ETV Bharat / bharat

World Food Safety Day : খাদ্যসুরক্ষা ও লিঙ্গবৈষম্যের প্রশ্নে রাষ্ট্রপুঞ্জের সূচকে দু-ধাপ নামল ভারত - SDGs

রাষ্ট্রপুঞ্জ ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল’-এর পরিকল্পনা হাতে নিয়েছিল 2015 সালে । লক্ষ্য ছিল 2030 সালের মধ্যে বিশ্বে শান্তি ও সমৃদ্ধি ফেরানো ৷

India slips two steps in UN index on food security and gender inequality
India slips two steps in UN index on food security and gender inequality
author img

By

Published : Jun 7, 2021, 12:17 PM IST

নয়া দিল্লি, 7 জুন : খাদ্যসুরক্ষা ও লিঙ্গবৈষম্যের প্রশ্নে রাষ্ট্রপুঞ্জের ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল’ (SDGs) বা স্থায়ী উন্নতির সূচকে আগের তুলনায় দু’ধাপ নীচে নেমে গেল ভারত ৷ যা বিশ্ব খাদ্যসুরক্ষা দিবসে ভারতের জন্য খারাপ খবর ৷

চলতি বছরে বিশ্বের 193 দেশের মধ্যে ভারতের অবস্থান 117-তে ৷ গত বছর যা ছিল 115 ৷ দুর্ভাগ্যজনকভাবে প্রতিবেশী বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপালের মতো তথাকথিত ছোট অর্থনীতির দেশও ভারতকে পিছনে ফেলে দিয়েছে ।

রাষ্ট্রপুঞ্জ ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল’-এর পরিকল্পনা হাতে নিয়েছিল 2015 সালে । লক্ষ্য ছিল 2030 সালের মধ্যে বিশ্বে শান্তি ও সমৃদ্ধি ফেরানো ৷ কীভাবে ? সেই লক্ষ্যে 17টি বিষয়কে চিহ্নিত করা হয় ৷ যে 17টি বিষয়কে দূর করতে দেশগুলিকে নির্দিষ্ট পরিকল্পনা নিতেও বলা হয় রাষ্ট্রপুঞ্জের তরফে । বিষয়গুলি হল দারিদ্র দূরীকরণ, সকলের জন্য খাদ্যসুরক্ষা, সুস্বাস্থ্য, উন্নত শিক্ষা, লিঙ্গবৈষম্য প্রতিরোধ ।

রাষ্ট্রপুঞ্জের সেই ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল’-এর সূচকে ভারত গত বছরের তুলনায় খারাপ ফলে করে দুই ধাপ নিচে নামল ৷ যা বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপালের থেকেও খারাপ ৷ ভারতের সর্বমোট স্কোর একশোর মধ্যে 61.9 ৷

আরও পড়ুন: বিশ্বব্যাপী প্যানডেমিক চুক্তির এখনই প্রয়োজন : বিশ্বস্বাস্থ্য সংস্থা

অন্য দিকে এনভায়ারমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স (EPI)-এ 180টি দেশের মধ্যে ভারতের স্থান হয়েছে 168-তে ৷ ইপিআই-এর ক্ষেত্রে বিবেচনা করা হয় দেশের প্রাকৃতিক পরিবেশের স্বাস্থ্য, আবহাওয়া, বায়ু দূষণ, পরিচ্ছন্নতা, পানীয় জল, বাস্তু সংক্রান্ত পরিষেবা ও জীববৈচিত্র ৷

নয়া দিল্লি, 7 জুন : খাদ্যসুরক্ষা ও লিঙ্গবৈষম্যের প্রশ্নে রাষ্ট্রপুঞ্জের ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল’ (SDGs) বা স্থায়ী উন্নতির সূচকে আগের তুলনায় দু’ধাপ নীচে নেমে গেল ভারত ৷ যা বিশ্ব খাদ্যসুরক্ষা দিবসে ভারতের জন্য খারাপ খবর ৷

চলতি বছরে বিশ্বের 193 দেশের মধ্যে ভারতের অবস্থান 117-তে ৷ গত বছর যা ছিল 115 ৷ দুর্ভাগ্যজনকভাবে প্রতিবেশী বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপালের মতো তথাকথিত ছোট অর্থনীতির দেশও ভারতকে পিছনে ফেলে দিয়েছে ।

রাষ্ট্রপুঞ্জ ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল’-এর পরিকল্পনা হাতে নিয়েছিল 2015 সালে । লক্ষ্য ছিল 2030 সালের মধ্যে বিশ্বে শান্তি ও সমৃদ্ধি ফেরানো ৷ কীভাবে ? সেই লক্ষ্যে 17টি বিষয়কে চিহ্নিত করা হয় ৷ যে 17টি বিষয়কে দূর করতে দেশগুলিকে নির্দিষ্ট পরিকল্পনা নিতেও বলা হয় রাষ্ট্রপুঞ্জের তরফে । বিষয়গুলি হল দারিদ্র দূরীকরণ, সকলের জন্য খাদ্যসুরক্ষা, সুস্বাস্থ্য, উন্নত শিক্ষা, লিঙ্গবৈষম্য প্রতিরোধ ।

রাষ্ট্রপুঞ্জের সেই ‘সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল’-এর সূচকে ভারত গত বছরের তুলনায় খারাপ ফলে করে দুই ধাপ নিচে নামল ৷ যা বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপালের থেকেও খারাপ ৷ ভারতের সর্বমোট স্কোর একশোর মধ্যে 61.9 ৷

আরও পড়ুন: বিশ্বব্যাপী প্যানডেমিক চুক্তির এখনই প্রয়োজন : বিশ্বস্বাস্থ্য সংস্থা

অন্য দিকে এনভায়ারমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স (EPI)-এ 180টি দেশের মধ্যে ভারতের স্থান হয়েছে 168-তে ৷ ইপিআই-এর ক্ষেত্রে বিবেচনা করা হয় দেশের প্রাকৃতিক পরিবেশের স্বাস্থ্য, আবহাওয়া, বায়ু দূষণ, পরিচ্ছন্নতা, পানীয় জল, বাস্তু সংক্রান্ত পরিষেবা ও জীববৈচিত্র ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.