ETV Bharat / bharat

Defence Expo 2022 : 12তম প্রতিরক্ষা প্রদর্শনীতে দেশের সাফল্য তুলে ধরাই লক্ষ্য রাজনাথের - প্রতিরক্ষা প্রদর্শনী 2022

আগামী বছরের 11 থেকে 13 মার্চ গুজরাতের গান্ধিনগরে অনুষ্ঠিত হবে 12তম প্রতিরক্ষা প্রদর্শনী ৷ সেখানে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের উন্নতি তুলে ধরা হবে ৷ এবারের প্রদর্শনীর থিম, ‘ভারত : প্রতিরক্ষা উৎপাদনের ক্রমবর্ধমান কেন্দ্র’ ৷

India to highlight achievements in defence technology at Defexpo in Gujarat
Defence Expo 2022 : 12তম প্রতিরক্ষা প্রদর্শনীতে দেশের সাফল্য তুলে ধরাই লক্ষ্য ভারতের
author img

By

Published : Oct 25, 2021, 8:46 PM IST

নয়াদিল্লি, 25 অক্টোবর : আগামী বছর গুজরাতে আয়োজিত হতে চলেছে প্রতিরক্ষা প্রদর্শনী ৷ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা কতটা উন্নত হয়েছে, তারই ঝলক পাওয়া যাবে এই প্রদর্শনীতে ৷ সোমবার একথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ৷ আগামী বছর গুজরাতের গান্ধিনগরে এই প্রদর্শনীর আয়োজন করা হবে ৷ তিনদিনের এই কর্মসূচি চলবে 11 মার্চ থেকে 13 মার্চ ৷

আরও পড়ুন : Rajnath Singh : মহাত্মা গান্ধির নির্দেশে ব্রিটিশের কাছে পিটিশন ফাইল করেছিলেন সাভারকর : রাজনাথ সিং

রাজনাথ জানান, গত পাঁচ বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের রফতানি বেড়েছে 334 শতাংশ ৷ এখন বিশ্বের 75টিরও বেশি দেশে প্রতিরক্ষা সংক্রান্ত যন্ত্রাংশ সরবরাহ করে ভারত ৷ প্রতিরক্ষামন্ত্রীর বার্তা, ভারতের উৎপাদিত সামরিক যন্ত্রাংশের মান উন্নত হওয়াতেই তার চাহিদা বেড়েছে ৷ রাজনাথের দাবি, প্রতিরক্ষা ক্ষেত্রে গত পাঁচ থেকে সাত বছরের মধ্য়ে ভারত যে প্রভূত উন্নতি করেছে, তারই প্রমাণ মিলবে আগামী বছরের প্রদর্শনীতে ৷ সেখানে একই ছাদের নীচে সমস্ত সেরা প্রযুক্তি তুলে ধরা হবে ৷ সূত্রের খবর, দেশ ও বিদেশের নামী অস্ত্র প্রস্তুতকারী সংস্থাগুলি এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে ৷

প্রসঙ্গত, এবার এই প্রদর্শনী 12 বছরে পা দিতে চলেছে ৷ এর আগে গত বছর 11তম প্রতিরক্ষা প্রদর্শনীর আয়োজন করা হয় উত্তরপ্রদেশের লখনউয়ে ৷ 2022 সালের প্রতিরক্ষা প্রদর্শনীর থিম হল, ‘ভারত : প্রতিরক্ষা উৎপাদনের ক্রমবর্ধমান কেন্দ্র’ ৷ সরকারের আশা, এই প্রদর্শনীর মাধ্যমে সামরিক পণ্য উৎপাদনের ক্ষেত্রে ভারতের ভিত আরও পোক্ত হবে ৷ উল্লেখ্য, সামরিক ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করতে গত কয়েক বছর ধরেই একের পর এক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার ৷ পরবর্তী প্রতিরক্ষা প্রদর্শনীতে তারই প্রভাব দেখা যাবে বলে আশাবাদী প্রতিরক্ষামন্ত্রী ৷

আরও পড়ুন : Rajnath Singh: ছায়াযুদ্ধ চালাচ্ছে পাকিস্তান ! কাবুল প্রশ্নে কৌশল বদলের ভাবনা দিল্লির

গত বছর অগস্ট মাসে রাজনাথ সিং ঘোষণা করেছিলেন, সমরাস্ত্র-সহ যুদ্ধে ব্যবহৃত 101টি পরিকাঠামো আর বিদেশ থেকে আমদানি করবে না ভারত ৷ বদলে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সেইসব সামগ্রী তৈরি করা হবে ভারতের মাটিতেই ৷ এর মধ্যে রয়েছে অত্যাধুনিক হাতিয়ার, যুদ্ধক্ষেত্রে যাতায়াতের জন্য ব্যবহৃত বিমান, হালকা ওজনের সশস্ত্র হেলিকপ্টার, ডুবোজাহাজ, জাহাজ ধংসকারী ক্ষেপণাস্ত্র এবং সোনার ব্যবস্থা ৷ 2024 সালের মধ্যেই এই সমস্ত পরিকাঠামো তৈরির কাজ শেষ করে ফেলতে চায় কেন্দ্র ৷ এছাড়াও, গত বছর মে মাসে করোনা আবহের মধ্যেই প্রতিরক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ 49 শতাংশ থেকে বাড়িয়ে 74 শতাংশ করে তারা ৷

