নয়াদিল্লি, 4 মার্চ : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি না-হলে সেখান থেকে ভারতীয়দের ফিরিয়ে না আসা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে ৷ কার্যত মেনে নিল ভারত সরকার ৷ শুক্রবার বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এই কথা জানিয়েছেন ৷ তাই বিদেশমন্ত্রকের তরফে রাশিয়া ও ইউক্রেন দুইপক্ষের কাছে স্থানীয়ভাবে যুদ্ধবিরতির আবেদন করেছেন, যাতে সেখানে আটকে পড়া ভারতীয় এবং পড়ুয়াদের নিরাপদে দেশে ফিরিয়ে আনা যায় (India Urges Russia and Ukraine to ceasefire for Evacuation Stranded Indians from Ukraine) ৷
এদিন ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী ৷ তিনি সেখানে পড়ুয়াদের ফেরত আনার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ৷ তিনি জানান, পূর্ব ইউক্রেনের খারকিভ ও পিসোচিনে আটকে পড়া ভারতীয়দের ফেরানোতেই সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে ৷ কিছু বাসের ব্যবস্থা করা হয়েছে ৷ ইতিমধ্যে পাঁচটি বাস কাজ শুরু দিয়েছে ৷ খুব শীঘ্রই আরও বাস কাজ শুরু করবে ৷ পিসোচিনে 900 থেকে 1000 ভারতীয় আটকে রয়েছেন ৷ সুমিতেও আটকে রয়েছেন সাতশোর বেশি ভারতীয় ৷ সুমি নিয়েও ভারত চিন্তিত ৷
-
(Evacuation) It looks difficult without a ceasefire. We urge the parties concerned- Ukraine & Russia, to have a local ceasefire at least, so that we can evacuate our people, students: MEA#UkraineRussianWar pic.twitter.com/6chIWsh88i
— ANI (@ANI) March 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">(Evacuation) It looks difficult without a ceasefire. We urge the parties concerned- Ukraine & Russia, to have a local ceasefire at least, so that we can evacuate our people, students: MEA#UkraineRussianWar pic.twitter.com/6chIWsh88i
— ANI (@ANI) March 4, 2022(Evacuation) It looks difficult without a ceasefire. We urge the parties concerned- Ukraine & Russia, to have a local ceasefire at least, so that we can evacuate our people, students: MEA#UkraineRussianWar pic.twitter.com/6chIWsh88i
— ANI (@ANI) March 4, 2022
একই সঙ্গে তিনি জানিয়েছেন যে ভারতীয়দের সীমান্ত পর্যন্ত পৌঁছে দিতে ইউক্রেন কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে ৷ কিন্তু তাঁরা এখনও পর্যন্ত সেই অনুরোধে কান দেয়নি ৷ সেই কারণে বাসের ব্যবস্থা করা হচ্ছে ৷
অন্যদিকে তিনি জানান, এখনও পর্যন্ত 20 হাজারের বেশি পড়ুয়াকে দেশে ফেরানো সম্ভব হয়েছে (Operation Ganga to Evacuate Stranded Indians from Ukraine) ৷ আগামী 24 ঘণ্টায় 16টি বিমানের ব্যবস্থা করা হয়েছে আরও ভারতীয়কে ফেরাতে ৷ এর মধ্যে বায়ুসেনার সি-17 বিমানও রয়েছে ৷
বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে ভারত ছাড়াও বাংলাদেশের একজন নাগরিককে ফেরানো হয়েছে ৷ নেপালের তরফ থেকেও সাহায্যের আবেদন করা হয়েছে ৷ এখনও 2-3 হাজার ভারতীয় আটকে ইউক্রেনে ৷ তাঁদেরও দ্রুত ফেরানোর চেষ্টা করা হচ্ছে ৷
আরও পড়ুন : India Govt on Stranded Students : ইউক্রেন থেকে সব ভারতীয়কে দ্রুত ফেরাতে চায় ভারত, জানাল বিদেশমন্ত্রক