নয়াদিল্লি, 24 অগস্ট : সামান্য বাড়ল দেশের দৈনিক করোনা গ্রাফ ৷ 25 হাজার 72 থেকে বেড়ে দৈনিক সংক্রমণ গিয়ে দাঁড়াল 25 হাজার 467 জনে ৷ সংক্রমণ বাড়লেও সামান্য কমল দৈনিক মৃত্যুর সংখ্যা ৷
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 25 হাজার 467 জন ৷ গতকাল সংখ্যাটা ছিল 25 হাজার 72 জন ৷ এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 কোটি 24 লাখ 74 হাজার 773 । কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৷ এখনও পর্যন্ত দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 19 হাজার 551 ।
সামান্য কমল দৈনিক মৃত্যুও ৷ গত 24 ঘণ্টায় 354 জনের মৃত্যু হয়েছে ৷ গতকাল যা ছিল 389 ৷ এই নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা 4 লাখ 35 হাজার 110 জন । গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 39 হাজার 486 জন সুস্থ হয়েছেন ৷ এই নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন 3 কোটি 17 লাখ 20 হাজার 112 জন ।
গত 24 ঘণ্টায় 63 লাখ 85 হাজার 298টি টিকা দেওয়া হয়েছে । এখনও পর্যন্ত সারা দেশে মোট 58 কোটি 89 লাখ 97 হাজার 805 টি টিকা দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : Covid Third Wave: অক্টোবরেই ভয়ংকর হবে তৃতীয় ঢেউ, স্কুল খুললে ঝুঁকির মুখে পড়বে শিশুরা