ETV Bharat / bharat

Coronavirus India: দেশে সামান্য বাড়ল করোনার সংক্রমণ, আবারও মৃত্যু হাজার পার

author img

By

Published : Jul 1, 2021, 10:24 AM IST

Updated : Jul 1, 2021, 10:55 AM IST

আজও দেশে সামান্য বাড়ল করোনার (Coronavirus in India) সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় সংক্রমিত 48 হাজার 786 জন ৷ তিন দিন পর ফের করোনায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে ৷

India reports 48,786 new COVID 19 cases, and 1,005 deaths in the last 24 hours
দেশে সামান্য বাড়ল করোনার সংক্রমণ, আবারও মৃত্যু হাজার পার

নয়াদিল্লি, 1 জুলাই : বুধবারের পর দেশে আজও সামান্য বাড়ল করোনা ভাইরাসের (Coronavirus in India) সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 48 হাজার 786 জন ৷ বেড়েছে মৃত্যুও ৷ তিন দিন পর আবারও করোনায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে এক হাজার পাঁচ জনের ৷ তবে বেড়েছে সুস্থতার হার ৷

গত মঙ্গলবার দেশে অনেকটাই নেমে গিয়েছিল করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ৷ আক্রান্ত হন 37 হাজার 566 জন ৷ 102 দিন পর দেশে দৈনিক সংক্রমণ 40 হাজারের নিচে চলে যায় ৷ তবে আবারও পরপর দু দিন বেশ কিছুটা করে বাড়ল করোনাভাইরাসের সংক্রমণ ৷ বুধবার দৈনিক সংক্রমণ বেড়ে হয়েছিল 45 হাজার 951 জন ৷ আর আজ সকালে স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 48 হাজার 786 জন ৷ সংক্রমণের পাশাপাশি গত কয়েকদিনের থেকে বেড়েছে মৃতের সংখ্যাও ৷ বুধবার করোনায় মৃত্যু হয়েছিল 817 জনের ৷ তবে গত 24 ঘণ্টায় করোনার বলি হয়েছেন 1005 জন ৷

আরও পড়ুন: দেশে ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ; কমেছে মৃত্যু, সক্রিয় রোগী

স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 4 লাখ 11 হাজার 634 জন ৷ মোট মৃত্যু হয়েছে 3 লাখ 99 হাজার 459 জনের ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে ৷ বর্তমানে দেশে মোট সক্রিয় আক্রান্ত আছেন 5 লাখ 23 হাজার 257 জন ৷

গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 61 হাজার 588 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সেরে উঠেছেন 2 কোটি 94 লাখ 88 হাজার 918 জন ৷ দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে 96.97% ৷

আরও পড়ুন: এবার থেকে করোনার টিকাকরণ সেন্টার যাচাই করা যাবে হোয়াটস অ্যাপেই

এখনও পর্যন্ত দেশে করোনা টিকার 33 কোটি 57 লাখ 16 হাজার 197টি ডোজ দেওয়া হয়েছে ৷ গত 24 ঘণ্টায় 27 লাখ 60 হাজার 345 জনের টিকাকরণ হয়েছে ৷ গত সোমবারই টিকাকরণে আমেরিকার থেকে এগিয়ে যায় ভারত ৷

আরও পড়ুন: বারাসতে ডেল্টা প্লাস ? ভাইরাল পোস্টকে ভুয়ো বলে দাবি পৌরসভার

টিকা প্রস্তুতকারক জাইডাস ক্যাডিলা জরুরি ভিত্তিতে তাদের কোভিড টিকার অনুমোদন পেতে বৃহস্পতিবারই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে আবেদন করেছে ৷ জাইকভ-ডি ব্যবহারের জন্য ছাড়পত্র পেয়ে গেলে, দেশ পাবে পঞ্চম কোভিড টিকা ৷ দেশে বর্তমানে কোভিশিল্ড, কোভ্যাকসিন, স্পুটনিক ভি দেওয়া হচ্ছে ৷ সম্প্রতি অনুমোদন দেওয়া হয়েছে মডার্নাকেও ৷

নয়াদিল্লি, 1 জুলাই : বুধবারের পর দেশে আজও সামান্য বাড়ল করোনা ভাইরাসের (Coronavirus in India) সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 48 হাজার 786 জন ৷ বেড়েছে মৃত্যুও ৷ তিন দিন পর আবারও করোনায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে এক হাজার পাঁচ জনের ৷ তবে বেড়েছে সুস্থতার হার ৷

গত মঙ্গলবার দেশে অনেকটাই নেমে গিয়েছিল করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ৷ আক্রান্ত হন 37 হাজার 566 জন ৷ 102 দিন পর দেশে দৈনিক সংক্রমণ 40 হাজারের নিচে চলে যায় ৷ তবে আবারও পরপর দু দিন বেশ কিছুটা করে বাড়ল করোনাভাইরাসের সংক্রমণ ৷ বুধবার দৈনিক সংক্রমণ বেড়ে হয়েছিল 45 হাজার 951 জন ৷ আর আজ সকালে স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 48 হাজার 786 জন ৷ সংক্রমণের পাশাপাশি গত কয়েকদিনের থেকে বেড়েছে মৃতের সংখ্যাও ৷ বুধবার করোনায় মৃত্যু হয়েছিল 817 জনের ৷ তবে গত 24 ঘণ্টায় করোনার বলি হয়েছেন 1005 জন ৷

আরও পড়ুন: দেশে ফের বাড়ল করোনার দৈনিক সংক্রমণ; কমেছে মৃত্যু, সক্রিয় রোগী

স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 4 লাখ 11 হাজার 634 জন ৷ মোট মৃত্যু হয়েছে 3 লাখ 99 হাজার 459 জনের ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে ৷ বর্তমানে দেশে মোট সক্রিয় আক্রান্ত আছেন 5 লাখ 23 হাজার 257 জন ৷

গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 61 হাজার 588 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সেরে উঠেছেন 2 কোটি 94 লাখ 88 হাজার 918 জন ৷ দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে 96.97% ৷

আরও পড়ুন: এবার থেকে করোনার টিকাকরণ সেন্টার যাচাই করা যাবে হোয়াটস অ্যাপেই

এখনও পর্যন্ত দেশে করোনা টিকার 33 কোটি 57 লাখ 16 হাজার 197টি ডোজ দেওয়া হয়েছে ৷ গত 24 ঘণ্টায় 27 লাখ 60 হাজার 345 জনের টিকাকরণ হয়েছে ৷ গত সোমবারই টিকাকরণে আমেরিকার থেকে এগিয়ে যায় ভারত ৷

আরও পড়ুন: বারাসতে ডেল্টা প্লাস ? ভাইরাল পোস্টকে ভুয়ো বলে দাবি পৌরসভার

টিকা প্রস্তুতকারক জাইডাস ক্যাডিলা জরুরি ভিত্তিতে তাদের কোভিড টিকার অনুমোদন পেতে বৃহস্পতিবারই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে আবেদন করেছে ৷ জাইকভ-ডি ব্যবহারের জন্য ছাড়পত্র পেয়ে গেলে, দেশ পাবে পঞ্চম কোভিড টিকা ৷ দেশে বর্তমানে কোভিশিল্ড, কোভ্যাকসিন, স্পুটনিক ভি দেওয়া হচ্ছে ৷ সম্প্রতি অনুমোদন দেওয়া হয়েছে মডার্নাকেও ৷

Last Updated : Jul 1, 2021, 10:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.