ETV Bharat / bharat

একাধিক ব্রাহ্মোস সুপারসনিক মিজ়াইলের পরীক্ষা করবে ভারত - ভারত মহাসাগর

সরকারি সূত্রে খবর, প্রতিরক্ষা বিভাগ ভারত মহাসাগরে ব্রাহ্মোস মিজ়াইলের বেশকয়েকটি ফায়ার টেস্ট করবে এই মাসের শেষ সপ্তাহে ৷ যাতে মিজ়াইলের পারফরম্যান্স পরিবর্তীকালে আরো নিখুঁত করে তোলা যায় ৷ শেষ দু’মাসে নতুন ও পুরাতন ব্রাহ্মোস মিজ়াইলের একাধিক সফল পরীক্ষা করে ৷

india-to-carry-out-multiple-launches-of-brahmos-supersonic-cruise-missiles-by-month-end
নভেম্বরের শেষে ব্রাহ্মোস সুপারসনিক মিসাইলের একাধিক পরীক্ষা করবে সেনা 3 বাহিনী
author img

By

Published : Nov 15, 2020, 10:53 PM IST

দিল্লি, 15 নভেম্বর : লাদাখে চিনের সঙ্গে সীমান্ত সমস্য়ার মধ্য়েই, এবার ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ় মিজ়াইলের মতো বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হাতে পেতে চলেছে ভারতীয় নিরাপত্তার তিন বাহিনী ৷ নভেম্বেরের শেষ সপ্তাহে ভারত মহাসাগরে DRDO-র তৈরি এই মিজ়াইলের বেশ কয়েকরাউন্ড পরীক্ষা চালাবে, স্থল, নৌ ও বায়ুসেনা ৷ ব্রাহ্মোস সুপারসনিক এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দ্রুত নিক্ষেপ করা মিজ়াইলের মধ্য়ে একটি ৷ সম্প্রতি DRDO-এর রেঞ্জ বাড়িয়ে 298 কিলোমিটার থেকে 450 কিলোমিটার করেছে ৷

সরকারি সূত্রে খবর, প্রতিরক্ষা বিভাগ ভারত মহাসাগরে ব্রাহ্মোস মিজ়াইলের বেশকয়েকটি ফায়ার টেস্ট করবে এই মাসের শেষ সপ্তাহে ৷ যাতে মিজ়াইলের পারফরম্যান্স পরিবর্তীকালে আরো নিখুঁত করে তোলা যায় ৷ শেষ দু’মাসে নতুন ও পুরাতন ব্রাহ্মোস মিজ়াইলের একাধিক সফল পরীক্ষা করে ৷ সঙ্গে অন্য়ান্য় মিজ়াইলেরও পরীক্ষা করা হয় ৷ যেখানে শৌর্য মিজ়াইলের পরীক্ষাও করা হয়েছিল ৷ যা 800 কিলোমিটার পর্যন্ত লক্ষ্য় বস্তুতে আঘাত হানতে পারে ৷ সম্প্রতি ভারতীয় বায়ুসেনা তাঁদের পঞ্জাবের হালওয়ারা এয়ার বেস থেকে সুখই 30 যুদ্ধবিমানে ব্রাহ্মোস মিজ়াইলের পরীক্ষা করেছিল বঙ্গোপসাগরে ৷ যে পরীক্ষার ব্রাহ্মোস মিজ়াইলে সজ্জিত যুদ্ধবিমান সম্প্রতি উত্তরের সীমান্তবর্তী বায়ুসেনা ঘাঁটিগুলিতে মোতায়েন করা হবে ৷ চিনের সঙ্গে সাম্প্রতিককালে চলা সীমান্ত নিয়ে দ্বন্দ্বের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

গত মাসে নৌসেনার তরফেও ব্রাহ্মোস মিজ়াইলের পরীক্ষা করা হয়েছিল ৷ INS চেন্নাই যুদ্ধ জাহাজ থেকে 400 কিলোমিটার পাল্লার মধ্য়ে সেই পরীক্ষা করা হয় ৷ ভারত ব্রাহ্মোস মিজ়াইল বিদেশে বিক্রির পরিকল্পনাও করছে ৷ তিন বাহিনীতে নতুন এই ব্রাহ্মোস মিজ়াইলটির সংযুক্তিকরণ ভারতের সামরিক শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

দিল্লি, 15 নভেম্বর : লাদাখে চিনের সঙ্গে সীমান্ত সমস্য়ার মধ্য়েই, এবার ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ় মিজ়াইলের মতো বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হাতে পেতে চলেছে ভারতীয় নিরাপত্তার তিন বাহিনী ৷ নভেম্বেরের শেষ সপ্তাহে ভারত মহাসাগরে DRDO-র তৈরি এই মিজ়াইলের বেশ কয়েকরাউন্ড পরীক্ষা চালাবে, স্থল, নৌ ও বায়ুসেনা ৷ ব্রাহ্মোস সুপারসনিক এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দ্রুত নিক্ষেপ করা মিজ়াইলের মধ্য়ে একটি ৷ সম্প্রতি DRDO-এর রেঞ্জ বাড়িয়ে 298 কিলোমিটার থেকে 450 কিলোমিটার করেছে ৷

সরকারি সূত্রে খবর, প্রতিরক্ষা বিভাগ ভারত মহাসাগরে ব্রাহ্মোস মিজ়াইলের বেশকয়েকটি ফায়ার টেস্ট করবে এই মাসের শেষ সপ্তাহে ৷ যাতে মিজ়াইলের পারফরম্যান্স পরিবর্তীকালে আরো নিখুঁত করে তোলা যায় ৷ শেষ দু’মাসে নতুন ও পুরাতন ব্রাহ্মোস মিজ়াইলের একাধিক সফল পরীক্ষা করে ৷ সঙ্গে অন্য়ান্য় মিজ়াইলেরও পরীক্ষা করা হয় ৷ যেখানে শৌর্য মিজ়াইলের পরীক্ষাও করা হয়েছিল ৷ যা 800 কিলোমিটার পর্যন্ত লক্ষ্য় বস্তুতে আঘাত হানতে পারে ৷ সম্প্রতি ভারতীয় বায়ুসেনা তাঁদের পঞ্জাবের হালওয়ারা এয়ার বেস থেকে সুখই 30 যুদ্ধবিমানে ব্রাহ্মোস মিজ়াইলের পরীক্ষা করেছিল বঙ্গোপসাগরে ৷ যে পরীক্ষার ব্রাহ্মোস মিজ়াইলে সজ্জিত যুদ্ধবিমান সম্প্রতি উত্তরের সীমান্তবর্তী বায়ুসেনা ঘাঁটিগুলিতে মোতায়েন করা হবে ৷ চিনের সঙ্গে সাম্প্রতিককালে চলা সীমান্ত নিয়ে দ্বন্দ্বের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

গত মাসে নৌসেনার তরফেও ব্রাহ্মোস মিজ়াইলের পরীক্ষা করা হয়েছিল ৷ INS চেন্নাই যুদ্ধ জাহাজ থেকে 400 কিলোমিটার পাল্লার মধ্য়ে সেই পরীক্ষা করা হয় ৷ ভারত ব্রাহ্মোস মিজ়াইল বিদেশে বিক্রির পরিকল্পনাও করছে ৷ তিন বাহিনীতে নতুন এই ব্রাহ্মোস মিজ়াইলটির সংযুক্তিকরণ ভারতের সামরিক শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.