বালেশ্বর, 15 ডিসেম্বর: ভারতের প্রতিরক্ষার অন্যতম হাতিয়ার অগ্নি-5 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ৷ বৃহস্পতিবার সন্ধ্যায় সেই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মহড়া হয়ে গেল ওড়িশার বালেশ্বরের এপিজে আবদুল কালাম আইল্যান্ড থেকে ৷ ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে অগ্নি-5 উৎক্ষেপণ মহড়ার কথা জানানো হয়েছে ৷ দেশের প্রতিরক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্র সাড়ে 5 হাজার কিলোমিটার দূরে অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সক্ষম (India tests night trials of Agni-5 nuclear-capable ballistic missile) ৷ অর্থাৎ, এই ক্ষেপণাস্ত্র বেজিং'য়ে পৌঁছতে সক্ষম ৷
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, গত সপ্তাহে অরুণাচল প্রদেশের সীমান্তে সংঘর্ষ নিয়ে চীনের সঙ্গে উত্তেজনা বেড়েছে। ক্ষেপণাস্ত্রের নয়া প্রযুক্তি এবং সরঞ্জাম যাচাই করার জন্য পরীক্ষাটি করা হয়েছিল এবং তাতে প্রমাণ মিলেছে যে, ক্ষেপণাস্ত্রটি এখন আগের চেয়ে আরও দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে ৷"
-
India successfully carries out night trials of over 5,000 Km range Agni-5 ballistic missile
— ANI Digital (@ani_digital) December 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Read @ANI Story | https://t.co/jaEbuVlR9v#agni5 #ballisticmissile #India pic.twitter.com/JZiz3XbuA4
">India successfully carries out night trials of over 5,000 Km range Agni-5 ballistic missile
— ANI Digital (@ani_digital) December 15, 2022
Read @ANI Story | https://t.co/jaEbuVlR9v#agni5 #ballisticmissile #India pic.twitter.com/JZiz3XbuA4India successfully carries out night trials of over 5,000 Km range Agni-5 ballistic missile
— ANI Digital (@ani_digital) December 15, 2022
Read @ANI Story | https://t.co/jaEbuVlR9v#agni5 #ballisticmissile #India pic.twitter.com/JZiz3XbuA4
আরও পড়ুন: ভর সন্ধেয় বাংলার আকাশে রহস্যময় আলো, চর্চায় জ্যোতির্বিজ্ঞানীরা
গতবছর ভারতের অগ্নি-5 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল চিন ৷ বৃহস্পতিবারের পর তাদের সেই উদ্বেগ যে আরও বাড়ল, তা বলাই বাহুল্য ৷ উল্লেখ্য, অত্যাধুনিক অগ্নি-5 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মহড়ার আগে থেকেই বঙ্গোপসাগরকে 'নো-ফ্লাই জোন' ঘোষণা করা হয়েছিল সরকারের তরফে। তবু ভারত মহাসাগরে সন্দেহভাজন চিনা 'গুপ্তচর' জাহাজের আনাগোনা চিন্তা বাড়িয়েছিল প্রতিরক্ষা মন্ত্রকের। কিন্তু সেই চিন্তা উড়িয়ে সফলভাবেই মহড়া সারা হল এদিন ৷