ETV Bharat / bharat

Corona Update in India: দেশে আরও কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু - ভারতে করোনাভাইরাসের আপডেট

দেশে আরও কমেছে করোনার (Corona Update in India) দৈনিক সংক্রমণ ৷ তবে বেড়েছে মৃত্যু (corona india update)৷ স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে সংক্রমিত হয়েছেন 50 হাজার 407 জন ৷ মৃত্যু হয়েছে 804 জনের ৷

India reports 50,407 fresh COVID 19 cases, 804 deaths in the last 24 hours
দেশে আরও কমল দৈনিক সংক্রমণ, বাড়ল মৃত্যু
author img

By

Published : Feb 12, 2022, 10:10 AM IST

নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি: দেশে আরও কমল করোনাভাইরাসের সংক্রমণ (Corona Update in India)৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন 50 হাজার 407 জন ৷ তবে সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় প্রাণ গিয়েছে 804 জনের (Corona death in India)৷

শুক্রবার দেশে করোনায় সংক্রমিত (corona india update) হয়েছিলেন 58 হাজার 77 জন ৷ তবে আজ স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, সেই সংখ্যাটা গত 24 ঘণ্টায় অনেকটাই কমে হয়েছে 50 হাজার 407 জন (fresh COVID 19 cases)৷ বৃহস্পতিবার করোনায় (COVID 19 cases in India) মৃত্যু হয়েছিল 1 হাজার 241 জনের ৷ সেই সংখ্যাটাই অনেকটা কমে শুক্রবার হয়েছিল 657 জন ৷ তবে আজ ফের কিছুটা বেড়েছে মৃতের সংখ্যা ৷ করোনার কারণে প্রাণ গিয়েছে আরও 804 জনের ৷

আরও পড়ুন: Corona Update in India : দেশে দৈনিক সংক্রমণের পাশাপাশি কমল মৃত্যু

দেশে কমেছে দৈনিক সংক্রমণের হারও ৷ গতকাল যেটা ছিল 3.89 শতাংশ, আজ তা কমে হয়েছে 3.48% ৷ আরও বেড়েছে সুস্থতার হার ৷ গতকাল সুস্থতার হার ছিল 97.17 শতাংশ ৷ সেটা আজ আরও কিছুটা বেড়ে হয়েছে 97.37 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় 1 লক্ষ 36 হাজার 962 জন করোনা থেকে সেরে উঠেছেন ৷ আগের দিন যে সংখ্যাটা ছিল 1 লক্ষ 50 হাজার 407 জন ৷ বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা 6 লক্ষ 10 হাজার 443 জন, যা মোট সংক্রমণের 1.64 শতাংশ থেকে কমে 1.43 শতাংশ হয়েছে ৷

আরও পড়ুন: Corona Update in Bengal: স্বস্তি বজায় রেখে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আরও কমল

গত 24 ঘণ্টায় 14 লক্ষ 50 হাজার 532 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ মন্ত্রকের প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, দেশে মোট 172 কোটি 29 লক্ষ 47 হাজার 688টি কোভিড-19 টিকার ডোজ দেওয়া হয়েছে ৷

নয়াদিল্লি, 12 ফেব্রুয়ারি: দেশে আরও কমল করোনাভাইরাসের সংক্রমণ (Corona Update in India)৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন 50 হাজার 407 জন ৷ তবে সংক্রমণ কমলেও বেড়েছে মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় প্রাণ গিয়েছে 804 জনের (Corona death in India)৷

শুক্রবার দেশে করোনায় সংক্রমিত (corona india update) হয়েছিলেন 58 হাজার 77 জন ৷ তবে আজ স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, সেই সংখ্যাটা গত 24 ঘণ্টায় অনেকটাই কমে হয়েছে 50 হাজার 407 জন (fresh COVID 19 cases)৷ বৃহস্পতিবার করোনায় (COVID 19 cases in India) মৃত্যু হয়েছিল 1 হাজার 241 জনের ৷ সেই সংখ্যাটাই অনেকটা কমে শুক্রবার হয়েছিল 657 জন ৷ তবে আজ ফের কিছুটা বেড়েছে মৃতের সংখ্যা ৷ করোনার কারণে প্রাণ গিয়েছে আরও 804 জনের ৷

আরও পড়ুন: Corona Update in India : দেশে দৈনিক সংক্রমণের পাশাপাশি কমল মৃত্যু

দেশে কমেছে দৈনিক সংক্রমণের হারও ৷ গতকাল যেটা ছিল 3.89 শতাংশ, আজ তা কমে হয়েছে 3.48% ৷ আরও বেড়েছে সুস্থতার হার ৷ গতকাল সুস্থতার হার ছিল 97.17 শতাংশ ৷ সেটা আজ আরও কিছুটা বেড়ে হয়েছে 97.37 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় 1 লক্ষ 36 হাজার 962 জন করোনা থেকে সেরে উঠেছেন ৷ আগের দিন যে সংখ্যাটা ছিল 1 লক্ষ 50 হাজার 407 জন ৷ বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা 6 লক্ষ 10 হাজার 443 জন, যা মোট সংক্রমণের 1.64 শতাংশ থেকে কমে 1.43 শতাংশ হয়েছে ৷

আরও পড়ুন: Corona Update in Bengal: স্বস্তি বজায় রেখে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আরও কমল

গত 24 ঘণ্টায় 14 লক্ষ 50 হাজার 532 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ মন্ত্রকের প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, দেশে মোট 172 কোটি 29 লক্ষ 47 হাজার 688টি কোভিড-19 টিকার ডোজ দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.