ETV Bharat / bharat

India to resume International flight : 15 ডিসেম্বর থেকে ফের চালু আন্তর্জাতিক বিমান পরিষেবা - 15 ডিসেম্বর চালু বিমান পরিষেবা

ফের স্বাভাবিক হচ্ছে দেশের আন্তর্জাতিক বিমান চলাচল (India to resume International flight) ৷ ভারত থেকে যাতায়াত করবে ভিন দেশের বিমান ৷ যদিও কয়েকটি দেশকে ঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছে বিমানমন্ত্রক ৷

international passenger flights
শুরু হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা
author img

By

Published : Nov 27, 2021, 9:57 AM IST

Updated : Nov 27, 2021, 2:09 PM IST

নয়াদিল্লি, 27 নভেম্বর : ফের শুরু আন্তর্জাতিক উড়ান ৷ শুক্রবার অসামরিক বিমানমন্ত্রক (Civil Aviation Ministry) জানিয়েছে, ভারতে আন্তর্জাতিক বিমান যাওয়া-আসা শুরু হবে 15 ডিসেম্বর (India to resume International flight) ৷

গত বছরের 23 মার্চ কোভিড-19 প্যানডেমিকের কারণে ভারতের আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করা হয়েছিল ৷ যদিও গত বছরের জুলাই থেকে 'এয়ার বাবল ব্যবস্থার' (air bubble arrangements) মাধ্যমে প্রায় 28টি দেশের সঙ্গে বিশেষ যাত্রী বিমানের যাতায়াত চালু ছিল ৷

আরও পড়ুন : New Variant of COVID: ডেল্টার চেয়েও ভয়ঙ্কর, করোনার নয়া রূপ ঘিরে আতঙ্ক

একটি নির্দেশিকায় অসামরিক বিমান মন্ত্রক জানিয়েছে, ভারত থেকে এবং ভারতে আসা বাণিজ্যিক আন্তর্জাতিক যাত্রী পরিষেবার বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক, বিদেশমন্ত্রক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের সঙ্গে আলোচনা করা হয়েছে ৷ এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষাও চালানো হয়েছে ৷ এরপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ভারত থেকে এবং ভারতে আসা বাণিজ্যিক আন্তর্জাতিক যাত্রী পরিষেবা 15 ডিসেম্বর, 2021 থেকে শুরু করা যেতে পারে (international flights from december) ৷

সূত্রে জানা গিয়েছে, ইউরোপের বেশ কিছু দেশ সমেত মোট 16টি দেশকে 'ঝুঁকিপূর্ণ' (at-risk) তালিকায় রেখেছে ভারত ৷ এই দেশগুলির সঙ্গে বিমান ওঠা-নামার ক্ষেত্রে 'বন্দে ভারত মিশন'-এর (Vande Bharat Mission) অধীনে 'এয়ার বাবল ব্যবস্থা' (Air Bubbles) মেনে চলা হবে ৷ ঝুঁকিপূর্ণ দেশগুলি হল ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাংলাদেশ, বতসোয়ানা, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাওয়ে, সিঙ্গাপুর, হংকং এবং ইজ়রায়েল ৷

কোভিড প্যানডেমিকের সময় বিভিন্ন দেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে 'বন্দে ভারত মিশন' চালু করেছিল কেন্দ্রীয় সরকার ৷ এই সময় বিভিন্ন দেশের সঙ্গে 'এয়ার বাবল ব্যবস্থা' নিয়ে চুক্তি করে ভারত ৷

নয়াদিল্লি, 27 নভেম্বর : ফের শুরু আন্তর্জাতিক উড়ান ৷ শুক্রবার অসামরিক বিমানমন্ত্রক (Civil Aviation Ministry) জানিয়েছে, ভারতে আন্তর্জাতিক বিমান যাওয়া-আসা শুরু হবে 15 ডিসেম্বর (India to resume International flight) ৷

গত বছরের 23 মার্চ কোভিড-19 প্যানডেমিকের কারণে ভারতের আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ করা হয়েছিল ৷ যদিও গত বছরের জুলাই থেকে 'এয়ার বাবল ব্যবস্থার' (air bubble arrangements) মাধ্যমে প্রায় 28টি দেশের সঙ্গে বিশেষ যাত্রী বিমানের যাতায়াত চালু ছিল ৷

আরও পড়ুন : New Variant of COVID: ডেল্টার চেয়েও ভয়ঙ্কর, করোনার নয়া রূপ ঘিরে আতঙ্ক

একটি নির্দেশিকায় অসামরিক বিমান মন্ত্রক জানিয়েছে, ভারত থেকে এবং ভারতে আসা বাণিজ্যিক আন্তর্জাতিক যাত্রী পরিষেবার বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক, বিদেশমন্ত্রক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রকের সঙ্গে আলোচনা করা হয়েছে ৷ এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষাও চালানো হয়েছে ৷ এরপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ভারত থেকে এবং ভারতে আসা বাণিজ্যিক আন্তর্জাতিক যাত্রী পরিষেবা 15 ডিসেম্বর, 2021 থেকে শুরু করা যেতে পারে (international flights from december) ৷

সূত্রে জানা গিয়েছে, ইউরোপের বেশ কিছু দেশ সমেত মোট 16টি দেশকে 'ঝুঁকিপূর্ণ' (at-risk) তালিকায় রেখেছে ভারত ৷ এই দেশগুলির সঙ্গে বিমান ওঠা-নামার ক্ষেত্রে 'বন্দে ভারত মিশন'-এর (Vande Bharat Mission) অধীনে 'এয়ার বাবল ব্যবস্থা' (Air Bubbles) মেনে চলা হবে ৷ ঝুঁকিপূর্ণ দেশগুলি হল ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাংলাদেশ, বতসোয়ানা, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাওয়ে, সিঙ্গাপুর, হংকং এবং ইজ়রায়েল ৷

কোভিড প্যানডেমিকের সময় বিভিন্ন দেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে 'বন্দে ভারত মিশন' চালু করেছিল কেন্দ্রীয় সরকার ৷ এই সময় বিভিন্ন দেশের সঙ্গে 'এয়ার বাবল ব্যবস্থা' নিয়ে চুক্তি করে ভারত ৷

Last Updated : Nov 27, 2021, 2:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.