ETV Bharat / bharat

Nuclear Capable Ballistic Missile : আণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি পি’-র সফল উৎক্ষেপণ - DRDO successfully tests ballistic missile Agni P

দ্বিতীয় ধাপের পরীক্ষাতেও সফল আণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি পি’ (India successfully tests nuclear capable ballistic missile Agni P) ৷ আজ ওড়িশার বালাসোরের ডক্টর এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে ক্ষেপণাস্ত্র বহনকারী এই মিসাইলটি উৎক্ষেপণ করা হয় (DRDO successfully tests ballistic missile Agni P) ৷

Nuclear-Capable Ballistic Missile
Nuclear-Capable Ballistic Missile
author img

By

Published : Dec 18, 2021, 4:03 PM IST

বালাসোর (ওড়িশা), 18 ডিসেম্বর : আণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি পি’-র সফল উৎক্ষেপণ করল (India successfully tests nuclear capable ballistic missile Agni P) ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ, ডিআরডিও ৷ ওড়িশার বালাসোরের ডক্টর এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে এই ক্ষেপণাস্ত্র বহনকারী অগ্নি পি’র (nuclear capable ballistic missile Agni P) সফল উৎক্ষেপণ করা হয়েছে ৷

অগ্নি পি দ্বিস্তরীয় চেম্বার বিশিষ্ট পোক্ত প্রোপেলান্ট ব্যালিস্টিক মিসাইল ৷ যার মধ্যে দু’টি রেডানডান্ট নেভিগেশন ও গাইডেন্স সিস্টেম রয়েছে ৷ এই পরীক্ষাটি করা হয়েছে আজ সকাল 11টা 6 মিনিটে ৷ ডিআরডিও-র (DRDO successfully tests ballistic missile Agni P) তরফে বলা হয়েছে, ‘‘বিভিন্ন টেলিমিটার, ব়্যাডার, ইলেক্ট্রো অপটিক্যাল স্টেশন এবং পূর্ব সমুদ্র উপকূলে ডাউনরেঞ্জ জাহাজ মোতায়েন করা হয়েছিল অগ্নি পি’র গতিপথ এবং অন্যান্য প্যারামিটারগুলিতে নজর রাখার জন্য ৷ এই মিসাইলিটি টেক্সটবুক ট্র্যাকজেক্টরি মেনে এবং মিশনের সবরকম প্যারামিটারের সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চক্ষমতার সঙ্গে উৎক্ষেপণ করা হয়েছে ৷’’

আরও পড়ুন : জম্মু-ড্রোন হামলার মতো ঘটনা রোখার প্রযুক্তি ভারতের আছে, দাবি ডিআরডিও-র

দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য এই মিসাইলটির উৎক্ষেপণ করা হল এদিন ৷ আর এই ধাপেও সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতার সঙ্গে সবরকম উন্নতমানের টেকনোলজির সাহায্যে অগ্নি পি’র উৎক্ষেপণ করা হয়েছে (two stage canisterised solid propellant ballistic missile Agni P) ৷ মাটি থেকে মাটিতে আঘাত করতে সক্ষম এই ব্যালিস্টিক মিসাইলটির রেঞ্জ 1 হাজার থেকে 2 হাজার কিলোমিটার পর্যন্ত (Nuclear Capable Ballistic Missile) ৷ অগ্নি পি’র সফল উৎক্ষেপণের পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও’কে শুভেচ্ছা জানিয়েছেন ৷ আর সেই সঙ্গে দুর্দান্ত এই সাফল্যের জন্য নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন ৷ সেই সঙ্গে ডিআরডিও’র চেয়ারম্যান ডক্টর জি সতীশ রেড্ডি পুরো ডিআরডিও দলের অক্লান্ত পরিশ্রমের জন্য তাঁদের প্রশংসা করেছেন ৷

বালাসোর (ওড়িশা), 18 ডিসেম্বর : আণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি পি’-র সফল উৎক্ষেপণ করল (India successfully tests nuclear capable ballistic missile Agni P) ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ, ডিআরডিও ৷ ওড়িশার বালাসোরের ডক্টর এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে এই ক্ষেপণাস্ত্র বহনকারী অগ্নি পি’র (nuclear capable ballistic missile Agni P) সফল উৎক্ষেপণ করা হয়েছে ৷

অগ্নি পি দ্বিস্তরীয় চেম্বার বিশিষ্ট পোক্ত প্রোপেলান্ট ব্যালিস্টিক মিসাইল ৷ যার মধ্যে দু’টি রেডানডান্ট নেভিগেশন ও গাইডেন্স সিস্টেম রয়েছে ৷ এই পরীক্ষাটি করা হয়েছে আজ সকাল 11টা 6 মিনিটে ৷ ডিআরডিও-র (DRDO successfully tests ballistic missile Agni P) তরফে বলা হয়েছে, ‘‘বিভিন্ন টেলিমিটার, ব়্যাডার, ইলেক্ট্রো অপটিক্যাল স্টেশন এবং পূর্ব সমুদ্র উপকূলে ডাউনরেঞ্জ জাহাজ মোতায়েন করা হয়েছিল অগ্নি পি’র গতিপথ এবং অন্যান্য প্যারামিটারগুলিতে নজর রাখার জন্য ৷ এই মিসাইলিটি টেক্সটবুক ট্র্যাকজেক্টরি মেনে এবং মিশনের সবরকম প্যারামিটারের সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চক্ষমতার সঙ্গে উৎক্ষেপণ করা হয়েছে ৷’’

আরও পড়ুন : জম্মু-ড্রোন হামলার মতো ঘটনা রোখার প্রযুক্তি ভারতের আছে, দাবি ডিআরডিও-র

দ্বিতীয় ধাপের পরীক্ষার জন্য এই মিসাইলটির উৎক্ষেপণ করা হল এদিন ৷ আর এই ধাপেও সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতার সঙ্গে সবরকম উন্নতমানের টেকনোলজির সাহায্যে অগ্নি পি’র উৎক্ষেপণ করা হয়েছে (two stage canisterised solid propellant ballistic missile Agni P) ৷ মাটি থেকে মাটিতে আঘাত করতে সক্ষম এই ব্যালিস্টিক মিসাইলটির রেঞ্জ 1 হাজার থেকে 2 হাজার কিলোমিটার পর্যন্ত (Nuclear Capable Ballistic Missile) ৷ অগ্নি পি’র সফল উৎক্ষেপণের পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও’কে শুভেচ্ছা জানিয়েছেন ৷ আর সেই সঙ্গে দুর্দান্ত এই সাফল্যের জন্য নিজের উচ্ছ্বাসও প্রকাশ করেছেন ৷ সেই সঙ্গে ডিআরডিও’র চেয়ারম্যান ডক্টর জি সতীশ রেড্ডি পুরো ডিআরডিও দলের অক্লান্ত পরিশ্রমের জন্য তাঁদের প্রশংসা করেছেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.