নয়াদিল্লি, 25 অক্টোবর : আগামী বছর গুজরাতে আয়োজিত হতে চলেছে প্রতিরক্ষা প্রদর্শনী ৷ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা কতটা উন্নত হয়েছে, তারই ঝলক পাওয়া যাবে এই প্রদর্শনীতে ৷ সোমবার একথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ৷ আগামী বছর গুজরাতের গান্ধিনগরে এই প্রদর্শনীর আয়োজন করা হবে ৷ তিনদিনের এই কর্মসূচি চলবে 11 মার্চ থেকে 13 মার্চ ৷

আরও পড়ুন : Rajnath Singh : মহাত্মা গান্ধির নির্দেশে ব্রিটিশের কাছে পিটিশন ফাইল করেছিলেন সাভারকর : রাজনাথ সিং

রাজনাথ জানান, গত পাঁচ বছরে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের রফতানি বেড়েছে 334 শতাংশ ৷ এখন বিশ্বের 75টিরও বেশি দেশে প্রতিরক্ষা সংক্রান্ত যন্ত্রাংশ সরবরাহ করে ভারত ৷ প্রতিরক্ষামন্ত্রীর বার্তা, ভারতের উৎপাদিত সামরিক যন্ত্রাংশের মান উন্নত হওয়াতেই তার চাহিদা বেড়েছে ৷ রাজনাথের দাবি, প্রতিরক্ষা ক্ষেত্রে গত পাঁচ থেকে সাত বছরের মধ্য়ে ভারত যে প্রভূত উন্নতি করেছে, তারই প্রমাণ মিলবে আগামী বছরের প্রদর্শনীতে ৷ সেখানে একই ছাদের নীচে সমস্ত সেরা প্রযুক্তি তুলে ধরা হবে ৷ সূত্রের খবর, দেশ ও বিদেশের নামী অস্ত্র প্রস্তুতকারী সংস্থাগুলি এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে ৷

প্রসঙ্গত, এবার এই প্রদর্শনী 12 বছরে পা দিতে চলেছে ৷ এর আগে গত বছর 11তম প্রতিরক্ষা প্রদর্শনীর আয়োজন করা হয় উত্তরপ্রদেশের লখনউয়ে ৷ 2022 সালের প্রতিরক্ষা প্রদর্শনীর থিম হল, ‘ভারত : প্রতিরক্ষা উৎপাদনের ক্রমবর্ধমান কেন্দ্র’ ৷ সরকারের আশা, এই প্রদর্শনীর মাধ্যমে সামরিক পণ্য উৎপাদনের ক্ষেত্রে ভারতের ভিত আরও পোক্ত হবে ৷ উল্লেখ্য, সামরিক ক্ষেত্রে দেশকে আত্মনির্ভর করতে গত কয়েক বছর ধরেই একের পর এক পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার ৷ পরবর্তী প্রতিরক্ষা প্রদর্শনীতে তারই প্রভাব দেখা যাবে বলে আশাবাদী প্রতিরক্ষামন্ত্রী ৷

আরও পড়ুন : Rajnath Singh: ছায়াযুদ্ধ চালাচ্ছে পাকিস্তান ! কাবুল প্রশ্নে কৌশল বদলের ভাবনা দিল্লির

গত বছর অগস্ট মাসে রাজনাথ সিং ঘোষণা করেছিলেন, সমরাস্ত্র-সহ যুদ্ধে ব্যবহৃত 101টি পরিকাঠামো আর বিদেশ থেকে আমদানি করবে না ভারত ৷ বদলে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সেইসব সামগ্রী তৈরি করা হবে ভারতের মাটিতেই ৷ এর মধ্যে রয়েছে অত্যাধুনিক হাতিয়ার, যুদ্ধক্ষেত্রে যাতায়াতের জন্য ব্যবহৃত বিমান, হালকা ওজনের সশস্ত্র হেলিকপ্টার, ডুবোজাহাজ, জাহাজ ধংসকারী ক্ষেপণাস্ত্র এবং সোনার ব্যবস্থা ৷ 2024 সালের মধ্যেই এই সমস্ত পরিকাঠামো তৈরির কাজ শেষ করে ফেলতে চায় কেন্দ্র ৷ এছাড়াও, গত বছর মে মাসে করোনা আবহের মধ্যেই প্রতিরক্ষা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ 49 শতাংশ থেকে বাড়িয়ে 74 শতাংশ করে তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.