ETV Bharat / bharat

BrahMos Test Fire : ওড়িশা উপকূলে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের সফল নিক্ষেপ - BrahMos Test Fire

বৃহস্পতিবার ওড়িশা উপকূলে সফলভাবে পরীক্ষা হল সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের নিক্ষেপ (BrahMos Supersonic Cruise Missile) । অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র । এর আগে 11 জানুয়ারি নৌবাহিনীর আইএনএস বিশাখাপতনম যুদ্ধজাহাজ থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয় ।

Indian Defence News
ওড়িশা উপকূলে ব্রহ্মসের সফল নিক্ষেপ
author img

By

Published : Jan 20, 2022, 4:16 PM IST

নয়াদিল্লি, 20 জানুয়ারি : সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস নিক্ষেপ করল ভারত (BrahMos Supersonic Cruise Missile Test Fire) । বৃহস্পতিবার ওড়িশার বালেশ্বর উপকূলে এই পরীক্ষা সফল হয়েছে । প্রতিরক্ষা সূত্রে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রটি আধুনিক প্রযুক্তির । তবে আজই প্রথম নয়, এর আগে 11 জানুয়ারি এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছিল ভারতীয় নৌবাহিনীর আইএনএস বিশাখাপত্তনম যুদ্ধজাহাজ থেকে । এদিন ওড়িশা উপকূলে যেটি পরীক্ষা করা হল তা আগেরটির থেকে উন্নততর ।

এদিনও আইএনএস বিশাখাপতনম থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় । চাঁদিপুরে সকাল পৌনে এগারোটায় লঞ্চপ্যাড-3 থেকে পরীক্ষা করা হয় সেটি । প্রতিরক্ষার তরফে জানানো হয়েছে, ব্রহ্মসের নতুন এই মিশাইলের বিশেষত্ব হল, সেটি সমুদ্রের নিচে শত্রুপক্ষকে আক্রমণে সক্ষম ।

এদিন ক্ষেপণাস্ত্রটি আইএনএস বিশাখাপতনম থেকে পরীক্ষা করা হয়েছে । এটি ভারতীয় নৌবাহিনীর সাম্প্রতিকতম যুদ্ধজাহাজ । সুপারসনিক ক্ষেণপাস্ত্র ব্রহ্মস ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলির প্রধান অস্ত্র হিসাবে মোতায়েন করা রয়েছে । পাশাপাশি প্রতিরক্ষার প্রায় সমস্ত ক্ষেত্রেই এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হচ্ছে । ব্রহ্মসের আন্ডারওয়াটার সংস্করণ অর্থাৎ জলের নিচে কাজ করতে পারে এমন একটি সংস্করণও তৈরি করা হচ্ছে, যা কেবল ভারতীর নৌবাহিনীর সাবমেরিনগুলিই ব্যবহার করবে, তা না । পাশাপাশি বন্ধু বিদেশি দেশগুলিকেও রফতানি করা হবে ।

আরও পড়ুন : Nuclear Capable Ballistic Missile : আণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি পি’-র সফল উৎক্ষেপণ

নয়াদিল্লি, 20 জানুয়ারি : সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মস নিক্ষেপ করল ভারত (BrahMos Supersonic Cruise Missile Test Fire) । বৃহস্পতিবার ওড়িশার বালেশ্বর উপকূলে এই পরীক্ষা সফল হয়েছে । প্রতিরক্ষা সূত্রে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রটি আধুনিক প্রযুক্তির । তবে আজই প্রথম নয়, এর আগে 11 জানুয়ারি এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছিল ভারতীয় নৌবাহিনীর আইএনএস বিশাখাপত্তনম যুদ্ধজাহাজ থেকে । এদিন ওড়িশা উপকূলে যেটি পরীক্ষা করা হল তা আগেরটির থেকে উন্নততর ।

এদিনও আইএনএস বিশাখাপতনম থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয় । চাঁদিপুরে সকাল পৌনে এগারোটায় লঞ্চপ্যাড-3 থেকে পরীক্ষা করা হয় সেটি । প্রতিরক্ষার তরফে জানানো হয়েছে, ব্রহ্মসের নতুন এই মিশাইলের বিশেষত্ব হল, সেটি সমুদ্রের নিচে শত্রুপক্ষকে আক্রমণে সক্ষম ।

এদিন ক্ষেপণাস্ত্রটি আইএনএস বিশাখাপতনম থেকে পরীক্ষা করা হয়েছে । এটি ভারতীয় নৌবাহিনীর সাম্প্রতিকতম যুদ্ধজাহাজ । সুপারসনিক ক্ষেণপাস্ত্র ব্রহ্মস ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলির প্রধান অস্ত্র হিসাবে মোতায়েন করা রয়েছে । পাশাপাশি প্রতিরক্ষার প্রায় সমস্ত ক্ষেত্রেই এই ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করা হচ্ছে । ব্রহ্মসের আন্ডারওয়াটার সংস্করণ অর্থাৎ জলের নিচে কাজ করতে পারে এমন একটি সংস্করণও তৈরি করা হচ্ছে, যা কেবল ভারতীর নৌবাহিনীর সাবমেরিনগুলিই ব্যবহার করবে, তা না । পাশাপাশি বন্ধু বিদেশি দেশগুলিকেও রফতানি করা হবে ।

আরও পড়ুন : Nuclear Capable Ballistic Missile : আণবিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি পি’-র সফল উৎক্ষেপণ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.