নয়াদিল্লি, 28 অগস্ট : ফের বাড়ল দেশের করোনা সংক্রমণ ৷ গতকাল ছিল 44 হাজার ৷ আজ 46 হাজার ছাড়াল দৈনিক সংক্রমণ ৷ এদিনও সিংহভাগ সংক্রমণ কেরালায় ৷ সে রাজ্যে নতুন করে 32 হাজারের বেশি সংক্রমণ হয়েছে ৷ সংক্রমণ বাড়ার সঙ্গে বাড়ল দেশের দৈনিক মৃতের সংখ্যাও ৷
গতকাল কেরালায় করোনা আক্রান্ত হয়েছেন 32 হাজার 801 জন ৷ মৃত্যু হয়েছে 179 জনের ৷ আজ সকালের স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 46 হাজার 759 জন ৷
এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 কোটি 26 লাখ 49 হাজার 947 । বেড়েছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৷ এখনও পর্যন্ত দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 59 হাজার 775 জন । গতকালের তুলনায় বেড়ে গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 509 জনের ৷ গতকাল যা ছিল 496 ৷ এই নিয়ে দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল 4 লাখ 37 হাজার 370 জন ।
আরও পড়ুন: West Bengal Corona Update : নমুনা পরীক্ষা বাড়লেও কমল দৈনিক সংক্রমণ, সুস্থতার হার 98 শতাংশ
গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 31 হাজার 374 জন ৷ এই নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন 3 কোটি 18 লাখ 52 হাজার 802 জন । গত 24 ঘণ্টায় 1 কোটি 3 লাখ 35 হাজার 290 টি টিকা দেওয়া হয়েছে ৷ এখনও পর্যন্ত সারা দেশে মোট 62 কোটি 29 লাখ 89 হাজার 134 টি টিকা দেওয়া হয়েছে ৷