নয়াদিল্লি, 5 এপ্রিল: করোনা সংক্রমণ বেড়ে চলেছে ৷ আজ সকাল 8টায় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 4 হাজার 435 জন ৷ গত 5 মাস 13 দিনে এই সংখ্য়া সর্বোচ্চ ৷ গত 25 সেপ্টেম্বরে 4 হাজার 777 জন করোনায় সংক্রমিত হয়েছিলেন ৷ মঙ্গলবার সকালে প্রকাশিত রিপোর্টে নতুন করোনা সংক্রমণের সংখ্যা ছিল 3 হাজার 38 ৷ একলাফে আক্রান্তের সংখ্যা বাড়ল 1 হাজার 739 ৷ এনিয়ে দেশে মোট 4 কোটি 47 লক্ষ 33 হাজার 719 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ দৈনিক সংক্রমণের হার 3.38 শতাংশ ৷ সাপ্তাহিক সংক্রমণের হার 2.79 শতাংশ ৷
কেরলে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে 1 হাজার 25 জন ৷ মহারাষ্ট্রে 711 জন, দিল্লিতে 521 জন, কর্ণাটকে 324 জন, গুজরাতে 324 জন, হিমাচলপ্রদেশে 306 জন, হরিয়ানায় 193 জন, তামিলনাড়ুতে 198 জন, উত্তরপ্রদেশে 179 জন, গোয়ায় 169 জন কোভিড-19 সংক্রামিত হয়েছেন ৷
-
#AmritMahotsav#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) April 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/XlwjUQSIlY pic.twitter.com/QNmGd9Jsli
">#AmritMahotsav#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) April 5, 2023
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/XlwjUQSIlY pic.twitter.com/QNmGd9Jsli#AmritMahotsav#Unite2FightCorona#LargestVaccineDrive
— Ministry of Health (@MoHFW_INDIA) April 5, 2023
𝗖𝗢𝗩𝗜𝗗 𝗙𝗟𝗔𝗦𝗛https://t.co/XlwjUQSIlY pic.twitter.com/QNmGd9Jsli
বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ আজ সকাল 8টা পর্যন্ত দেশে 15 জনের মৃত্যু হয়েছে ৷ মহারাষ্ট্র ও কেরলে 4 জন কোভিড রোগী, কর্ণাটক, দিল্লি, রাজস্থান, গুজরাত, ছত্তিশগড়, হরিয়ানা, পুদুচ্চেরিতে 1 জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে ৷ এনিয়ে দেশে 5 কোটি 30 লক্ষ 916 জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন ৷ মৃত্যুর হার 1.19 শতাংশ ৷
সক্রিয় রোগীর সংখ্যা 23 হাজার 91, যা মোট সংক্রমণের 0.05 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় 2 হাজার 508 জন রোগী সুস্থ হয়েছেন ৷ দেশে 4 কোটি 41 লক্ষ 79 হাজার 712 জন কোভিড-19 রোগী সেরে উঠেছেন ৷ সুস্থতার হার 98.76 শতাংশ ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে জাতীয় ভ্যাকসিনেশন ড্রাইভে 220 কোটিরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্য়াকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন: করোনা বাড়ছে ! কোভোভ্যাক্সের নথিভুক্তিকরণের দাবিতে কেন্দ্রকে চিঠি সেরামের