ETV Bharat / bharat

Corona Update in India : সংক্রমণ খানিকটা কমে 6 হাজারের ঘরে, উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন - Omicron cases in India

দেশে কমল করোনার সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় 6 হাজার 563 জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন (6563 new COVID cases in India) ৷ গতকালের থেকে সংখ্যাটি হাজার খানেক বেশি ৷ তবে ওমিক্রন আতঙ্ক নতুন করে মানুষকে গ্রাস করেছে ৷

Corona tracker of India
ভারতের করোনা আপডেট
author img

By

Published : Dec 20, 2021, 10:56 AM IST

নয়াদিল্লি, 20 ডিসেম্বর : করোনা সংক্রমণ খানিকটা কমল ৷ সংখ্যাটি হাজার খানেক কমায় খানিকটা স্বস্তির খবর পাওয়া গেল ৷ শুধু সংক্রমণই নয়, মৃত্যুর সংখ্যাও কমেছে ৷ বেড়েছে সুস্থতার হারও ৷ গত 24 ঘণ্টায় গোটা দেশে নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন 6 হাজার 563 জন (Corona Infection in India) ৷ আগের দিন অর্থাৎ রবিবার সংখ্যাটি ছিল 7 হাজার 81 ৷

কমেছে মৃত্যুর সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু 132 জনের ৷ গতকাল সংখ্যাটি ছিল 263 ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে জানা গিয়েছে, সোমবার মোট 8 হাজার 77 জন সুস্থ হয়েছেন ৷ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা 82 হাজার 267, যা গত 572 দিনের মধ্যে সর্বনিম্ন ৷ দেশে এদিন সুস্থতার হার রয়েছে 98.39 শতাংশ এবং মৃত্যুর হার 1.37 শতাংশ ৷ এদিন অবধি দেশে দু'টি ডোজ মিলিয়ে মোট 137 কোটি 67 লক্ষ 20 হাজার 359 জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে ৷

করোনার সংক্রমণ কমলেও ওমিক্রন নিয়ে নতুন আতঙ্ক তৈরি হয়েছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনও অবধি 89টি দেশে ওমিক্রন ভ্যারিয়্যান্টের সংক্রমণ পাওয়া গিয়েছে ৷ তার মধ্যে ভারতও একটি ৷ এদেশেও ঢুকে পড়েছে ওমিক্রন ৷ কর্নাটকে প্রথম দেশের প্রথম সংক্রামিতের খোঁজ পাওয়া গিয়েছে কিছুদিন ৷ এর মধ্যেই ওমিক্রনের সংক্রমণের সংখ্যা 150 ছাড়িয়েছে (Omicron cases in India) ৷

আরও পড়ুন : Omicron scare in Kolkata : কলকাতায় ফের ওমিক্রন আতঙ্ক

নয়াদিল্লি, 20 ডিসেম্বর : করোনা সংক্রমণ খানিকটা কমল ৷ সংখ্যাটি হাজার খানেক কমায় খানিকটা স্বস্তির খবর পাওয়া গেল ৷ শুধু সংক্রমণই নয়, মৃত্যুর সংখ্যাও কমেছে ৷ বেড়েছে সুস্থতার হারও ৷ গত 24 ঘণ্টায় গোটা দেশে নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন 6 হাজার 563 জন (Corona Infection in India) ৷ আগের দিন অর্থাৎ রবিবার সংখ্যাটি ছিল 7 হাজার 81 ৷

কমেছে মৃত্যুর সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু 132 জনের ৷ গতকাল সংখ্যাটি ছিল 263 ৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে জানা গিয়েছে, সোমবার মোট 8 হাজার 77 জন সুস্থ হয়েছেন ৷ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা 82 হাজার 267, যা গত 572 দিনের মধ্যে সর্বনিম্ন ৷ দেশে এদিন সুস্থতার হার রয়েছে 98.39 শতাংশ এবং মৃত্যুর হার 1.37 শতাংশ ৷ এদিন অবধি দেশে দু'টি ডোজ মিলিয়ে মোট 137 কোটি 67 লক্ষ 20 হাজার 359 জনের টিকাকরণ সম্পন্ন হয়েছে ৷

করোনার সংক্রমণ কমলেও ওমিক্রন নিয়ে নতুন আতঙ্ক তৈরি হয়েছে ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনও অবধি 89টি দেশে ওমিক্রন ভ্যারিয়্যান্টের সংক্রমণ পাওয়া গিয়েছে ৷ তার মধ্যে ভারতও একটি ৷ এদেশেও ঢুকে পড়েছে ওমিক্রন ৷ কর্নাটকে প্রথম দেশের প্রথম সংক্রামিতের খোঁজ পাওয়া গিয়েছে কিছুদিন ৷ এর মধ্যেই ওমিক্রনের সংক্রমণের সংখ্যা 150 ছাড়িয়েছে (Omicron cases in India) ৷

আরও পড়ুন : Omicron scare in Kolkata : কলকাতায় ফের ওমিক্রন আতঙ্ক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.