নয়াদিল্লি, 1 মার্চ : গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 6 হাজার 915 জন, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক (India reports 6915 new Covid cases in last 24 hours) ৷ এর আগের দিন এই সংখ্যাটাই ছিল 8 হাজার 13 ৷ তাই হু হু করে কমছে দৈনিক সংক্রমণ ৷ দৈনিক সংক্রমণের হার (Daily positivity rate) 0.77 শতাংশ ৷ গতকাল এটা 1.11 শতাংশ ছিল ৷
বেড়েছে মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 180 জন, আগের দিন 119 জন মারা গিয়েছিলেন ৷ মোট মৃতের সংখ্যা 5 লক্ষ 14 হাজার 23 ৷ দেশ বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা 92 হাজার 472, যা মোট সংক্রমণের 0.22 শতাংশ ৷ আগের দিন সক্রিয় রোগী ছিল 1 লক্ষ 2 হাজার 601 ৷
-
COVID19 | India reports 6,915 new cases, 180 deaths and 16,864 recoveries; Active caseload stands at 92,472 pic.twitter.com/y7aTnAUM8k
— ANI (@ANI) March 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">COVID19 | India reports 6,915 new cases, 180 deaths and 16,864 recoveries; Active caseload stands at 92,472 pic.twitter.com/y7aTnAUM8k
— ANI (@ANI) March 1, 2022COVID19 | India reports 6,915 new cases, 180 deaths and 16,864 recoveries; Active caseload stands at 92,472 pic.twitter.com/y7aTnAUM8k
— ANI (@ANI) March 1, 2022
আরও পড়ুন : Corona Update in Bengal : গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু এক, সংক্রমণ নামল দু‘অঙ্কে
সুস্থতার সংখ্যায় খুব একটা পরিবর্তন হয়নি ৷ গত 24 ঘণ্টায় কোভিড থেকে সুস্থ হয়েছেন 16 হাজার 864 জন ৷ এই সংখ্যাটা আগের দিন ছিল 16 হাজার 765 ৷ এ পর্যন্ত দেশে মোট 4 কোটি 23 লক্ষ 24 হাজার 550 জন করোনা থেকে সুস্থ হয়েছেন ৷ সুস্থতার হার 98.59 শতাংশ ৷
এখনও পর্যন্ত দেশে 177 কোটি 70 লক্ষের বেশি সংখ্যক কোভিড-19 ডোজ (Covid-19 Vaccination) দেওয়া হয়েছে ৷