ETV Bharat / bharat

Corona Update in India : দেশে সংক্রমণ কমলেও বাড়ল সংক্রমণের হার ও মৃত্যু - india reports 959 covid deaths in last 24 hours

গত 24 ঘণ্টায় সংক্রমণের হার 14.5 শতাংশ থেকে বেড়ে হয়েছে 15.75 শতাংশ ৷ রবিবার দেশে নতুন করে সংক্রামিত হয়েছিলেন 2 লক্ষ 34 হাজার 281 জন ৷ অর্থাৎ, গত 24 ঘণ্টায় দেশে সংক্রমণ কমল 24 হাজারেরও বেশি (Coronavirus Update In India) ৷

Corona Update in India
দেশে সংক্রমণ কমলেও বাড়ল সংক্রমণের হার ও মৃত্যু
author img

By

Published : Jan 31, 2022, 9:52 AM IST

Updated : Jan 31, 2022, 10:34 AM IST

নয়াদিল্লি, 31 জানুয়ারি : গত 24 ঘণ্টায় দেশে সংক্রমণ কমলেও বাড়ল মৃত্যু সংখ্যা এবং সংক্রমণের হার ৷ যা উদ্বেগ বাড়ালেও সমানভাবে আশার আলোও দেখা দিচ্ছে ৷ ভাইরাসের তৃতীয় ঢেউয়ে এই প্রথমবার কমল সাপ্তাহিক সংক্রমণ সোমবার দেশে নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন 2 লক্ষ 9 হাজার 918 জন ৷ মৃত্যু 893 থেকে বেড়ে হয়েছে 959 (India reports 959 COVID deaths in last 24 hours) ৷ সংক্রমণের হার 14.5 শতাংশ থেকে বেড়ে হয়েছে 15.75 শতাংশ ৷ রবিবার দেশে নতুন করে সংক্রামিত হয়েছিলেন 2 লক্ষ 34 হাজার 281 জন ৷ অর্থাৎ, গত 24 ঘণ্টায় দেশে সংক্রমণ কমল 24 হাজারেরও বেশি (Coronavirus Update In India) ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন বলছে, এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা 18 লক্ষ 31 হাজার 268 ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 2 লক্ষ 62 হাজার 628 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট 166 কোটি 3 লক্ষের কিছু বেশি মানুষের ভাইরাসেক টিকার অন্তত একটি ডোজ নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : NeoCov threat in India : ভারতে নিওকোভে এখনই ভয়ের কিছু নেই, আশ্বাস বিজ্ঞানীদের

উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ বিধানসভা নির্বাচনমুখী পাঁচ রাজ্যে মিছিল, রোড-শো ইত্যাদি বিষয়ে গাইডলাইন ঠিক করতে সোমবার বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন ৷ নির্বাচন কমিশন প্রধান সুশীল কুমার ফিজিক্যাল ব়্যালিতে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আলোচনা করবেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব এবং নির্বাচনমুখী পাঁচ রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ৷

নয়াদিল্লি, 31 জানুয়ারি : গত 24 ঘণ্টায় দেশে সংক্রমণ কমলেও বাড়ল মৃত্যু সংখ্যা এবং সংক্রমণের হার ৷ যা উদ্বেগ বাড়ালেও সমানভাবে আশার আলোও দেখা দিচ্ছে ৷ ভাইরাসের তৃতীয় ঢেউয়ে এই প্রথমবার কমল সাপ্তাহিক সংক্রমণ সোমবার দেশে নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন 2 লক্ষ 9 হাজার 918 জন ৷ মৃত্যু 893 থেকে বেড়ে হয়েছে 959 (India reports 959 COVID deaths in last 24 hours) ৷ সংক্রমণের হার 14.5 শতাংশ থেকে বেড়ে হয়েছে 15.75 শতাংশ ৷ রবিবার দেশে নতুন করে সংক্রামিত হয়েছিলেন 2 লক্ষ 34 হাজার 281 জন ৷ অর্থাৎ, গত 24 ঘণ্টায় দেশে সংক্রমণ কমল 24 হাজারেরও বেশি (Coronavirus Update In India) ৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন বলছে, এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা 18 লক্ষ 31 হাজার 268 ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 2 লক্ষ 62 হাজার 628 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট 166 কোটি 3 লক্ষের কিছু বেশি মানুষের ভাইরাসেক টিকার অন্তত একটি ডোজ নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : NeoCov threat in India : ভারতে নিওকোভে এখনই ভয়ের কিছু নেই, আশ্বাস বিজ্ঞানীদের

উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ বিধানসভা নির্বাচনমুখী পাঁচ রাজ্যে মিছিল, রোড-শো ইত্যাদি বিষয়ে গাইডলাইন ঠিক করতে সোমবার বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন ৷ নির্বাচন কমিশন প্রধান সুশীল কুমার ফিজিক্যাল ব়্যালিতে নিষেধাজ্ঞার বিষয়টি নিয়ে আলোচনা করবেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব এবং নির্বাচনমুখী পাঁচ রাজ্যের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ৷

Last Updated : Jan 31, 2022, 10:34 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.