নয়াদিল্লি, 8 জুলাই : দেশে ফের বাড়ল করোনা ভাইরাসের (Coronavirus India) সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 45 হাজার 892 জন ৷ এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 3 কোটি 7 লক্ষ 9 হাজার 557 জন ৷ তবে গতকালের তুলনায় কমেছে মৃত্যু ৷ গত 24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে 817 জনের ৷
মঙ্গলবার অনেকটাই নেমে গিয়েছিল করোনা গ্রাফ ৷ সে দিন আক্রান্ত হন 34 হাজার 703 জন ৷ গত 111 দিনের সংক্রমণের মধ্যে সেটাই ছিল সর্বনিম্ন ৷ তবে বুধবার ফের এক লাফে অনেকটা বাড়ে সংক্রমণ ৷ আক্রান্ত হন 43 হাজার 733 জন ৷ সেই সংখ্যাটাই আজ আরও কিছুটা বেড়েছে ৷ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 45 হাজার 892 জন ৷ তবে সংক্রমণ বাড়লেও করোনায় মৃত্যু গতকালের থেকে কমেছে ৷ বুধবার করোনায় মারা গিয়েছিলেন 930 জন ৷ তবে গত 24 ঘণ্টায় দেশে করোনার বলি হয়েছেন 817 জন ৷
আরও পড়ুন: ফের অনেকটা বাড়ল কোভিড সংক্রমণ-মৃত্যু, স্বস্তি সুস্থতার হারে
স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 7 লাখ 9 হাজার 557 জন ৷ করোনায় দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 4 লাখ 5 হাজার 28 জনের ৷ আজ সক্রিয় আক্রান্তের সংখ্যাও সামান্য বেড়েছে ৷ দেশে মোট সক্রিয় আক্রান্ত আছেন 4 লাখ 60 হাজার 704 জন ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
আরও পড়ুন: কোন ভুলে মন্ত্রিত্ব খোয়ালেন বাবুল-দেবশ্রী ?
গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 44 হাজার 291 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সেরে উঠেছেন 2 কোটি 98 লাখ 43 হাজার 825 জন ৷ দেশে সুস্থতার হার 97.18 শতাংশ ৷
আরও পড়ুন: জন্মদিনে সৌরভকে 70 হাজারের ফোন উপহার ডোনার
এখনও পর্যন্ত দেশে করোনা টিকার 36 কোটি 48 লাখ 47 হাজার 549টি ডোজ দেওয়া হয়েছে ৷ গত 24 ঘণ্টায় 33 লাখ 81 হাজার 671 জনের টিকাকরণ হয়েছে ৷ বর্তমানে কোভিশিল্ড, কোভ্য়াকসিন, স্পুটনিক ভি ও মডার্না - এই চারটি টিকা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে দেশে ৷ এ দিকে, লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকার পর এ বার হোটেল ও লজ খোলার অনুমতি দিয়েছে মহারাষ্ট্র সরকার ৷ তবে নন-কনটেইনমেন্ট জোনেই খোলা যাবে হোটেল ৷