কলকাতা, 2 সেপ্টেম্বর: হংকংকে 155 রানের বিরাট ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে উঠল পাকিস্তান (Pakistan beats Hong kong in Asia Cup Match )৷ ফলে ফের এই প্রতিযোগিতায় মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান (India vs Pakistan in Asia Cup) ৷ রবিবার সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ৷ গত রবিবার এই এশিয়া কাপের ম্যাচেই পাকিস্তানকে হারিয়েছিল টিম ইন্ডিয়া ৷
আরও পড়ুন: চোটের জেরে এশিয়া কাপের বাইরে জাদেজা, দলে এলেন অক্ষর
এদিনের ম্যাচে টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠায় হংকং ৷ 2 উইকেট হারিয়ে 193 রান তোলে পাকিস্তান ৷ জবাবে ব্যাট করতে নেমে 10 ওভার 4 বলে মাত্র 38 রানেই শেষ হয়ে যায় হংকংয়ের ইনিংস ৷ টি-টোয়েন্টি ফরম্যাটে যে এশিয়া কাপ হচ্ছে সেখানে এটাই কোনও দলের সর্বনিম্ন রান (Asia Cup 2022) ৷
সুপার ফোরে ভারতের পরের ম্যাচগুলি হল মঙ্গলবার ও বৃহস্পতিবার যথাক্রমে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিরুদ্ধে ৷ রোহিত অ্যান্ড কোং সুপার ফোরের তিনটি ম্যাচই খেলবে দুবাইয়ে ৷