্ষম হব । তবে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই দুঃখের সময়ে আমি আপনাদের সবার মাঝে থাকব । যখন আমি মুখ্যমন্ত্রী হলাম, তখন সেবার এই অভিজ্ঞতা আমাকে অনেক সাহায্য করেছিল ।"

2001 সালের ধ্বংসলীলার পর থেকে যে অবিশ্বাস্য কাজের মধ্য দিয়ে কচ্ছে পুনর্নির্মাণ প্রক্রিয়া চলেছে সে কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন, 2003 সালে কচ্ছে ক্রান্তিগুরু শ্যামজি কৃষ্ণবর্মা বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছিল, 35টিরও বেশি নতুন কলেজ প্রতিষ্ঠিত হয়েছে । এলাকার ভূমিকম্প প্রতিরোধী জেলা হাসপাতাল এবং এলাকার 200টিরও বেশি ক্লিনিকের কথাও উল্লেখ করেন নমো ৷ জানান, প্রতিটি পরিবার পায় নর্মদার বিশুদ্ধ জল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.