নয়াদিল্লি, 5 ডিসেম্বর : ওমিক্রনের প্রাদুর্ভাবের (Omicron Infection) পর দেশে বিদেশি যাত্রীদের উপর কড়া নজরদারি রাখা হচ্ছে ৷ চালু হয়েছে বিশেষ ব্যবস্থা ৷ আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry Corona Report) দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে 8 হাজার 895 জন নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন (India reports 8895 new corona cases in last 24 hours ) ৷ আগের দিন যা ছিল 8 হাজার 603 ৷
তবে মৃতের সংখ্যা চমকে দেওয়ার মতো ৷ স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, 2 হাজার 796 জনের মৃত্যু হয়েছে ৷ তবে মৃত্যুর সংখ্যার এতটা বাড়ার কারণ বিহার ও কেরালা এই দুই রাজ্য মোট মৃত্যুর সংখ্যা সংশোধন করেছে ৷ বিহারের সংশোধিত মৃতের সংখ্যা 2,426 ৷ এবং কেরালার সংশোধিত মৃতের সংখ্যা 263 ৷
স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত 24 ঘণ্টায় 6 হাজার 918 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছেন (Corona recovery in India) ৷ সুস্থতার হার 98.35% ৷ এখনও পর্যন্ত দেশে 127 কোটি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে (Corona in India) ৷
আরও পড়ুন : COVID Variant Omicron: কর্নাটকে নিখোঁজ 10 দক্ষিণ আফ্রিকার নাগরিক, নয়া মাত্রা পেল ওমিক্রন আতঙ্ক
এদিকে ইউরোপ এবং দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসা যাত্রীদের (South Africa returnee) নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার ৷ ইতিমধ্যে দেশে ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছে ৷ মহারাষ্ট্র সরকার বিদেশ থেকে আগতদের জন্য সাতদিনের বাধ্যতামূলক কোয়ারানটিনের ঘোষণা করেছে ৷